মালয়েশিয়ায় লরির ধাক্কায় বাংলাদেশির মৃত্যু
Published: 21st, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মালয়েশিয়ার জোহর রাজ্যে রাস্তা পারাপারের সময় একটি লরির ধাক্কায় ২৬ বছর বয়সি এক বাংলাদেশি নিহত হয়েছেন।
জোহর রাজ্যের মুয়ার জেলার পুলিশ প্রধান সহকারী কমিশনার রইজ মুখলিজ আজমান আজিজ জানান, স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে রাস্তা পারাপারের সময় লরির সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলে এক বাংলাদেশির নিহত হয়েছে।
তবে, নিহত বাংলাদেশির নাম পরিচয় জানা জানাতে পারেননি তিনি।
পুলিশ কর্মকর্তা আরও জানান, সকাল ৬.
এদিকে, সড়ক পরিবহন আইন (এপিজে), ১৯৮৭ এর ৪১(১) ধারায় তদন্তে সহায়তা করার জন্য পুলিশ লরি চালককে খুঁজে বের করতে অভিযান অব্যাহত রেখেছে।
এছাড়া ঘটনার সাথে সম্পর্কিত তথ্যসহ জনসাধারণকে নিকটস্থ থানায় যোগাযোগ করে তদন্তে সহায়তা করার জন্য এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
জনসাধারণকে রাস্তা পারাপারের সময় আরও সতর্কতা অবলম্বন করা এবং তাদের নিজের এবং অন্যান্য সড়ক ব্যবহারকারীদের সুরক্ষা বজায় রাখতে সর্বদা সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।
নিহত বাংলাদেশির ময়নাতদন্তের জন্য বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। বর্তমানে সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারায় মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানান আজমান আজিজ।
বিএইচ
উৎস: SunBD 24
কীওয়ার্ড: তদন ত
এছাড়াও পড়ুন:
মিরপুর প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান
রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে মিরপুর প্যারিস মাঠের অবৈধভাবে আয়োজন করা মেলার সব স্টল ও রাইড গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে অন্তত ১৫০টি স্টল উচ্ছেদ করা হয়।
অভিযানকালে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, আমরা জানতে পারি মিরপুর প্যারিস রোড মাঠে বিনা অনুমতিতে অবৈধভাবে মেলাটি চলছিল। বৈধ অনুমতি না থাকায় মেলার সব স্টল ও রাইড উচ্ছেদ করে মাঠটি দখলমুক্ত করা হয়েছে।
তিনি আরো বলেন, ডিএনসিসি এলাকায় অনুমতি ব্যতীত মাঠ, পার্ক দখল করে মেলা আয়োজনের কোন সুযোগ নেই। এই বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/আসাদ/এনএইচ