একা থাকা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস: সামান্থা
Published: 21st, February 2025 GMT
বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সবকিছুর মধ্যেও নিজেকে খানিক আলাদা করে রাখার চেষ্টা। অভিনেত্রীকে নিয়ে চর্চাও চলে প্রচুর। জীবনের এক কঠিন সিদ্ধান্ত নিলেন সামান্থা। জীবনের একাধিক ঘাত-প্রতিঘাত। সম্পর্কের ওঠা-পড়া। সবকিছুর মাঝেও অভিনেত্রী সামান্থা রথ প্রভু মাথা উঁচু করে বেঁচে থাকার পক্ষে।
তিনি নিজের সঙ্গে সময় কাটাতেই সবচেয়ে বেশি পছন্দ করেন। ফোন ছাড়াই নীরবে সময় কাটাতে পারেন সামান্থা। ইনস্টাগ্রাম স্টোরিতে, তিনি ‘নীরবতার সাধনা’ লেখা একটি কার্ডের ছবিও পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘তিন দিনের নীরবতা। না কোনো ফোন। না কারও সঙ্গে যোগাযোগ। কেবল নিজের সঙ্গে সময় কাটানো।’
অনেক নেটিজেনের মধ্যেই এই প্রশ্ন জেগেছে, যদি তিনি নীরবই থাকবেন বলে স্থির করেন, তবে কেন তা সোশ্যাল মিডিয়ায় জানালেন?
সামান্থা একটি পোস্টে লিখেছেন, ‘নিজের সঙ্গে একা থাকাটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিসগুলোর মধ্যে একটি। আমি কি এটা করতে পারব? মনে হয় লাখ লাখ বার করব।’ তিনি তাঁর ভক্তদের জন্য একটি ভোটিং পোলও তৈরি করেছিলেন। যেখানে প্রায় ৮৮ শতাংশ মানুষ বলেছেন, তারাও এ চেষ্টা করতে চান।
সম্প্রতি তিনি জানিয়েছিলেন, ধ্যান তাঁর দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে উঠেছে। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে ধ্যানের একটি ভিডিও শেয়ার করেছেন।
ক্যাপশনে লিখেছেন, ‘ধ্যান। যদি কোনো একটা জিনিস আমি মন থেকে চাই, সেটা হলো ধ্যান। আমি চাই তোমরাও এ চেষ্টা কর। প্রতিদিন মাত্র ১৫ মিনিট ধ্যান। যেভাবেই হোক না কেন নীরবে বসে থাক। তোমার শ্বাস-প্রশ্বাসের ওপর মনোযোগ দাও। অথবা ইউটিউব দেখে ধ্যান কর। এর কোনো ঠিক বা ভুল নেই। শুধু মন দিয়ে ধ্যান করাটা খুব দরকার।’
সামান্থার কাছে ধ্যান জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। তিনি আরও লিখেছেন, ‘পৃথিবীতে যতই বিশৃঙ্খলা তৈরি হোক না কেন, আমি জানি আমার ভেতরে একটা শান্ত জায়গা রয়েছে এবং সেটি একই রয়েছে। যখন নিজের বাড়ির পথ খুঁজে বের করতে শিখে যাবেন, তখন বাইরের শব্দ তার নিয়ন্ত্রণ হারাবে। সেটাই চেষ্টা করে দেখুন।’
কিছুদিন আগে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন সামান্থা। কিন্তু অন্যান্য দক্ষিণ ভারতীয় অভিনেত্রীর তুলনায় বলিউড সিনেমায় নিজেকে তুলে ধরার সুযোগ কমই পেয়েছেন। মায়োসাইটিস রোগে আক্রান্ত হওয়ার কারণে কিছু বড় প্রজেক্টের কাজ হাতছাড়া হয়েছে তাঁর। অসুস্থতায় বারবার অভিনয়ে বিরতি নেওয়ায় দক্ষিণ ভারতীয় সিনেমায়ও আগের মতো দেখা মিলছে না তাঁর। সর্বশেষ আলোচিত দক্ষিণী সিনেমা ‘মুকুথি আম্মান’-এর সিকুয়েলে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সামান্থা তাঁর গ্ল্যামার ইমেজ নিয়ে আগের চেয়ে অনেক চিন্তিত হয়ে পড়েছেন। কারণ, মায়োসাইটিস রোগের কারণে অভিনেত্রীর ত্বকে এক ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। গ্ল্যামার তারকাদের জন্য এটি বড় রকমের দুশ্চিন্তার বিষয়। সে কারণেই ‘মুকুথি আম্মান-২’ সিনেমার দেবী চরিত্রে অভিনয় নিয়ে খুব একটা আগ্রহী নন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: জ বন র
এছাড়াও পড়ুন:
ঈদের সকালে রোগী, নার্স ও ট্রাফিক পুলিশের সঙ্গে টিম খোরশেদ’র শুভেচ্ছা বিনিময়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন সকালে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে ঈদের দিন ভর্তি থাকা রোগী,নার্স ও পরিবার পরিজনের বন্ধন ছেড়ে নাগরিক সেবায় নিয়োজিত ট্রাফিক পুলিশদের মাঝে পুষ্টিকর প্রাত:রাস (নাস্তা-দুধ, জুস, বিস্কুট ও কেকের বক্স) বিতরণ করে মানবিক সংগঠন টিম খোরশেদ।
ঈদের নামাজ শেষে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকবৃন্দ প্রথমে হাসপাতালের রোগী ও নার্স ও পরে রাস্তায় কর্মরত ট্রাফিক পুলিশদের মাঝে নাস্তা বিতরণ করে।
টিম খোরশেদ এর দলনেতা সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমরা আসলে দূর্গত মানুষ ও নাগরিক সেবায় নিয়োজিতদের ঈদের আনন্দে অংশ নিয়ে হাসি ফুটানোর জন্যই আমাদের সকল কার্যক্রম।