কবিতায় ‘বঙ্গবন্ধু’ উচ্চারিত হওয়ায়, আবৃত্তি অনুষ্ঠান বন্ধ
Published: 21st, February 2025 GMT
চট্টগ্রাম নগরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক আবৃত্তি অনুষ্ঠান চলাকালে একটি কবিতায় একাংশে ‘বঙ্গবন্ধু’ শব্দ উচ্চারিত হওয়ায় আবৃত্তি অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিক এই ঘটনা ঘটে।
কবি রবিউল হুসাইন রচিত কবিতা ‘এক সেকেন্ডে মাত্র চার ফুট’ নামক কবিতা আবৃত্তির সময় অনুষ্ঠানে উপস্থিত একটি পক্ষ আবৃত্তির অনুষ্ঠান বন্ধ করে দেয়।
অনুষ্ঠানের আয়োজকদের একজন নরেন আবৃত্তি একাডেমির সংগঠক মিশফাক রাসেল বলেন, “কোন শিল্পী কোন কবিতা আবৃত্তি করবেন তা আমাদের আগে থেকে জানা ছিল না। অনুষ্ঠান চলাকালে এক আবৃত্তিকার কবি রবিউল হুসাইন রচিত কবিতা ‘এক সেকেন্ডে মাত্র চার ফুট’ আবৃত্তি শুরু করে। কবিতাটির মাঝপথে ‘বঙ্গবন্ধু’ শব্দটি উচ্চারিত হওয়ার পরপরই আপত্তি তোলে একটি পক্ষ। ওই কবিতার পর আর একটি গান পরিবেশন করে আমরা কোন বিবাদে না জড়িয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেই।”
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস-এর কর্মীরা এই কবিতার ব্যাপারে আপত্তি তোলে বলে আয়োজকরা জানান।
এই প্রসঙ্গে জাসাস- এর সদস্য সচিব মামুনুর রশিদ বলেন, ‘‘কবিতায় বঙ্গবন্ধু উচ্চারিত হওয়ায় অনুষ্ঠান বন্ধ করা হয়নি। আর আমরা বন্ধ করিনি। উপস্থিত জনতার রোষে আয়োজকরা অনুষ্ঠান বন্ধ করে দিয়েছিল।”
যে ছেলেটি কবিতা পড়ছিল, সে ক্ষমা চেয়েছে বলে জানান মামুনুর রশিদ।
এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘‘একটা অনুষ্ঠানে আবৃত্তির মধ্যে শেখ মুজিবুর রহমানের নাম বলার ঘটনায় একটা সমস্যার কথা শুনেছি। ওখানে আমাদের মোবাইল টিম ছিল। তারা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অনুষ্ঠান শেষ হয়ে যায়। কোন অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। কেউ থানায় কোন অভিযোগও করেনি।”
ঢাকা/রেজাউল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তারেক রহমানের ঈদ উপহার পেলেন শহীদ শাওনের পরিবার
নারায়নগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালীতে পুলিশের অতর্কিত হামলায় পুলিশের ছোঁড়া রাইফেলের গুলিতে নিহত শহীদ শাওন প্রধানের পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
শনিবার (২৯ মার্চ) দুপুরে ফতুল্লাধীন ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকায় নিহত শাওন প্রধানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিহত পরিবারের হাতে তারেক রহমানের উপহার সামগ্রী তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম, একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠুসহ বিএনপির নেতৃবৃন্দ।