দাউদকান্দিতে উত্ত্যক্ত থেকে ছাত্রীদের রক্ষা করায় বখাটের হাতে শিক্ষক লাঞ্ছিত
Published: 21st, February 2025 GMT
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বখাটের উত্ত্যক্তের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা করায় বখাটের হাতে শিক্ষক হেনস্তার শিকার হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গৌরীপুর বাজারে এ ঘটনা ঘটে।
হেনস্তার শিকার ওই শিক্ষকের নাম আবদুর রহমান ঢালী। তিনি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি প্রথম আলোর দাউদকান্দি উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত বখাটের নাম মো.
বিদ্যালয় ও স্থানীয় সূত্র জানায়, রনি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করছেন। উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয় মাঠে আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন অনুষ্ঠান হয়। বিদ্যালয় এলাকায় বখাটে রনি উপস্থিত হয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সীমা রানী দাস ও আবদুর রহমান ঢালী উত্ত্যক্ত থেকে ছাত্রীদের রক্ষার চেষ্টা করেন। দুই শিক্ষক উত্ত্যক্তকারীকে কিছু না বলে অষ্টম শ্রেণির ওই দুই শিক্ষার্থীকে নিরাপদে বাড়ি যাওয়ার জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে দেন।
আবদুর রহমান ঢালী বলেন, শিক্ষার্থীরা নিরাপদে বাড়ি পৌঁছায়। অমর একুশের অনুষ্ঠান শেষে শিক্ষকেরা চলে যান। ওই দুই ছাত্রীকে উত্ত্যক্ত করতে না পেরে রনি তাঁর সহযোগীদের নিয়ে গৌরীপুর বাজারে শিক্ষার্থীর মার ওপর আক্রমণ করেন। এ সময় বাজারের লোকজন জড়ো হলে রনি দৌড়ে পালিয়ে যান।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, রনি এ এলাকায় ভাড়া থেকে লেখাপড়া ছেড়ে দিয়ে বিভিন্ন খারাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়েছেন। তাঁর ভয়ে মেয়ের স্কুলে যেতে ভয় পান। রনির কঠোর শাস্তি দাবি করেছেন স্থানীয় লোকজন।
ঘটনার পর বিষয়টি দাউদকান্দি মডেল থানার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আমিনুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলামকে অবহিত করেন আবদুর রহমান ঢালী।
এ ঘটনার নিন্দা জানিয়ে গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, তিনি বিষয়টি জেনেছেন, প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
আজ বিকেলে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর আবদুর রহমান ঢালী ভাই আমার কার্যালয়ে এসে পুরো ঘটনাটি জানিয়েছেন। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল ও বখাটের বাসায় পাঠানো হয়। কিন্তু সে এলাকা থেকে গা-ঢাকা দিয়েছে। পরে জানতে পারলাম, ওই যুবকের পক্ষে বিষয়টি সমাধানের জন্য একটি পক্ষ আবদুর রহমান ঢালী ভাইকে কল করেছেন। আমি আবদুর রহমান ঢালীকে কল করে বিষয়টি জেনেছি। শুনেছি, এ নিয়ে রোববার বৈঠক হবে। যদি আবদুর রহমান ঢালী ভাই বলেন, তিনি বৈঠক চান না। তাহলে আমরা ওই বখাটেকে গ্রেপ্তার করব। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’
দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী প্রথম আলোকে বলেন, উত্ত্যক্তকারীকে গ্রেপ্তারের মাধ্যমে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আবদ র রহম ন ঢ ল দ উদক ন দ উপজ ল র ঘটন র এ ঘটন ব ষয়ট
এছাড়াও পড়ুন:
চীনে নতুন করোনা ভাইরাস শনাক্ত, ফের মহামারির শঙ্কা
মানুষের মধ্যে ছড়াতে পারে এমন নতুন একটি করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে চীনে। এইচকেইউ৫-কোভ-২ নামের এই ভাইরাসের সঙ্গে মহামারি ভাইরাসের বেশ মিল রয়েছে। এতে শঙ্কা দেখা দিয়েছে, মাত্র দুই বছর আগে শেষ হওয়া কোভিডের পর আরেকটি মহামারির কবলে পড়তে পারে বিশ্ব।
চীনের উহানের ‘ইনস্টিটিউ অব ভাইরালজি’ নতুন স্ট্রেনটি বাঁদুরের মধ্যে পেয়েছেন। এছাড়া এটির সঙ্গে মার্সের সংশ্লিষ্টতা রয়েছে। মার্স করোনা ভাইরাস বেশ শক্তিশালী একটি ভাইরাস, যেটিতে আক্রান্ত ব্যক্তিদের চার ভাগের তিন ভাগই মারা যায়।
নতুন করোনা ভাইরাসটির সন্ধান দিয়েছেন সংক্রামকবিদ শি ঝেংলি। করোনা ভাইরাস নিয়ে কাজ করেন বলে তিনি ‘ব্যাটওমেন’ নামে পরিচত। নতুন ভাইরাসটির বিস্তারিত তথ্য একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করেছেন তিনি।
গবেষণায় দেখা গেছে এইচকেইউ৫-কোভ-২ নামের নতুন ভাইরাসটি মানুষের কোষে এমনভাবে প্রবেশ করে যেমনটি করত কোভিড-১৯। সংক্রামকবিদ শি ঝেংলি জানিয়েছেন, এই ভাইরাসটিতে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।
মার্স হলো শ্বাসযন্ত্রের একটি সংক্রামক রোগ। যেটি প্রাণী থেকে মানুষে এবং মানুষ থেকে মানুষে ছড়ায়। এটির কারণে জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া, বমি হয়। কিছু কিছু ক্ষেত্রে এটি প্রাণহানির কারণও হতে পারে।
যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত মার্স ভাইরাসে মাত্র দুইজন আক্রান্ত হয়েছেন। দু’জনের দেহেই এই ভাইরাস শনাক্ত হয়েছিল ২০১৪ সালের মে মাসে। এবং তারা দুজনই মধ্যপ্রাচ্যে ছিলেন। এই ভাইরাসের কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন নেই।
নতুন এইচকেইউ৫-কোভ-২ ভাইরাসটি মারবেকোভাইরাস পরিবারের একটি জীবাণু। মারবেকোভাইরাস পাওয়া গেছে মিঙ্ক এবং প্যাঙ্গোলিন নামের দুটি প্রাণীর মধ্যে। ধারণা করা হয় এই প্রাণীর মাধ্যমে বাঁদুর ও মানুষের মধ্যে ভাইরাসটি আসে।
সূত্র: ডেইলি মেইল
বিএইচ