সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

চলমান চ্যাম্পিয়নস ট্রফির বি গ্রুপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল প্রোটিয়ারা। দুর্দান্ত ব্যাটিংয়ে আফগানদের ৩১৬ রানের বিশাল লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) করাচিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। ১১ বলে ১১ রান করে শুরুতে সাজঘরে ফেরেন ওপেনার টনি ডে জর্জি। তবে বাভুমাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার রায়ান রিকেলটন।

নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৪৮ বলে ফিফটি তুলে নেন রিকেটলটন। তাকে সঙ্গ দিয়েন ৬৩ বলে ফিফটি তুলে নেন বাফুমাও। এরপর পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। ৭৬ বলে ৫৮ রান করে ফেরেন প্রোটিয়া অধিনায়ক।

এরপর রিকেলটনকে সঙ্গ দেন ভ্যান ডার ডুসেন। মাথা ঠান্ডা রেখে ১০১ বলে সেঞ্চুরি তুলে নেন এই প্রোটিয়া ওপেনার। তবে পাঁচ বল পরেই সাজঘরে ফেরেন তিনি। ব্যাট চালাতে থাকেন ডুসেনও। ৪৬ বলে ৫২ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান তিনি।

তার আউটের পর পিচে এসে সুবিধা করতে পারেননি ডেভিড মিলার। ১৮ বলে ১৪ রান করে আউট হন এই মারকুটে ব্যাটার। এরপর মার্কো ইয়ানসেন ডাক হলেও এক প্রান্ত আগলে ব্যাট চালাতে থাকেন এইডেন মারক্রাম।

৩৩ বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার। শেষ পর্যন্ত মুল্ডারের ৬ বলের ১২ রান এবং মারক্রামের ৩৬ বলের অপরাজিত ৫২ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রানের বিশাল পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা।

আফগানিস্তানের হয়ে দুই উইকেট শিকার করেন মোহাম্মদ নবি। এ ছাড়াও ফজল হক ফারুকী, আজমতুল্লাহ ওমারজাই ও নুর আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

বিএইচ

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: আফগ ন

এছাড়াও পড়ুন:

যমুনা সেতুর ওপর দুর্ঘটনায় যানচলাচল ব্যাহত, পরে স্বাভাবিক

যমুনা সেতুর ওপর দুটি সড়ক দুর্ঘটনায় উত্তরাঞ্চল-ঢাকাগামী যান চলাচল ব্যাহত হয়। সেতুর ওপর দুর্ঘটনার পর পরই বেশ কিছু যানবাহন পেছনে একে অপরের সঙ্গে ধাক্কা লাগে। এরপর সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা এবং সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে আটটা পর্যন্ত সেতুর উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী উত্তর দিকের লেনে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। খুলে দেওয়ার পরও ২ ঘণ্টা পর অবস্থা স্বাভাবিক হয়। এর আগে সেতুর পশ্চিম পাড় থেকে প্রায় ২০ কিলোমিটার অংশে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়। নিয়ন্ত্রণে বিপাকে পরে পুলিশ।

যমুনা সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত বিবিএর সাইট ম্যানেজার ও নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল আজ সকাল সাড়ে ১০টায় জানান, চালকরা হুড়াহুড়ি করে যেতে উত্তর লেনে ভোরে ঢাকা-উত্তরাঞ্চলগামী হানিফ পরিবহনের সঙ্গে আরেকটি গাড়ির ধাক্কা লাগে। পরপরই আরেকটি মাইক্রোবাসের সঙ্গে পিকআপের ধাক্কা লাগে। এরপর আরও কয়েকটি যানবাহনের ধাক্কা লাগে। 

এতে উত্তর লেন দিয়ে যান চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এতে সেতুর ওপর যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। পরে সকাল থেকে যানবাহন চলাচল খুলে দেওয়া হলো ১০টার পর স্বাভাবিক হয়। এখন আর কোনো সমস্যা নেই। যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনারুল ইসলাম জানান, ‘সেতুর ওপরে দুর্ঘটনার কারণে পরপর দুই দফা উত্তরাঞ্চল থেকে ঢাকা যান চলাচল বন্ধ রাখা হয়। পরে লেনটি খুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত বিবিএর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির সকালে জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও উত্তরাঞ্চলগামী ৪৫ হাজার ৪৮টি (ছোট, বড়, মাঝারি, হালকা ও ভারী ) যান সেতু পারাপার হয়েছে। যমুনা সেতু কর্তৃপক্ষের টোল আদায় হয়েছে তিন কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা।

সিরাজগঞ্জ রোড হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, সেতু কর্তৃপক্ষ উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী লেনটি দুবার বন্ধ রাখায় ভোর রাত থেকে অবস্থা খুব খারাপ ছিল। যান নিয়ন্ত্রণে পুলিশ পেরেশানির মধ্যে পড়ে। সকাল সাড়ে ৮টার পর লেন খুলে দেওয়ায় অবস্থা স্বাভাবিক হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • ঘোরাঘুরি শেষে বাসায় ফিরে ত্বকের যত্নে করণীয়
  • হল্যান্ডের ইনজুরিতে ম্লান সিটির সেমিতে ওঠার আনন্দ
  • স্টার্ক-ডু প্লেসিস-ম্যাকগার্কে হাদরাবাদকে হারালো দিল্লি
  • ‘সিকান্দার’-এর জন্য সানি দেওলের শুভকামনা, কী বলছেন অন্য তারকারা
  • পল্লবীর এক বাসা থেকে ৬১টি চোরাই ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ২
  • ‘সাবলেট’ নেওয়ার কথা বলে নেন চাবি, সেই রাতেই বাসায় ঢুকে চুরি
  • ব্যবসায়ীকে সাইফের মারধরের অভিযোগ, ঘটনার বর্ণনা দিলেন অমৃতা
  • ঈদের ছুটিতে ক্রিকেটাঙ্গন, ব্যস্ত কেবল নারী দল
  • মাঠে নামার দুই মিনিটেই গোল করে মায়ামিকে জেতালেন মেসি
  • যমুনা সেতুর ওপর দুর্ঘটনায় যানচলাচল ব্যাহত, পরে স্বাভাবিক