জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তঃবন্ধন দেশ জুড়েই সমাদৃত। নিজেদের বন্ধনকে আরো দৃঢ় করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা গত তিন বছরের মধ্যে দুইবার ঢাকায় ৫০ বল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে। এর আলোকে এবার আয়োজন হতে যাচ্ছে জাবি ফুটসাল টুর্নামেন্ট।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মিরপুর পল্লবীতে স্পোর্টস অ্যারেনা ভেন্যুতে বিশ্ববিদ্যালয়ের বিভাগ ভিত্তিক এই টুর্নামেন্ট শুরু হয়েছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে গ্রুপ ভিত্তিক খেলার পর প্রতি গ্রুপের দুই শীর্ষ দল কোয়ার্টার ফাইনালে উঠবে। সেভেন এ সাইড টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার রাতে।
ফুটসাল টুর্নামেন্ট উপলক্ষ্যে গতকাল রাতে রাজধানীর ফ্যালকন হলে জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে প্রতিটি বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী বিভাগগুলোর হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রথম ব্যাচ থেকে ৪০ ব্যাচ পর্যন্ত সাবেকরা অংশগ্রহণ করতে পারবেন।
টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচনের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক কয়েকজন শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। ২০১২ সালে অলিম্পিকে বাংলাদেশে পদক বহন করা সাতারু মাহফিজুর রহমান সাগর, সাবেক জাতীয় ফুটবলার শহীদ হোসেন স্বপন, সাবেক ফুটবলার সুজিত ব্যানার্জি চন্দন, হিরু, শামীম, মন্জু, রবি, ফারুক,আন্তর্জাতিক আম্পায়ার মাসুদুর রহমান মুকুলসহ আরো কয়েকজনকে উত্তরীয় পরিয়ে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করেন সাখাওয়াত হোসেন শিপন, দেবাশীষ চ্যাটার্জি ও জোসী।
ক্রীড়া সাংবাদিকতার মাধ্যমে ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান ও জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃতির জন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ক্রীড়া সাংবাদিক আরাফাত জোবায়ের সম্মাননা পান। এভারেস্টে বেজ ক্যাম্পে উঠায় মঞ্জুরুল হক রনিকেও সম্মাননা জানানো হয়।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের খেলার স্মৃতি স্মরণ করেন। আম্পায়ার মুকুলকে সবাই ক্রিকেটার হিসেবে চিনলেও তাঁর বিশ্ববিদ্যালয় জীবন কেটেছে ফুটবল খেলেই বেশি। পেশাগত ও পারিবারিক ব্যস্ততার মধ্যেও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে ক্রিকেটের পর ফুটবল টুর্নামেন্ট করায় আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানান উপস্থিত সকলে। এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে জাহাঙ্গীরনগরের সাবেক শিক্ষার্থীরাই। টুর্নামেন্টের পাওয়ার্ড বাই পিএসএল ও স্পন্সর সিটি ব্যাংক।
গ্রুপ-এ: বাংলা, গণিত, ফার্মেসী ও আইবিএ,
গ্রুপ বি: সরকার ও রাজনীতি, প্রত্মতত্ত্ব, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান,
গ্রুপ সি: সিএসই, ইংরেজি, নাটক ও নাট্যতত্ত্ব ও পরিসংখ্যান,
গ্রুপ ডি: দর্শন, ইতিহাস, অর্থনীতি ও পদার্থ।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ হ ঙ গ রনগর অন ষ ঠ ফ টবল
এছাড়াও পড়ুন:
আজ থেকে শুরু পঞ্চম ‘বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’
করতোয়া বিধৌত পুণ্ড্রনগরের হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত প্রাচীন জনপদের শহর বগুড়ায় আজ থেকে পঞ্চম ‘বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (বিআইএফএফ)’ শুরু হচ্ছে। জাঁকজমক আয়োজনের মধ্যদিয়ে জেলা শিল্পকলা একাডেমি বগুড়া এবং মধুবন সিনেপ্লেক্সে শুরু হচ্ছে এ আয়োজন। তিন দিনব্যাপি এই আয়োজনটি শেষ হবে ২২ ফেব্রুয়ারি।
বগুড়ার একমাত্র চলচ্চিত্র বিষয়ক সংগঠন পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত উৎসবটি আজ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন অভিনেত্রী ও প্রযোজক নুসরাত ইমরোজ তিশা।
আয়োজক সূত্রে জানা যায়, বিশ্বের ৩৩ দেশের মোট ৯৭টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচন করা হয়েছে যা গতবারের আয়োজনের দ্বিগুণ। প্রতিযোগিতামূলক এই উৎসবে ৫ দেশের মোট ৪৫ জন চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী ও কর্মী উৎসবে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত উৎসব পরিচালক সুপিন বর্মন।
মাস্টার ক্লাস ও মুক্ত আলোচনায় আলোচক ও প্রশিক্ষক হিসেবে থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সঞ্জয় সরকার ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আহম্মেদ তাওকীর।
উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘৮৪০’ । উৎসব পরিচালক সুপিন বর্মন জানান ৭টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচনের জন্য জুরি হিসেবে থাকছেন দেশের ও বিদেশের স্বনামধন্য দশজন চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, লেখক, সাংবাদিক ও চলচ্চিত্র প্রকৌশলী।
দেশীয় জুরিদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র সাউন্ড ডিজাইনার নাহিদ মাসুদ, অভিনেত্রী কাজী নওসাবা আহম্মেদ, চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম, স্ক্রিপ্ট রাইটার ও সাংবাদিক অপূর্ণ রুবেল, লেখক ও সাংবাদিক অনিন্দ্য মামুন, চলচ্চিত্র নির্মাতা শায়লা রহমান তিথি।
বিদেশি জুরিদের মধ্যে রয়েছেন মিশর থেকে চলচ্চিত্র নির্মাতা মারওয়া ইলসাকুরি, ভারত থেকে নির্মাতা রাকেশ আন্দানিয়া ও অমল ভাগাত। ইতোমধ্যে অনলাইনে ছবি দেখে জুরিদের বিচারকার্য শেষ হয়েছে বলে জানান উৎসব পরিচালক সুপিন বর্মন।
২২ ফেব্রুয়ারি বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হবে ৫ম বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার প্রাপ্ত ইকবাল হোসাইনের বলী। উল্লেখ্য যে ২০-২২ তারিখ জেলা শিল্পকলা একাডেমিতে এবং ২০-২১ ফেব্রুয়ারি মধুবন সিনেপ্লেক্সে একযোগে সকাল ১০ থেকে ৯টা পর্যন্ত চলবে প্রদর্শনী।
এ বিজ্ঞপ্তিতে পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সভাপতি পৌষরাম সরকার জুরিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অংশগ্রহণকারী চলচ্চিত্র নির্মাতাদের ধন্যবাদসহ বগুড়ার সকল স্তরের মানুষের প্রতি উৎসব সফল করতে সহযোগিতা কামনা করেন।