চট্টগ্রাম নগরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক আবৃত্তি অনুষ্ঠান চলাকালে একটি কবিতায় একাংশে ‘বঙ্গবন্ধু’ শব্দ উচ্চারিত হওয়ায় আবৃত্তি অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিক এই ঘটনা ঘটে। 

কবি রবিউল হুসাইন রচিত কবিতা ‘এক সেকেন্ডে মাত্র চার ফুট’ নামক কবিতা আবৃত্তির সময় অনুষ্ঠানে উপস্থিত একটি পক্ষ আবৃত্তির অনুষ্ঠান বন্ধ করে দেয়।

অনুষ্ঠানের আয়োজকদের একজন নরেন আবৃত্তি একাডেমির সংগঠক মিশফাক রাসেল বলেন, “কোন শিল্পী কোন কবিতা আবৃত্তি করবেন তা আমাদের আগে থেকে জানা ছিল না। অনুষ্ঠান চলাকালে এক আবৃত্তিকার কবি রবিউল হুসাইন রচিত কবিতা ‘এক সেকেন্ডে মাত্র চার ফুট’ আবৃত্তি শুরু করে। কবিতাটির মাঝপথে ‘বঙ্গবন্ধু’ শব্দটি উচ্চারিত হওয়ার পরপরই আপত্তি তোলে একটি পক্ষ। ওই কবিতার পর আর একটি গান পরিবেশন করে আমরা কোন বিবাদে না জড়িয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেই।” 

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস-এর কর্মীরা এই কবিতার ব্যাপারে আপত্তি তোলে বলে আয়োজকরা জানান। 

এই প্রসঙ্গে জাসাস- এর সদস্য সচিব মামুনুর রশিদ বলেন, ‘‘কবিতায় বঙ্গবন্ধু উচ্চারিত হওয়ায় অনুষ্ঠান বন্ধ করা হয়নি। আর আমরা বন্ধ করিনি। উপস্থিত জনতার রোষে আয়োজকরা অনুষ্ঠান বন্ধ করে দিয়েছিল।” 

যে ছেলেটি কবিতা পড়ছিল, সে ক্ষমা চেয়েছে বলে জানান মামুনুর রশিদ। 

এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘‘একটা অনুষ্ঠানে আবৃত্তির মধ্যে শেখ মুজিবুর রহমানের নাম বলার ঘটনায় একটা সমস্যার কথা শুনেছি। ওখানে আমাদের মোবাইল টিম ছিল। তারা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অনুষ্ঠান শেষ হয়ে যায়। কোন অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। কেউ থানায় কোন অভিযোগও করেনি।”

ঢাকা/রেজাউল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে গ্রিন হতে চান বোলারও

অবশেষে তাহলে রহস্য কাটল!

অ্যাশেজে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন অলরাউন্ডার হিসেবে। ক্রিকেটবিশ্বে ব্যাটিং–বোলিং দুটির জন্যই পরিচিত তিনি। অথচ আইপিএল নিলামে ক্যামেরন গ্রিন কি না শুধুই ‘ব্যাটসম্যান’!

আইপিএল নিলামের খেলোয়াড় তালিকায় অস্ট্রেলিয়ান এ ক্রিকেটারের পরিচয় ‘ব্যাটসম্যান’ দেখে প্রশ্ন জেগেছিল অনেকেরই। ভারতের কিছু সংবাদমাধ্যম তো এ নিয়ে নানা ব্যাখ্যাও দাঁড় করিয়েছিল। তবে গ্রিন অবশেষে জানালেন, তিনি ব্যাটসম্যানদের তালিকায় গেছেন তাঁর ম্যানেজারের ভুলে। আইপিএলে বল করতে তাঁর কোনো বাধা নেই।  

২৬ বছর বয়সী গ্রিন এর আগে মুম্বাই ইন্ডিয়ানস (২০২৩) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (২০২৪) হয়ে খেলেছেন। পিঠের অস্ত্রোপচারের কারণে ২০২৫ মৌসুমে তিনি খেলতে পারেননি। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্যাটসম্যান হিসেবে। তবে এখন পুরোদমে বোলিং করার ছাড়পত্র পেয়েছেন। চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়া তাঁকে অলরাউন্ডার হিসেবেই ব্যবহার করছে।

মুম্বাইয়ের জার্সিতে টিম ডেভিডের সঙ্গে গ্রিন

সম্পর্কিত নিবন্ধ