আড়াইহাজারে দিনব্যাপী জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প
Published: 21st, February 2025 GMT
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আড়াইহাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আড়াই হাজার উপজেলার উদ্যোগে এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম নারায়ণগঞ্জ জেলার সার্বিক সহযোগিতায় গোপালদী বাজারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং করা হয়।
মেডিকেল ক্যাম্পিংয়ে ফ্রী চিকিৎসা, ফ্রি ব্লাড গ্রুপিং, ফ্রি ডায়াবেটিস টেস্ট, ফ্রি ফিজিওথেরাপি ও ডেন্টাল সেবা এবং ফ্রি ঔষধ বিতরণ করা হয়। এ সময় সতের জন বিশেষজ্ঞ চিকিৎসক দুই সহস্রাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।
এন ডি এফ এর নারায়ণগঞ্জ জেলা সভাপতি ডা আলী আশরাফ খানের ব্যবস্থাপনায় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এন ডি এফ এর জেলা সেক্রেটারি ডা আবদুল মালেক, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী মোল্লা প্রমূখ।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ভাষা আন্দোলন ছিলো মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। জামায়াতে ইসলামী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছে। প্রতিটি নাগরিকের চিকিৎসা পাওয়া তার মৌলিক অধিকার।
জামায়াতে ইসলামী মানুষের কল্যাণ ও মানবতার কল্যাণ সাধনের জন্য এই মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল ইসল ম
এছাড়াও পড়ুন:
বিকল হওয়া ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিকল ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
বুধবার (১৬ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকার রিনালয় সিএনজি পাম্পের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘটনাটি ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
নিহত দুইজন হলেন- শরীয়তপুর জেলার সদর থানার রুদ্রকর এলাকার মো. সুলতান ঢালী (৫০) এবং একই জেলার ফজলু মাদবরের ছেলে মো. সুমন মিয়া (৪৪)। তারা দুইজনই ট্রাক চালক।
আরো পড়ুন:
দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
ফরিদপুরে তরমুজ বোঝাই ট্রাক উল্টে চালক-হেলপার নিহত
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন ।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিমরাইল এলাকার রিনালয় সিএনজি পাম্পের সামনে চট্টগ্রামগামী একটি ট্রাক বিকল হয়। একটি বড় লরির সাহায্যে বিকল হওয়া ট্রাকটি চেইন দিয়ে বাঁধা হচ্ছিল। এসময় চট্টগ্রামগামী আলুবাহী অপর একটি ট্রাক বিকল হওয়া ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ ঘটনায় বিকল হওয়া ট্রাক এবং ট্রাকটি উদ্ধারে আসা লরির চালক নিহত হন। পরে হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।
ঢাকা/অনিক/মাসুদ
ঢাকা/অনিক/মাসুদ