দিনাজপুরের পার্বতীপুর উপজেলা বড়হরিপুর পোদ্দারপাড়া গ্রামে মহানাম যজ্ঞানুষ্ঠানে পুরোহিতের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার এ ঘটনায় আহত পুরোহিত ব্রাহ্মণ জামেনী কান্ত মহন্তকে (৮০) প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা।

ঘটনার সঙ্গে জড়িত একই ইউনিয়নের শালন্দার মণ্ডলপাড়া গ্রামের রিফাত হোসেন (২০) নামে এক তরুণকে আটক করে পুলিশে দিয়েছেন গ্রামের বাসিন্দারা। তাঁকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি স্থানীয় একটি কলেজের প্রথম বর্ষের ছাত্র। অনুষ্ঠান চালিয়ে নিতে পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

যজ্ঞানুষ্ঠানের সভাপতি প্রফুল্ল রায়ের ছেলে স্কুলশিক্ষক মানিক চন্দ্র রায় জানান, প্রতিবারের মতো এবারও দু’দিনব্যাপী অনুষ্ঠানের (অষ্টপ্রহর) আয়োজন করেন গ্রামের বাসিন্দারা। শুক্রবার অনুষ্ঠান চলাকালে রিফাত স্ক্রু-ড্রাইভার দিয়ে ব্রাহ্মণের মাথার তালুতে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর ছুটে আসেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো.

আফছার আলী ও সাধারণ সম্পাদক একরামুল হকসহ স্থানীয় বাসিন্দারা। এ সময় রিফাতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিএনপি নেতা একরামুল হক বলেন, পারিবারিক সূত্রে জানা গেছে রিফাত কয়েক মাস ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তাঁর চিকিৎসার কাগজ থানায় পাঠানো হয়েছে। যজ্ঞানুষ্ঠান চালাতে যেন কোনো সমস্যা না হয়, সে জন্য বিএনপি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

পার্বতীপুর মডেল থানার ডিউটি অফিসার ফুল মিয়া বলেন, ব্রাহ্মণের ওপর হামলার ঘটনায় রিফাত হোসেন নামে এক তরুণকে থানায় আনা হয়েছিল। মানসিক চিকিৎসার কাগজপত্র নিয়ে এসেছিল তাঁর পরিবার। তাঁকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

গাইবান্ধার সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার দিনাজপুরে আটক

দিনাজপুরে পুলিশের হাতে আটক হয়েছেন গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবির। আজ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন।

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবির

সম্পর্কিত নিবন্ধ