ইয়াবা বিক্রির টাকা চাইতে গিয়ে খুন হলেন ফারুক
Published: 21st, February 2025 GMT
চাঁদপুরের কচুয়ায় অটোরিকশা চালক ফারুক হোসেনের মৃত্যুরহস্য উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব জানান, ইয়াবা বিক্রির টাকা চাইতে গেলে ফারুক হোসেনকে খুন করে তার অটোরিকশাসহ মালামাল লুট করা হয়। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করে লুন্ঠিত অটোরিকশা এবং মালামাল উদ্ধার করা হয়েছে।
আব্দুর রকিব বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী এলাকা থেকে আরিফুর রহমানকে গ্রেপ্তার করে। পরে তাকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানা পুলিশের মাধ্যমে কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত আরিফুর রহমান কুমিল্লা জেলার বরুড়া উপজেলার দেবপুর এলাকার মমতাজ মিয়ার ছেলে।’’
‘‘গত ৬ ফেব্রুয়ারি কচুয়ার ছোট ভবানীপুর থেকে ফারুক হেসেনের মৃতদেহ উদ্ধার করা হয়। আরিফুরের দেয়া তথ্যমতে অটোরিকশাটির ক্রেতা আল আমিন (২৪) ও আবুল খায়েরকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। মূলত ফারুক হোসেন ইয়াবা বিক্রির টাকা চাইতে গিয়ে আরিফুর রহমানের হাতে খুন হন।’’ বলেন পুলিশ সুপার।
এর আগে এ ঘটনায় ফারুক হোসেনের স্ত্রী বাদী হয়ে কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
অমরেশ//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধ’ স্লোগান, আটক ৩
স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধ’ স্লোগান দিয়ে ‘পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার’ অভিযোগে তিনজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। আজ বুধবার সকাল ১১টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সের ভেতর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সিরাজগঞ্জ জেলার সেলিম রেজা (৪৭), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৫০) ও আশুলিয়ার দক্ষিণ গাজীরচট সোহেল পারভেজ (৪১)।
জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান কয়েকজন। এ সময় তারা হাতে লাল পতাকা নিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে উপস্থিত জনতা তাদের ধাওয়া দিয়ে কয়েকজনকে মারধর করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ সন্দেহে ওই তিনজনকে আটক করে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন, উস্কানিমূলক স্লোগান দিয়ে মহান স্বাধীনতা দিবসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিল কয়েকজন। এ সময় তিনজনকে আটক করে আশুলিয়া থানায় নিয়ে আসা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।