আল্লাহ ও নবী সা.কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহাকে গ্রেপ্তার এবং র‍্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের মৃত্যুদণ্ডের দাবিতে খুলনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার জুমার নামাজের পর নগরীর শিববাড়ি মোড়ে তৌহিদী ছাত্রজনতা, খুলনার ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে কবি সোহেল হাসান গালিবের বিরুদ্ধেও ছাত্রজনতাকে স্লোগান দিতে দেখা গেছে। 

বক্তাগণ বলেন, ‘‘আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহার ঠাঁই এ বাংলায় হবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাখাল রাহা এবং র‍্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের মৃত্যুদণ্ডের দাবি জানাই। আমরা বলতে চাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদকে নিয়ে যারা কটুক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে। আর প্রশাসন যদি এটা করতে ব্যর্থ হয় তাহলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবো।’’

এ সময় প্রশাসন থেকে র এজেন্ট চিহ্নিত করে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায় তৌহিদী ছাত্রজনতা।  

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে আপার যশোর রোড হয়ে নিউমার্কেট প্রদক্ষিণ করে পুনরায় শিববাড়ি মোড়ে এসে শেষ হয়।

এ সময় তৌহিদী ছাত্রজনতা, খুলনার পক্ষে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, হানজালাহ বিন মুস্তাকিম, আরিফুজ্জামান নয়ন, কামরুল হাসান প্রমুখ।

নূরুজ্জামান//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রজনত

এছাড়াও পড়ুন:

বৈশাখের প্রথম প্রহরে কবিতা–হানিফের প্রথম সন্তান

‘স্বামী বিদেশ’ এই কথা নিয়ে যতটা হাসাহাসি করি আমরা; ঠিক ততটাই কষ্টের হয়ে কানে বাজে দক্ষিণ আফ্রিকা প্রবাসী আবু হানিফের স্ত্রী কবিতা আক্তারের। কেননা, তিনি খুব ভালো করেই জানেন একজন প্রবাসী কতটা কষ্ট করেন তাঁর পরিবারের সুখের জন্য। অন্যদিকে প্রবাসীর স্ত্রীকে কতটা কষ্ট করতে হয় সংসারের জন্য, তাও এতদিনি বুঝে গিয়েছেন বিয়ের আগে অনেকটা গা বাঁচিয়ে থাকা মেয়েটি। 

২০২১ সালে পারিবারিক সিদ্ধান্তে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সিঁদুলী ইউনিয়নের চরভাটিআনি গ্রামের বাসিন্দা প্রবাসী আবু হানিফের সঙ্গে সংসার পাতেন গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ানো কবিতা আক্তার। তাঁর জীবনটা তখন কবিতার মতোই ছিল ছন্দময়! সব কিছুই দেখতেন ইতিবাচক চোখে। স্বামী আবু হানিফ বিয়ের প্রথম রাতে যেন ছন্দপতন ঘটান কবিতার জীবনের। নিজের প্রবাস জীবনের কষ্টের কথা স্ত্রীকে বলার পর কবিতা নতুন করে ভাবনায় পড়েন। মানুষের এমনও জীবন হতে পারে? নিজেকে প্রশ্ন করতে থাকেন বার বার। এরই মধ্যে ভালোবেসে ফেলেন আবু হানিফকে। স্বামীকে কথাও দেন, সংসারের জন্য সব ধরনের কষ্ট সহ্য করে যাবেন; যদি থাকে স্বামীর ইতিবাচক দৃষ্টিভঙ্গি। 

দেখতে দেখতে ছুটি শেষ হয়ে যায় হানিফের। প্রিয় কবিতাকে রেখে উড়াল দেন দক্ষিণ আফ্রিকার উদ্দেশে। তবে প্রিয় স্ত্রী কবিতার ছন্দ যেন খেলা করতে থাকে তার মনে। চোখের আড়াল হলে মনের আড়াল হয় না কিংবা আসল দেখাটা যে চোখের আড়াল থেকে দেখতে হয় তা বেশ ভালো উপলব্ধি করতে থাকেন হানিফ। এরই মধ্যে লাজুক মুখে কবিতা স্বামীকে শোনায় নতুন অতিথির কথা। এমন খবরে হানিফ যেন শূন্যে ভাসতে থাকে কিছুক্ষণ! পরক্ষণে নিজেকে সামলে নিয়ে স্ত্রীর প্রতি আরও মনোযোগী হন। 

নিয়মিত ডাক্তার-চেকআপ, খাবার রুটিন থেকে শুরু করে সবকিছুর তদারকি করতে থাকেন হানিফ। 

দিন এগোতে থাকে। দেশে আসার জন্য মনও আকুল হতে থাকে হানিফের। এরই মধ্যে দিন গড়িয়ে নির্দিষ্ট মাসে এসে ঠেকে। ডাক্তার তারিখ ঠিক করে দেন। আরও ব্যাকুল হয়ে ওঠে হানিফের মন। এ সময়টা স্ত্রীকে দেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু যেন নেই তাঁর কাছে। ভাগ্যের নির্মম পরিহাস। তারা যে প্রবাসী; তাদের যে অনেক কিছুই দূর থেকে মেন নিতে হয়!

ছুটি না পেয়ে এই যাত্রায়ও হানিফ দূর থেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন। এরই মধ্যে শেষ হয়ে যায় চৈত্র। রাত পোহালেই পহেলা বৈশাখ এসে ধরা দেবে বাংলায়। সন্ধ্যা গড়িয়ে রাত এগোতে থাকে গভীরের দিকে। ঘড়ির কাঁটা ২টায় ঠেকতে প্রসব ব্যথা ওঠে কবিতার। কোনো উপায় না পেয়ে তড়িঘড়ি ভ্যানে করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে ডাক্তার না পেয়ে বদল হয় সিদ্ধান্ত। সেই সঙ্গে বদলে যায় বাহনও। সিএনজিচালিত অটোরিকশা করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেও মেলে না গাইনি ডাক্তারের দেখা। দ্রুত শহরের পাঁচ রাস্তা মোড়ে হযরত শাহ জামাল (রা.) জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে পরিবার। ভর্তি করানো হয় কবিতাকে। ভয়ে কুঁকরে যাচ্ছিলেন তিনি। কবিতার ছোট বোন সুবর্ণা আক্তার বলেন, ‘আমার বোনের প্রসব ব্যথা শুরু হয়েছিল রাত ১টার দিকে। মা ও আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। বিভিন্ন হাসপাতালে ডাক্তার না পেয়ে এখানে আসার পর এখানকার ডাক্তার ও নার্সরা খুব আন্তরিকতা দেখান। তারা বারবার সাহস জুগিয়ে বলেন, আজ পহেলা বৈশাখ, ভালো কিছু হবে ইনশাআল্লাহ!’

কবিতার পরিবারের যাচ্ছে নির্ঘুম রাত। ওদিকে কাজ শেষে বাসায় ফিরে নামাজের বিছানায় হানিফ। স্ত্রীর জন্য দোয়া করা ছাড়া এ মুহূর্তে যে তাঁর কিছু করার নেই। সময় বিবেচনায় দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ থেকে চার ঘণ্টা পেছানো। তাই হানিফ কাজ থেকে ফিরে সেখানে সন্ধ্যা থেকে সময় কাটাচ্ছেন নামাজের বিছানায়। 

সময় ছুটছে তার আপন গতিতে। কেবল গতি হারাচ্ছে হযরত শাহ জামাল (রা.) জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে! তবু ভোরের দিকে গড়ালো রাত। বাংলা বছরের প্রথম সূর্য উঠেছে নতুন আশার আলো নিয়ে; এই বাংলায় একই সঙ্গে কবিতা-হানিফের পৃথিবীতেও! নবজাতকের আগমনে দক্ষিণ আফ্রিকায় হানিফের ছোট্ট রুম আর হযরত শাহ জামাল (রা.) জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে বইলো বৈশাখী ঝড়োহাওয়া!

নতুন অতিথির আগমনের পরক্ষণে ভিডিও কল দেন আবু হানিফ। সন্তানের মুখ দেখার আগে তিনি স্ত্রী কবিতা আক্তারের মুখ দেখতে চাইলেন। তারপর প্রথম এবং একমাত্র পুত্র সন্তানের মুখ দেখেন প্রবাসী হানিফ।

জামালপুর হযরত শাহ জামাল (রা.) জেনারেল হাসপাতালের ৫০৮ নম্বর কক্ষে নতুন অতিথিকে নিয়ে এসেছেন কবিতা আক্তারের বাবা-মা। অর্থাৎ সদ্য জন্ম নেওয়া সন্তানের নানা-নানি। তারা আদর করে নাতির নাম রেখেছেন আয়মান। 

সম্পর্কিত নিবন্ধ

  • বৈশাখের প্রথম প্রহরে কবিতা–হানিফের প্রথম সন্তান