নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আজ শুক্রবার একটি গ্রামীণ সড়কের পাশ থেকে রাজীব তালুকদার (৩৮) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে রাজীবের বন্ধু দীপ (৩৭) নামের এক যুবককে আটক করা হয়েছে।

রাজীব তালুকদার উপজেলার একই ইউনিয়নের বাউসারী গ্রামের রামকৃষ্ণ তালুকদারের ছেলে। দীপ একই গ্রামের বাসিন্দা।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজীব গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে বাড়ি থেকে বের হন। পরে তাঁর বন্ধু দীপের গ্রামের সড়ক দিয়ে হেঁটে যান। কিন্তু রাজীব বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করে কোথাও পাননি। আজ সকালে স্থানীয় লোকজন গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে গ্রামীণ সড়কের পাশে একটি রক্তাক্ত লাশ দেখতে পান। লাশের মাথা, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। পরে রাজীবের স্বজনেরা খবর পেয়ে লাশটি রাজীবের বলে শনাক্ত করেন। খবর পেয়ে ওই দিন দুপুরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত অভিযোগে রাজীবের বন্ধু দীপকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, আটক হওয়ার পর দীপ পুলিশি জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘আমরা অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ধার করতে সক্ষম হয়েছি। নিহত রাজীব ও আটক হওয়া দীপ বন্ধু হলেও স্পর্শকাতর একটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে শত্রুতা চলছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ জানান, গত বৃহস্পতিবার রাতে তাঁরা একসঙ্গে গাঁজা সেবন করেন। পরে ওই দিন রাতে নির্জন স্থানে নিয়ে একটি ছুরি দিয়ে রাজীবকে হত্যা করা হয়। হত্যায় ব্যবহৃত ওই ছুরি, রাজীবের ব্যবহৃত স্মার্টফোনসহ কিছু আলামত উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। মামলার শেষে আটক যুবককে গ্রেপ্তার থেকে আগামীকাল শনিবার সকালে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন প্রধান বিচারপতি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর শহীদ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার সকাল ৬টা ১৫ মিনিটে তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান বিচারপতি। এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা।

এর আগে ভোর ৫টা ৫০ মিনিটের দিকে ৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি।

এরপর সকাল ৬টার দিকে তিনি ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর একে একে বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক–সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।

সম্পর্কিত নিবন্ধ