Risingbd:
2025-03-26@09:53:03 GMT

জাবিয়ান ফুটসাল কার্নিভাল শুরু

Published: 21st, February 2025 GMT

জাবিয়ান ফুটসাল কার্নিভাল শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তঃবন্ধন দেশ জুড়েই সমাদৃত। নিজেদের বন্ধনকে আরো দৃঢ় করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা গত তিন বছরের মধ্যে দুইবার ঢাকায় ৫০ বল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে। এর আলোকে এবার আয়োজন হতে যাচ্ছে জাবি ফুটসাল টুর্নামেন্ট।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মিরপুর পল্লবীতে স্পোর্টস অ্যারেনা ভেন্যুতে বিশ্ববিদ্যালয়ের বিভাগ ভিত্তিক এই টুর্নামেন্ট শুরু হয়েছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে গ্রুপ ভিত্তিক খেলার পর প্রতি গ্রুপের দুই শীর্ষ দল কোয়ার্টার ফাইনালে উঠবে। সেভেন এ সাইড টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার রাতে।

ফুটসাল টুর্নামেন্ট উপলক্ষ্যে গতকাল রাতে রাজধানীর ফ্যালকন হলে জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে প্রতিটি বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী বিভাগগুলোর হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রথম ব্যাচ থেকে ৪০ ব্যাচ পর্যন্ত সাবেকরা অংশগ্রহণ করতে পারবেন।

টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচনের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক কয়েকজন শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। ২০১২ সালে অলিম্পিকে বাংলাদেশে পদক বহন করা সাতারু মাহফিজুর রহমান সাগর, সাবেক জাতীয় ফুটবলার শহীদ হোসেন স্বপন, সাবেক ফুটবলার সুজিত ব্যানার্জি চন্দন, হিরু, শামীম, মন্জু, রবি, ফারুক,আন্তর্জাতিক আম্পায়ার মাসুদুর রহমান মুকুলসহ আরো কয়েকজনকে উত্তরীয় পরিয়ে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করেন সাখাওয়াত হোসেন শিপন, দেবাশীষ চ্যাটার্জি ও জোসী।

ক্রীড়া সাংবাদিকতার মাধ্যমে ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান ও জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃতির জন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ক্রীড়া সাংবাদিক আরাফাত জোবায়ের সম্মাননা পান। এভারেস্টে বেজ ক্যাম্পে উঠায় মঞ্জুরুল হক রনিকেও সম্মাননা জানানো হয়।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের খেলার স্মৃতি স্মরণ করেন। আম্পায়ার মুকুলকে সবাই ক্রিকেটার হিসেবে চিনলেও তাঁর বিশ্ববিদ্যালয় জীবন কেটেছে ফুটবল খেলেই বেশি। পেশাগত ও পারিবারিক ব্যস্ততার মধ্যেও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে ক্রিকেটের পর ফুটবল টুর্নামেন্ট করায় আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানান উপস্থিত সকলে। এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে জাহাঙ্গীরনগরের সাবেক শিক্ষার্থীরাই। টুর্নামেন্টের পাওয়ার্ড বাই পিএসএল ও স্পন্সর সিটি ব্যাংক।

গ্রুপ-এ: বাংলা, গণিত, ফার্মেসী ও আইবিএ,
গ্রুপ বি: সরকার ও রাজনীতি, প্রত্মতত্ত্ব, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান,
গ্রুপ সি: সিএসই, ইংরেজি, নাটক ও নাট্যতত্ত্ব ও পরিসংখ্যান,
গ্রুপ ডি: দর্শন, ইতিহাস, অর্থনীতি ও পদার্থ।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ হ ঙ গ রনগর অন ষ ঠ ফ টবল

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর-সংলগ্ন মহাসড়কে চলন্ত বাসে ছিনতাই, চালকসহ আটক ৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল ফটক এবং সিঅ্যান্ডবি এলাকার মাঝামাঝি স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা শুভযাত্রা নামে একটি বাসে এ ঘটনা ঘটে। এ সময় একজন ছুরিকাহত হয়েছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে বাসটির চালকসহ তিনজনকে আটক করে আশুলিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আটক তিনজন হলেন শুভযাত্রা বাসের চালক আলী হোসেন, তাঁর সহকারী মো. সোহেল ও কন্ডাক্টর আতিকুর রহমান।

প্রত্যক্ষদর্শী বাসের কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শুভযাত্রা বাসটি সাভারের সিটি সেন্টার এলাকায় এলে চারজন যাত্রী বাসে ওঠেন। এরপর বাসটি সিঅ্যান্ডবি এলাকায় এলে তাঁরা বাসের লাইট বন্ধ করে দিয়ে যাত্রী রবিউল হায়দারকে ছুরি ধরে তাঁর কাছে যত টাকা আছে তা দিতে বলেন। রবিউল টাকা বের করতে করতে তাঁরা পকেট থেকে টাকা ছিনিয়ে নেন এবং হাতে ছুরিকাঘাত করেন। এ সময় বাসের আরও কয়েকজনের কাছ থেকে মুঠোফোন, টাকা ও বাসে থাকা দুটি নতুন টেলিভিশন সেট ছিনিয়ে নিয়ে তাঁরা বাস থেকে নেমে যান। পরে বাসটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে পৌঁছালে বাসে থাকা কয়েকজন শিক্ষার্থী ও যাত্রীরা বাসটি আটক করে ক্যাম্পাসে নিয়ে যান। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাসের চালক ও তাঁর দুই সহকারীকে আটক করে আশুলিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করে।

ছুরিকাহত রবিউল হায়দার প্রথম আলোকে বলেন, ‘আমি সাভারের গেণ্ডা এলাকা থেকে বাসে উঠি। ছিনতাইকারীরা বাসে উঠে সরাসরি আমার কাছে এসে ছুরি ধরে বলে, যা টাকা আছে দে। আমি টাকা বের করতে করতে তারা আমার পকেটে হাত দিয়ে ১৪ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আমার হাতের বাহুতে ছুরি মারে। আমি বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসা নিয়েছি।’

আরেক ভুক্তভোগী মেহেদী ইসলাম বলেন, ‘ছিনতাইকারীদের একজন আমার গলায় ছুরি ধরে বলে মোবাইল দিয়ে দিতে। আমি ভয়ে ভয়ে মোবাইল দিয়ে দিছি। তারা আরও দুজনের কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ নিয়ে গেছে। এ ছাড়া বাসে থাকা দুটি টেলিভিশন সেটও নিয়ে গেছে।’

বাসে থাকা যাত্রী ও বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী তানজিল হায়দার প্রথম আলোকে বলেন, ‘আমাদের একটা প্রোগ্রাম শেষে আমরা সাভারের মডেল মসজিদের সামনে থেকে বাসে উঠি। বাসটি সিটি সেন্টার এলাকায় এলে চারজন বাসে ওঠে। বাসে থাকা একজন মেয়ের পায়ে পাড়া দিয়ে ঝামেলা করে উত্তেজনা তৈরি করে। পরে বাসটি সিঅ্যান্ডবি এলাকায় পৌঁছালে তারা বাসের হেলপারের গলায় ছুরি ধরে এবং আমার পাশে থাকা এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। আমার ধারণা, তারা আগে থেকেই জানত, আমার পাশে যিনি বসা তার কাছে টাকা আছে।’

তানজিল হায়দার আরও বলেন, ‘ছিনতাইকারীরা তিন মিনিটের মধ্যে ছিনতাই করে বাস থেকে নেমে যায়। আমরা বাস থেকে নেমে তাদের ধাওয়া দিতে চেয়েছিলাম, কিন্তু ছিনতাইকারীরা বাস থেকে নামার সঙ্গে সঙ্গে বাস ড্রাইভার বাসটি ছেড়ে দেয়। আমার ধারণা বাসের হেলপারের গলায় তারা যে ছুরি ধরে ছিল, সেটা নাটক হতে পারে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা টাকা ও মোবাইল নিয়ে গেছে। এ ঘটনায় আশুলিয়া থানা-পুলিশ বাসের চালক, তাঁর দুই সহকারীকে আটক করেছে। তদন্ত করে দ্রুত ছিনতাইকারীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

সম্পর্কিত নিবন্ধ

  • জাহাঙ্গীরনগর-সংলগ্ন মহাসড়কে চলন্ত বাসে ছিনতাই, চালকসহ আটক ৩
  • জাবিতে মেট্রোরেলের স্টেশন দাবি শিবিরের