তিন ভাঁজের স্মার্টফোন চীনের বাইরে বিক্রি শুরু করল হুয়াওয়ে, দাম কত
Published: 21st, February 2025 GMT
গত বছরের সেপ্টেম্বর মাসে চীনের বাজারে তিন ভাঁজের স্মার্টফোন ‘মেট এক্সটি’ উন্মুক্ত করে প্রযুক্তিবিশ্বে হইচই ফেলে দিয়েছিল হুয়াওয়ে। এত দিন শুধু চীনের বাজারে পাওয়া গেলেও এবার মালয়েশিয়ায় ফোনটি উন্মুক্ত করেছে চীনের টেলিযোগাযোগ প্রযুক্তিপ্রতিষ্ঠানটি। মেট এক্সটি মডেলের ফোনটির দাম ধরা হয়েছে ৩ হাজার ৬৬০ মার্কিন ডলার বা প্রায় ৪ লাখ ৩৯ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২০ টাকা ধরে)।
হুয়াওয়ের তথ্যমতে, মেট এক্সটির পর্দার আকার ৬ দশমিক ৪ ইঞ্চি হলেও আংশিক ভাঁজ খুলে ৭ দশমিক ৯ ইঞ্চি এবং পুরো ভাঁজ খুলে ১০ দশমিক ২ ইঞ্চির পর্দা ব্যবহার করা যায়। ফলে প্রয়োজনে ট্যাবলেট কম্পিউটার হিসেবেও ব্যবহার করা যায় ফোনটি।
হারমনি অপারেটিং সিস্টেমে চলা ফোনটির পুরুত্ব ৩ দশমিক ৬ মিলিমিটার। ৫ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটি তারের পাশাপাশি তারহীন বা ওয়্যারলেস চার্জার প্রযুক্তির মাধ্যমে চার্জ করা যায়। তবে ফোনটিতে চাইলেও গুগল প্লে স্টোরসহ গুগলের তৈরি কোনো অ্যাপ ব্যবহার করা যাবে না।
১৬ গিগাবাইট র্যামযুক্ত ফোনটির ধারণক্ষমতা ১ টেরাবাইট। ফোনটির পেছনে ৫০, ১২ ও ১২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। হুয়াওয়ের তথ্যমতে, শিগগিরই ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও মেক্সিকোতে স্মার্টফোনটির বিক্রি কার্যক্রম শুরু হবে।
সূত্র: দ্য ভার্জ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দশম ক
এছাড়াও পড়ুন:
টসে জিতে ইংল্যান্ডে ব্যাটিংয়ে পাঠালেন স্মিথ
দুপুর ৩টায় (২২ ফেব্রুয়ারি, ২০২৫) মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। লাহরের গাদ্দাফি স্টেডিয়ামে এই মহারণের আগে চাপে আছে দুই দলই। নিজেদের শেষ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে এই দুই ক্রিকেট পরাশক্তি।
এদিকে টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। করছে। স্মিথের মতে, “উইকেটটি বেশ ভালো মনে হচ্ছে। অনুশীলনের সময় কিছু শিশির পড়েছিল গতরাতে”। স্মিথ নিশ্চিত করেছেন যে ফর্মে থাকা অ্যালেক্স ক্যারি মিডল অর্ডারে খেলছেন।
অন্যদিকে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলেছেন প্রথমে ব্যাটিংয়ে সমস্যা নেই তার। বাটলার বলেন, “ আমি টসে জিতলে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ৫০-৫০ ছিল। আমরা আমাদের খেলোয়াড়দের ওপর খুবই আত্মবিশ্বাসী। মাঠে নামতে উদগ্রীব সবাই।”
ঢাকা/নাভিদ