ভাষা শহীদদের স্মরণে মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন
Published: 21st, February 2025 GMT
মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু'র নেতৃত্বে নগরীতে বিশাল প্রভাত ফেরীর র্যালি করে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে সকাল থেকেই মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে এসে জড়ো হতে থাকে।
পরে নগরীতে বিশাল প্রভাত ফেরী বের করা হয়। প্রভাত ফেরীর র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিয়ে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন ব এনপ র স ল ইসল ম রহম ন সদস য
এছাড়াও পড়ুন:
ট্রাকস্ট্যান্ড নির্মাণ বন্ধের দাবিতে লিংকরোডে মানববন্ধন
নারায়ণগঞ্জে অভিশপ্ত ট্রাক স্ট্যান্ড নির্মাণের নামে আন্তজার্তিক স্টেডিয়ামের সৌন্দর্য্য বিনষ্ট, এলাকার যানজট সৃষ্টি, শব্দদূষন ও বায়ুদূষন সৃষ্টির পাঁয়তারা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন শিবু মার্কেট লামাপাড়া ও সস্তাপুর এলাকাবাসী।
মঙ্গলবার বেলা ১২টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়ায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন,আমাদের জীবনের উপর করাত চালিয়ে ট্রাকস্ট্যান্ড নির্মাণ করতে দেয়া হবে না।
এখানে আন্তর্জাতিক স্টেডিয়াম,পরিবেশ অধিদপ্তরের কার্যালয় রয়েছে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে অথচ এইখামে অভিশপ্ত ট্রাকস্ট্যান্ড নির্মাণ করা হচ্ছে কার ইশারায় কার শেল্টারে। তারা আরো বলেন,কোন আবাসিক এলাকায় কিংবা স্টেডিয়ামের সামনে ট্রাকস্ট্যান্ড করা সম্পূর্ণরূপে অযৌক্তিক।
যে কোন মূল্যে ট্রাকস্ট্যান্ড নির্মাণ কাজ প্রতিহত করবো। লামাপাড়া ও সস্তাপুর এলাকাবাসীর সুস্থ জীবন যাপনের স্বার্থে ট্রাকস্ট্যান্ডটি না করতে দেয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।
মানববন্ধনে সস্তাপুর ও লামাপাড়া এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।