কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বখাটের উত্ত্যক্তের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা করায় বখাটের হাতে শিক্ষক হেনস্তার শিকার হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গৌরীপুর বাজারে এ ঘটনা ঘটে।

হেনস্তার শিকার ওই শিক্ষকের নাম আবদুর রহমান ঢালী। তিনি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি প্রথম আলোর দাউদকান্দি উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

এ ঘটনায় অভিযুক্ত বখাটের নাম মো.

রনি। তিনি উপজেলার হাটচান্দিনা গ্রামের দিলু মিয়ার বাড়ির ভাড়াটে। ঘটনার পর থেকে রনি এলাকা থেকে গা-ঢাকা দিয়েছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিদ্যালয় ও স্থানীয় সূত্র জানায়, রনি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করছেন। উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয় মাঠে আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন অনুষ্ঠান হয়। বিদ্যালয় এলাকায় বখাটে রনি উপস্থিত হয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সীমা রানী দাস ও আবদুর রহমান ঢালী উত্ত্যক্ত থেকে ছাত্রীদের রক্ষার চেষ্টা করেন। দুই শিক্ষক উত্ত্যক্তকারীকে কিছু না বলে অষ্টম শ্রেণির ওই দুই শিক্ষার্থীকে নিরাপদে বাড়ি যাওয়ার জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে দেন।

আবদুর রহমান ঢালী বলেন, শিক্ষার্থীরা নিরাপদে বাড়ি পৌঁছায়। অমর একুশের অনুষ্ঠান শেষে শিক্ষকেরা চলে যান। ওই দুই ছাত্রীকে উত্ত্যক্ত করতে না পেরে রনি তাঁর সহযোগীদের নিয়ে গৌরীপুর বাজারে শিক্ষার্থীর মার ওপর আক্রমণ করেন। এ সময় বাজারের লোকজন জড়ো হলে রনি দৌড়ে পালিয়ে যান।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, রনি এ এলাকায় ভাড়া থেকে লেখাপড়া ছেড়ে দিয়ে বিভিন্ন খারাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়েছেন। তাঁর ভয়ে মেয়ের স্কুলে যেতে ভয় পান। রনির কঠোর শাস্তি দাবি করেছেন স্থানীয় লোকজন।

ঘটনার পর বিষয়টি দাউদকান্দি মডেল থানার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আমিনুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলামকে অবহিত করেন আবদুর রহমান ঢালী।

এ ঘটনার নিন্দা জানিয়ে গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, তিনি বিষয়টি জেনেছেন, প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

আজ বিকেলে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর আবদুর রহমান ঢালী ভাই আমার কার্যালয়ে এসে পুরো ঘটনাটি জানিয়েছেন। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল ও বখাটের বাসায় পাঠানো হয়। কিন্তু সে এলাকা থেকে গা-ঢাকা দিয়েছে। পরে জানতে পারলাম, ওই যুবকের পক্ষে বিষয়টি সমাধানের জন্য একটি পক্ষ আবদুর রহমান ঢালী ভাইকে কল করেছেন। আমি আবদুর রহমান ঢালীকে কল করে বিষয়টি জেনেছি। শুনেছি, এ নিয়ে রোববার বৈঠক হবে। যদি আবদুর রহমান ঢালী ভাই বলেন, তিনি বৈঠক চান না। তাহলে আমরা ওই বখাটেকে গ্রেপ্তার করব। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী প্রথম আলোকে বলেন, উত্ত্যক্তকারীকে গ্রেপ্তারের মাধ্যমে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আবদ র রহম ন ঢ ল দ উদক ন দ উপজ ল র ঘটন র এ ঘটন ব ষয়ট

এছাড়াও পড়ুন:

দৌলত‌দিয়ায় যা‌ত্রী ও যানবাহ‌নের চাপ বাড়‌লেও নেই ভোগা‌ন্তি

প‌রিবা‌রের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। ফলে ঘুরমুখো যাত্রী ও বিভিন্ন ধরনের পরিবহনের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে।

মানিকগঞ্জের পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাট হয়ে চলাচল করছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। গুরুত্বপূর্ণ এই নৌপথে পর্যাপ্ত ফেরি চলাচল করছে। ফেরিগুলো দৌলতদিয়া ঘাটে যাত্রী ও বিভিন্ন ধরনের পরিবহন নিয়ে পৌঁছাচ্ছে  পাটুরিয়া থেকে। লঞ্চে করেও এই ঘাটে আসছেন অগণিত মানুষ।

শ‌নিবার (২৯ মার্চ) সকালে দৌলতদিয়া ঘাটে যাত্রীদের ভিড় দেখা গে‌ছে। নির্বিঘ্নে নদী পার হতে পারায় তাদের মুখে ছিল আনন্দের ছাপ। 

আরো পড়ুন:

৯ দিনের ছুটি, ফাঁকা হচ্ছে নরসিংদী

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩৮ লাখ টাকার টোল আদায়

সরেজমিন গিয়ে দেখা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরি ও লঞ্চে দৌলতদিয়ায় আসছেন ঘরমুখো মানুষরা। ঘাটে নেমে নিজেদের গন্তব্যে পৌঁছাতে তাদের অনেককেই মাহেন্দ্র ও মোটরসাইকেলে চড়ে রওনা হতে দেখা গেছে।

ঘাটে যানজট না থাকায় দক্ষিণ-পশ্চিমাচঞ্চল থেকে আসা পরিবহনগুলোকে সরাসরি ফেরিতে উঠতে দেখা গেছে। 

ঢাকা থে‌কে আসা রুহুল আমিন ব‌লেন, “গ্রা‌মের বা‌ড়ি‌তে ফির‌ছি। ভো‌রে গাবত‌লি থে‌কে বা‌সে উ‌ঠে পাটু‌রিয়া ফে‌রিঘা‌টে এ‌সে‌ছি। ফে‌রি‌তে উ‌ঠে দৌলত‌দিয়া ঘা‌টে নামলাম। প‌থে ও ফে‌রি ঘা‌টে কোন ভোগা‌ন্তি ছিল না।” 

মা‌রিয়া নামে অপর যাত্রী ব‌লেন, “বাবা ঢাকা‌তে চাক‌রি ক‌রে। যে কার‌ণে মা ও আ‌মিও ঢাকা‌য় থা‌কি। গ্রা‌মে দাদা-দা‌দি ও অন্য স্বজনরা থাকেন। তা‌দের সঙ্গে ঈদ কর‌তে বা‌ড়ি‌তে যা‌চ্ছি। অ‌নেক দিন পর বা‌ড়ি‌তে খুবই আনন্দ হ‌চ্ছে। ভোগা‌ন্তি ছাড়াই ফেরি পারাপার হতে পেরে আনন্দ লাগছে।”

লঞ্চ যা‌ত্রী রেজাউল ইসলাম ব‌লেন, “সড়‌কে ভোগা‌ন্তি‌ ছিল না। লঞ্চ ও ফে‌রি ঘা‌টেও ভোগা‌ন্তি নেই। ঘ‌রে ফেরা মানুষগু‌লো অনেক আরামেই বা‌ড়ি‌তে ফির‌তে পার‌ছেন।”

বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউ‌দ্দিন ব‌লেন, “সকাল থে‌কে যা‌ত্রী ও যানবাহ‌নের চাপ বে‌ড়ে‌ছে। ঘাট  যানজট বা ভোগা‌ন্তি নেই। ঈ‌দে ঘ‌রে ফেরা যা‌ত্রীরা নির্বিঘ্নে ফে‌রি পার হ‌য়ে চ‌লে যা‌চ্ছেন। এই নৌরু‌টে ১৭টির ম‌ধ্যে ১৬টি ফে‌রি দি‌য়ে যানবাহন পারাপার করা হ‌চ্ছে।”

ঢাকা/রবিউল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ