প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৪ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকার মিরপুর-২ এ ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এ প্রতিযোগিতা উদ্বোধন করবেন। 

দেশের আট বিভাগের চ্যাম্পিয়ন আটটি বালক দল ও  আটটি বালিকা দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। ২২, ২৩, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্ব, সেমিফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী খেলা হবে। ২৭ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় স্টেডিয়ামে বালক-বালিকা দলের ফাইনাল খেলা হবে।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া দলগুলো হলো—বালিকা গ্রুপে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজশাহী বিভাগের পাবনা জেলার সাঁথিয়া উপজেলার জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার  দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার ঠোলনারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাল বিভাগের বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার টিটিডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলেট বিভাগের সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বালক গ্রুপে রংপুর বিভাগের কুড়িগ্রাম সদরের কুড়িগ্রাম ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজশাহী বিভাগের রাজশাহী জেলার বোয়ালিয়ার শিরোইল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা বিভাগের খুলনা জেলার কয়রা উপজেলার দেয়াড়া আন্তা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাল বিভাগের ভোলা সদরের ব্যাংকের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলেট বিভাগের সুনামগঞ্জ সদরের ইছাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দেশের ৬৫ হাজার ৩৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা দল প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়। ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলা শেষে আট বিভাগ থেকে আটটি করে বালক ও বালিকা দল জাতীয় প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। 

ঢাকা/এএএম/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প র উপজ ল র ল সরক র

এছাড়াও পড়ুন:

মিরপুর প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম এই অভিযান পরিচালনা করেন। 

অভিযানে মিরপুর প্যারিস মাঠের অবৈধভাবে আয়োজন করা মেলার সব স্টল ও রাইড গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে অন্তত ১৫০টি স্টল উচ্ছেদ করা হয়।

অভিযানকালে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, আমরা জানতে পারি মিরপুর প্যারিস রোড মাঠে বিনা অনুমতিতে অবৈধভাবে মেলাটি চলছিল। বৈধ অনুমতি না থাকায় মেলার সব স্টল ও রাইড উচ্ছেদ করে মাঠটি দখলমুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, ডিএনসিসি এলাকায় অনুমতি ব্যতীত মাঠ, পার্ক দখল করে মেলা আয়োজনের কোন সুযোগ নেই। এই বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা/আসাদ/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ