ফুল দিতে যাওয়া ছাত্রলীগ কর্মীকে মারধরের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
Published: 21st, February 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে যাওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি ও যুবদলের নেতা–কর্মীরা। এ ঘটনার ভিডিও ধারণ করায় স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা ওই সাংবাদিকের ক্যামেরা ভেঙে মুঠোফোন ছিনিয়ে নেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকের নাম আবদুল্লাহ আল মাহমুদ। তিনি দৈনিক কালবেলা ও এনটিভি অনলাইনের নাসিরনগর উপজেলা প্রতিনিধি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
স্থানীয় লোকজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ১২টার পর উপজেলার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যান উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা–কর্মীরা। রাতে উপজেলা নাগরিক কমিটির ব্যানারে কয়েকজন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যান। তাঁদের সঙ্গে জি এম সোহেল নামের একজন উপস্থিত ছিলেন। তাঁকে ছাত্রলীগ কর্মী অবহিত করে উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানসহ স্থানীয় যুবদল-ছাত্রদলের নেতা–কর্মীরা বিরোধিতা করেন। একপর্যায়ে যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা সোহেলসহ দুজনকে মারধর শুরু করেন। পুলিশের হেফাজতে নেওয়ার সময়ও সোহেলকে মারধর করা হয়। সে সময় ঘটনাস্থলে থাকা সাংবাদিক আবদুল্লাহ আল মাহমুদ ভিডিও ধারণ শুরু করেন। তা দেখে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিনের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা আবদুল্লাহ আল মাহমুদকে মারধর করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসাসেবা দেন।
আহত আবদুল্লাহ আল মাহমুদ বলেন, নাগরিক কমিটির ব্যানারে শহীদ মিনারে আসা দুজন ছাত্রলীগ কর্মীকে বিএনপিসহ যুবদল-ছাত্রদলের নেতা–কর্মী মারধর করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন রড দিয়ে আঘাত করে মারধর শুরু করেন। অকথ্য ভাষায় তিনি গালিগালাজ করেন। একপর্যায়ে বিএনপির এই নেতার নেতৃত্বে যুবদল-ছাত্রদলের নেতা–কর্মীরা বেধড়ক মারধর করেন। ক্যামেরা ভেঙে ফেলে মুঠোফোন ছিনিয়ে নেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
একাধিকবার চেষ্টা করেও মুঠোফোন না ধরায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা বিএনপির সভাপতি মো.
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম প্রথম আলোকে বলেন, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্ররা সম্মিলিতভাবে ফুল দিয়ে শহীদ মিনার থেকে চলে যান। পরে নাগরিক কমিটির একাংশের নেতা–কর্মীরা ফুল দিতে আসেন। তাঁদের সঙ্গে ছাত্রলীগ কর্মী জি এম সোহেলও ছিলেন। তাঁকে দেখে উপজেলা বিএনপি বিরোধিতা করে। যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা হট্টগোল ও হাতাহাতি শুরু করেন। ভিডিও করতে গেলে সাংবাদকি মাহমুদকে যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মী মারধর করেন। সোহেল যে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত, সেটির প্রমাণও পুলিশ পেয়েছে। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে উপজেলা নাগরিক কমিটির ২ নম্বর সদস্য মোহাম্মদ সেলিম বলেন, ‘উপজেলায় নাগরিক কমিটির দুটি পক্ষ রয়েছে। একটি অনুমোদিত ১২৮ সদস্যের কমিটি; আরেকটি বর্ধিত কমিটি। কমিটিতে আওয়ামী পরিবারের ও মতাদর্শী অনেকেই আছেন। সোহেল আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে অনেক পোস্ট দিয়েছে। সেসব থানার হাজির করা হচ্ছে। সোহেল অনুমোদিত কমিটির সঙ্গে শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিল আর আমি প্রেসক্লাবের সঙ্গে ফুল দিতে গিয়েছিলাম।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: য বদল ও ছ ত রদল র ন ত ন স রনগর কর ম র র কর ন উপজ ল
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলায় স্নাতকোত্তর হতে চান, ফরম জমা ৩০ এপ্রিল পর্যন্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সামার সেমিস্টার-২০২৫–এ এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। কোর্সটি বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি অধ্যয়ন—এই তিন শাখার পড়াশোনার সমন্বয়ে গঠন করা হয়েছে। বাংলাদেশে এটাই প্রথম উচ্চতর স্নাতকোত্তর প্রোগ্রাম।
* আবেদনের যোগ্যতা
১. যেকোনো বিষয়ে স্নাতক সম্মান/ স্নাতকোত্তর (পাস কোর্স)।
* কোর্স যা শেখানো হবে
১. প্রমিত ও শুদ্ধ বাংলার মৌল সূত্র
২. বাংলা বাচন ও বাংলা লেখার কৌশল
৩. সংবাদপত্র ও গণমাধ্যমে প্রকাশ উপযোগী লেখা
৪. দাপ্তরিক পরিসরে শুদ্ধ বাংলার ব্যবহার পদ্ধতি লেখা
৫. ভাষাবিজ্ঞান ও সংস্কৃতি অধ্যয়ন
৬. গবেষণা রীতি ও পদ্ধতি
৭. বাংলা ভাষা ও সাহিত্যে শিক্ষাদান পদ্ধতি
আরও পড়ুনচীনে আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে মাস্টার্স-পিএইচডির সুযোগ৭ ঘণ্টা আগে* কোর্সের বিশেষত্ব জেনে নিন
১. দক্ষ গবেষক ও শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে কোর্স
২. ক্লাস হবে শুক্র ও শনিবার
৩. প্রযুক্তির সুবিধাসম্পন্ন শ্রেণিকক্ষ
৪. বিরল ও বিপুল বইসংবলিত গ্রন্থাগার
৫. গবেষণা-সহায়ক কর্মপরিবেশ
৬. ব্যবহারিক কাজের মাধ্যমে শেখার সুযোগ
৭. রয়েছে অংশগ্রহণমূলক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবেশ
আরও পড়ুনবুয়েটে ক্লাস শুরু ১২ এপ্রিল, প্রথম বর্ষে হলে উঠতে সর্বোচ্চ ফি ২৭৮৫০ টাকা২ ঘণ্টা আগে* কোর্সের ভর্তির তারিখ
১. ফরম জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৫
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২ মে ২০২৫
৩. পরিচিতিমূলক ক্লাস হবে: ৯ মে ২০২৫
৪. ক্লাস হবে প্রতি শুক্র ও শনিবার
* বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: https://wmbangla.juniv.edu, https://juniv.edu/department/bangla