নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আজ শুক্রবার একটি গ্রামীণ সড়কের পাশ থেকে রাজীব তালুকদার (৩৮) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে রাজীবের বন্ধু দীপ (৩৭) নামের এক যুবককে আটক করা হয়েছে।

রাজীব তালুকদার উপজেলার একই ইউনিয়নের বাউসারী গ্রামের রামকৃষ্ণ তালুকদারের ছেলে। দীপ একই গ্রামের বাসিন্দা।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজীব গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে বাড়ি থেকে বের হন। পরে তাঁর বন্ধু দীপের গ্রামের সড়ক দিয়ে হেঁটে যান। কিন্তু রাজীব বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করে কোথাও পাননি। আজ সকালে স্থানীয় লোকজন গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে গ্রামীণ সড়কের পাশে একটি রক্তাক্ত লাশ দেখতে পান। লাশের মাথা, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। পরে রাজীবের স্বজনেরা খবর পেয়ে লাশটি রাজীবের বলে শনাক্ত করেন। খবর পেয়ে ওই দিন দুপুরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত অভিযোগে রাজীবের বন্ধু দীপকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, আটক হওয়ার পর দীপ পুলিশি জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘আমরা অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ধার করতে সক্ষম হয়েছি। নিহত রাজীব ও আটক হওয়া দীপ বন্ধু হলেও স্পর্শকাতর একটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে শত্রুতা চলছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ জানান, গত বৃহস্পতিবার রাতে তাঁরা একসঙ্গে গাঁজা সেবন করেন। পরে ওই দিন রাতে নির্জন স্থানে নিয়ে একটি ছুরি দিয়ে রাজীবকে হত্যা করা হয়। হত্যায় ব্যবহৃত ওই ছুরি, রাজীবের ব্যবহৃত স্মার্টফোনসহ কিছু আলামত উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। মামলার শেষে আটক যুবককে গ্রেপ্তার থেকে আগামীকাল শনিবার সকালে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চীনে নতুন করোনা ভাইরাস শনাক্ত, ফের মহামারির শঙ্কা

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মানুষের মধ্যে ছড়াতে পারে এমন নতুন একটি করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে চীনে। এইচকেইউ৫-কোভ-২ নামের এই ভাইরাসের সঙ্গে মহামারি ভাইরাসের বেশ মিল রয়েছে। এতে শঙ্কা দেখা দিয়েছে, মাত্র দুই বছর আগে শেষ হওয়া কোভিডের পর আরেকটি মহামারির কবলে পড়তে পারে বিশ্ব।

চীনের উহানের ‘ইনস্টিটিউ অব ভাইরালজি’ নতুন স্ট্রেনটি বাঁদুরের মধ্যে পেয়েছেন। এছাড়া এটির সঙ্গে মার্সের সংশ্লিষ্টতা রয়েছে। মার্স করোনা ভাইরাস বেশ শক্তিশালী একটি ভাইরাস, যেটিতে আক্রান্ত ব্যক্তিদের চার ভাগের তিন ভাগই মারা যায়।

নতুন করোনা ভাইরাসটির সন্ধান দিয়েছেন সংক্রামকবিদ শি ঝেংলি। করোনা ভাইরাস নিয়ে কাজ করেন বলে তিনি ‘ব্যাটওমেন’ নামে পরিচত। নতুন ভাইরাসটির বিস্তারিত তথ্য একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করেছেন তিনি।

গবেষণায় দেখা গেছে এইচকেইউ৫-কোভ-২ নামের নতুন ভাইরাসটি মানুষের কোষে এমনভাবে প্রবেশ করে যেমনটি করত কোভিড-১৯। সংক্রামকবিদ শি ঝেংলি জানিয়েছেন, এই ভাইরাসটিতে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।

মার্স হলো শ্বাসযন্ত্রের একটি সংক্রামক রোগ। যেটি প্রাণী থেকে মানুষে এবং মানুষ থেকে মানুষে ছড়ায়। এটির কারণে জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া, বমি হয়। কিছু কিছু ক্ষেত্রে এটি প্রাণহানির কারণও হতে পারে।

যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত মার্স ভাইরাসে মাত্র দুইজন আক্রান্ত হয়েছেন। দু’জনের দেহেই এই ভাইরাস শনাক্ত হয়েছিল ২০১৪ সালের মে মাসে। এবং তারা দুজনই মধ্যপ্রাচ্যে ছিলেন। এই ভাইরাসের কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন নেই।

নতুন এইচকেইউ৫-কোভ-২ ভাইরাসটি মারবেকোভাইরাস পরিবারের একটি জীবাণু। মারবেকোভাইরাস পাওয়া গেছে মিঙ্ক এবং প্যাঙ্গোলিন নামের দুটি প্রাণীর মধ্যে। ধারণা করা হয় এই প্রাণীর মাধ্যমে বাঁদুর ও মানুষের মধ্যে ভাইরাসটি আসে।

সূত্র: ডেইলি মেইল

বিএইচ

সম্পর্কিত নিবন্ধ