দ্বিতীয় লেগের শুরুতেও ঝলমলে মোহামেডান
Published: 21st, February 2025 GMT
বাংলাদেশের প্রিমিয়ার লিগ ফুটবলে প্রথম লেগে ৯ ম্যাচে মাত্র একটিতে হেরেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ দ্বিতীয় লেগের শুরুটাও হলো দারুণ এক জয়ে।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আলফাজ আহমেদের দল।
এই জয়ে ১০ ম্যাচ খেলে তালিকার শীর্ষে থাকা মোহামেডানের পয়েন্ট ২৭। ৯ ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে আপাতত তালিকার দুইয়ে আছে ঢাকা আবাহনী। আগামীকাল ফকিরেরপুল ইয়ংমেন্সের মুখোমুখি হবে মারুফুল হকের দল।
আজ ম্যাচের প্রথম ২৫ মিনিট আশাজাগানিয়া আক্রমণ করতে পারেনি মোহামেডান। যদিও গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। ৩৮ মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। ম্যাচের ৩৭ মিনিটে ওয়ান্ডারার্সের এক ফুটবলারের শট আরেক ফুটবলারের হাতে লাগায় হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি আর ফ্রি–কিক পায় মোহামেডান।
দুর্দান্ত এক ফ্রি–কিকে বল প্রতিপক্ষের জালে জড়ান মোজাফফর মোজাফফরভ। ওয়ান্ডারার্সের গোলরক্ষক শাকিল হোসেনের চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। চলতি মৌসুমে এটা মোজাফফরভের প্রথম গোল। আগে খেলা আট ম্যাচে গোল করতে পারেননি উজবেকিস্তানের এই মিডফিল্ডার। তবে সতীর্থদের দিয়ে এবার পাঁচ গোল করিয়েছেন তিনি।
গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠা ওয়ান্ডারার্স মোহামেডানের রক্ষণে বেশ কয়েকটি ভালো আক্রমণ করে। তবে ফরোয়ার্ডদের ভুলে জালের নাগাল আর পায়নি। উল্টো আরও দুই গোল খেয়ে বসে দলটি। ৮১ মিনিটে মোহামেডানের ব্যবধান দ্বিগুণ করেন ৭১ মিনিটে আরিফ হোসেনের বদলি হয়ে মাঠে নামা রহিম উদ্দিন।
ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে দারুণভাবে ওয়ান্ডারার্সের রক্ষণ চুরমার করেন মোহামেডানের তিন ফুটবলার। প্রথমে মোজাফফরভ মাপা হেডে ডি বক্সে বল ফেলেন, সেই বল আলতো শটে রহিমের সামনে বাড়িয়ে দেন সৌরভ দেওয়ান। রহিম নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন। এর সাত মিনিট পর মোহামেডানের গোলমেশিন হিসেবে পরিচিত হয়ে ওঠা সুলেমান দিয়াবাতে এনে দেন তৃতীয় সাফল্য। মোহামেডানও স্কোরলাইন ৩-০ করে নেয়। চলমান লিগে এ নিয়ে সাত গোল করলেন মালির এই ফরোয়ার্ড।
দিনের আরেক ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। ফর্টিসের হয়ে এদিন জোড়া গোল করেছেন গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর। লিগের অন্য ম্যাচে ময়মনসিংহ স্টেডিয়ামে পুলিশ এফসির কাছে ১-০ গোলে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন। রহমতগঞ্জের কাছ থেকে তিন পয়েন্ট পেলেও পয়েন্ট তালিকার ছয়েই আছে ফর্টিস। এই মুহূর্তে তাদের অর্জন ১০ ম্যাচে ১৪ পয়েন্ট। আর ব্রাদার্সকে হারানো পুলিশের পয়েন্ট ১০ ম্যাচে ১৩। তারা আছে পয়েন্ট তালিকার সাত নম্বরে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রকাশ্যে ২৬ সেকেন্ডের ভিডিও, চমক নিয়ে হাজির শাকিব
দেশসেরা চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পাবে। আগেই জানা যায়, সিনেমাটির আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। এবার শাকিবের সঙ্গে দেখা দিলেন পশ্চিমবঙ্গের এই তারকা।
বুধবার (২৬ মার্চ) মুক্তি পেয়েছে ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’র টিজার। ২৬ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারে শাকিবের সঙ্গে দেখা যায় নুসরাত জাহানকে।
শাকিবের লুক, কস্টিউম, সেট ডিজাইনের সঙ্গে নুসরাতের আবেদনময় উপস্থিতি দেখে অনেকের চোখ কপালে উঠেছে। কেউ কেউ বলিউডের গানের সঙ্গে তুলনা করছেন! বলছেন, এটি হতে পারে বছরের অন্যতম হাই ভোল্টেজ গান।
আরো পড়ুন:
অনিশ্চয়তা বরবাদ করে ঈদে আসছে শাকিবের ‘বরবাদ’
মুক্তির মিছিলে শাকিবের ‘অন্তরাত্মা’, সার্টিফিকেশন বোর্ডে ‘বরবাদ’
কেউ কেউ আবার ফেসবুকে লিখেছেন, “মিমির সঙ্গে শাকিবের ‘লাগে উরাধুরা’ গানটি ছাড়িয়ে যেতে পারে ‘চাঁদ মামা’!” টিজারটি প্রকাশের ১০ ঘণ্টার মধ্যে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম মিলিয়ে ৩ মিলিয়নের বেশি ভিউ হয়েছে।
এর আগে শাকিবের সঙ্গে ‘নাকাব’ সিনেমায় অভিনয় করেছিলেন নুসরাত। এবার দেখা যাবে আইটেম গানে। গানটির মাধ্যমে প্রায় ১০ বছর পর আবার আইটেম গানে দেখা গেল নুসরাতকে।
এক ভিডিও বার্তায় নুসরাত জাহান বলেন, “চাঁদ মামা’ শব্দটি শুনলেই ছোটবেলার নস্টালজিয়া ফিলিং হয়। কিন্তু এই ‘চাঁদ মামা’ পুরোপুরি ড্যান্স নাম্বার। সবাই খুব এনজয় করবেন।”
‘চাঁদ মামা’ গান রচনা, সুর, সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান, কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। সম্পূর্ণ গানটি ২৮ মার্চ শাকিবের জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে।
শাহরিন আক্তার সুমির প্রযোজনায় ‘বরবাদ’ সিনেমায় শাকিব ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।
ঢাকা/রাহাত/শান্ত