রংপুরের বদরগঞ্জ উপজেলার একটি ভুট্টাখেত থেকে আনুমানিক ২৮ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা একটার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের কালীরহাট বালাপাড়া গ্রামের পাশের একটি ভুট্টাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, লাশের মাথাসহ পুরো মুখমণ্ডল ও শরীরের কিছু অংশ ঝলসানো ছিল। চেহারা বিকৃত হওয়ায় চেনা দুষ্কর হয়ে পড়েছে। লাশ উদ্ধারের সময় নিহত নারীর বাঁ হাত ছিল না।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে কেরোসিন ঢেলে আগুনে কিংবা অন্য কোনো দাহ্য পদার্থ দিয়ে লাশের মাথাসহ মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া হয়েছে। ভুট্টাখেতের ভেতরে পড়ে থাকায় লাশের বাঁ হাতটি শিয়াল ছিঁড়ে নিয়ে যেতে পারে। উদ্ধারের সময় লাশের পরনে লাল রঙের পোশাক ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০টার দিকে বালাপাড়া গ্রামের এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে ভুট্টাখেতের ভেতরে ওই নারীর লাশ দেখতে পান। পরে এলাকার লোকজন থানা-পুলিশে খবর দেন।

বেলা আড়াইটার দিকে বদরগঞ্জ থানার পুলিশ, সিআইডি ও পিআইবি পুলিশের দল ঘটনাস্থলে অবস্থান করছিল। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত মামলা হয়নি।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নির্বাসনের যন্ত্রণার গল্প বলেন যিনি

জন্ম ইউক্রেনে হলেও আমির ফাখের এলদিনের পিতৃভূমি সিরিয়ার শহর গোলান হাইটস। এটি এখন ইসরায়েলের দখলে। নিজ দেশে ফিরতে না পারার কষ্ট সেলুলয়েডে ফুটিয়ে তুলেছেন তিনি। নির্বাসন নিয়ে চার বছর আগে শুরু করেন ত্রয়ী সিনেমা নির্মাণের কাজ। ইতিমধ্যে নির্মাণ করেছেন দুটি ছবি। তৃতীয় ছবির কাজও শুরু হয়েছে।
২০২১ সালে ট্রিলজির প্রথম ছবি ‘দ্য স্ট্রেঞ্জার’ নির্মাণ করেন আমির ফাখের এলদিন।

এটি আদনান নামের এক গ্রাম্য চিকিৎসকের গল্প, নিজ অঞ্চল দখলের ফলে যিনি নিজের পরিচয় হারিয়ে ফেলেছেন। ছবিটির শুরুতেই উঠে আসে তাঁর দেশ ছাড়ার টানাপোড়েন। ৭৮তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হয়।

‘দ্য স্ট্রেঞ্জার’–এর দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ