সোনারগাঁয়ে ভাষা শহীদদের প্রতি গনঅধিকার পরিষদের শ্রদ্ধা নিবেদন
Published: 21st, February 2025 GMT
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সোনারগাঁ উপজেলা গনঅধিকার পরিষদ।
২১শে ফেব্রুয়ারী শুক্রবার সোনারগাঁ উপজেলা গনঅধিকার পরিষদের নেত্রীবৃন্দ সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাষা বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ ছাড়া এর আগে রাত ১২টা থেকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এই সময় উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কী,নারায়ণগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল রানা,সোনারগাঁ উপজেলার আহবায়ক নাজির হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহিবুল্লাহ প্রধান,নারায়ণগঞ্জ জেলা গনঅধিকার পরিষদের সহ ধর্ম বিষয়ক সম্পাদক গৌতম চন্দ্র ধর,মুক্তিযুদ্ধো বিষয়ক সম্পাদক অদুদ আহমেদ, ছাত্র অধিকারের অর্থ সম্পাদক রিফাত,সোনারগাঁ পৌরসভার আহবায়ক উলফাত কবির মাষ্টার, সদস্য সচিব আবু বক্কর, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম আকন,ছাত্র অধিকার পরিষদের সোনারগাঁ উপজেলা আহবায়ক ইসমাইল মিয়া,যুগ্ম আহবায়ক ফয়সাল খাঁন,নারায়ণগঞ্জ জেলার যুবঅধিকার পরিষদের সহসভাপতি রিফাত ভূঁইয়া, সোনারগাঁ উপজেলার যুগ্ম আহবায়ক আফজল,যুগ্ম সদস্য সচিব সুমন মিয়া প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল উপজ ল
এছাড়াও পড়ুন:
ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ জেলা বিএনপি শ্রদ্ধা নিবেদন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে সকাল থেকেই জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে।
পরে শহরে বিশাল প্রভাত ফেরী বের করা হয়। প্রভাত ফেরীর র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিয়ে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুলসহ জেলা বিএনপি'র আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।