সবচেয়ে বেশি ফাঁস হওয়া ১০ পাসওয়ার্ড
Published: 21st, February 2025 GMT
সাইবার হামলা থেকে রক্ষা পেতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, স্মার্টফোন-কম্পিউটারের লক থেকে শুরু করে ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের নিরাপত্তায় কিছুদিন পরপর পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শও দিয়ে থাকেন তারা। কিন্তু তারপরও সহজে মনে রাখার জন্য দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করেন অনেকে। ফলে দুর্বল পাসওয়ার্ড ব্যবহারকারীদের বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড সহজে সংগ্রহ করে অনলাইনে বিক্রি করছে সাইবার অপরাধীরা।
সম্প্রতি অনলাইনে ফাঁস হওয়া পাসওয়ার্ডগুলো পর্যালোচনা করে ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান ‘নোনহোস্ট’ সবচেয়ে বেশি ফাঁস হওয়া ১০ পাসওয়ার্ডের তালিকা তৈরি করেছে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, সবচেয়ে বেশি ফাঁস হওয়া পাসওয়ার্ডের তালিকায় প্রথমেই রয়েছে ‘123456’। প্রায় ৫ কোটি ২ লাখ বার ফাঁস হয়েছে পাসওয়ার্ডটি। দ্বিতীয় স্থানে থাকা ‘123456789’ পাসওয়ার্ড ফাঁস হয়েছে ২ কোটি ৫ লাখ ৯ হাজার বার।
সবচেয়ে বেশি ফাঁস হওয়া ১০ পাসওয়ার্ডের তালিকায় থাকা অন্য পাসওয়ার্ডগুলো হলো যথাক্রমে ‘1234’, ‘12345678’, ‘12345’, ‘Password’, ‘111111’, ‘admin’, ‘123123’ ও ‘abc123’।
আরও পড়ুনআপনার পাসওয়ার্ড কতটা নিরাপদ১৯ মে ২০২৩সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের তথ্যমতে, পাসওয়ার্ডে অবশ্যই ছোট-বড় অক্ষরের পাশাপাশি একাধিক সংখ্যা ও চিহ্ন ব্যবহার করতে হবে। পাসওয়ার্ডের আকার যত বড় হবে, ততই তা শক্তিশালী হবে। পাসওয়ার্ড যতই শক্তিশালী হোক না কেন, প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুনওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড ভুলে গেলে যা করতে হবে১৯ জুন ২০২৪.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প সওয় র ড ব যবহ র র প সওয় র ড প সওয় র ড র স হওয় সবচ য়
এছাড়াও পড়ুন:
চুয়াডাঙ্গায় বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২
চুয়াডাঙ্গা সদর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের নয়মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা ভ্যানচালক আবদুর রাজ্জাক (৬৫) এবং মোহাম্মদজমা গ্রামের চাল ব্যবসায়ী সরোয়ার হোসেন (৭০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মোহাম্মদজমা গ্রাম থেকে সরোয়ার হোসেন চালের বস্তা নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে সরোজগঞ্জ হাটে যাচ্ছিলেন। সিন্দুরিয়া গ্রামের একটি গ্রামীণ সড়ক দিয়ে এসে নয়মাইল এলাকায় মহাসড়কে ওঠার সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক ও যাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠান।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরকার বলেন, বাসের চাপায় ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং নিহত ব্যক্তিদের দেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে। তাঁদের শনাক্ত করতে সময় লেগেছে।