গত বছরের সেপ্টেম্বর মাসে চীনের বাজারে তিন ভাঁজের স্মার্টফোন ‘মেট এক্সটি’ উন্মুক্ত করে প্রযুক্তিবিশ্বে হইচই ফেলে দিয়েছিল হুয়াওয়ে। এত দিন শুধু চীনের বাজারে পাওয়া গেলেও এবার মালয়েশিয়ায় ফোনটি উন্মুক্ত করেছে চীনের টেলিযোগাযোগ প্রযুক্তিপ্রতিষ্ঠানটি। মেট এক্সটি মডেলের ফোনটির দাম ধরা হয়েছে ৩ হাজার ৬৬০ মার্কিন ডলার বা প্রায় ৪ লাখ ৩৯ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২০ টাকা ধরে)।

হুয়াওয়ের তথ্যমতে, মেট এক্সটির পর্দার আকার ৬ দশমিক ৪ ইঞ্চি হলেও আংশিক ভাঁজ খুলে ৭ দশমিক ৯ ইঞ্চি এবং পুরো ভাঁজ খুলে ১০ দশমিক ২ ইঞ্চির পর্দা ব্যবহার করা যায়। ফলে প্রয়োজনে ট্যাবলেট কম্পিউটার হিসেবেও ব্যবহার করা যায় ফোনটি।

হারমনি অপারেটিং সিস্টেমে চলা ফোনটির পুরুত্ব ৩ দশমিক ৬ মিলিমিটার। ৫ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটি তারের পাশাপাশি তারহীন বা ওয়্যারলেস চার্জার প্রযুক্তির মাধ্যমে চার্জ করা যায়। তবে ফোনটিতে চাইলেও গুগল প্লে স্টোরসহ গুগলের তৈরি কোনো অ্যাপ ব্যবহার করা যাবে না।

১৬ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটির ধারণক্ষমতা ১ টেরাবাইট। ফোনটির পেছনে ৫০, ১২ ও ১২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। হুয়াওয়ের তথ্যমতে, শিগগিরই ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও মেক্সিকোতে স্মার্টফোনটির বিক্রি কার্যক্রম শুরু হবে।

সূত্র: দ্য ভার্জ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দশম ক

এছাড়াও পড়ুন:

টিভিতে আজকের খেলা

ক্রিকেট

আইপিএল

চেন্নাই সুপার কিংস–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
সরাসরি, রাত ৮টা;

আরো পড়ুন:

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

স্টার স্পোর্টস ১ ও টি স্পোর্টস।


প্রথম ওয়ানডে

নিউজিল্যান্ড–পাকিস্তান
সরাসরি, আগামীকাল ভোর ৪টা;

সনি স্পোর্টস টেন ৫।


ফুটবল

জার্মান বুন্দেসলিগা

লেভারকুসেন–বোখুম
সরাসরি, রাত ১টা ৩০ মিনিট;

সনি স্পোর্টস টেন ২।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ