চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের জিম্মি করে শ্লীলতাহানির ঘটনায় নাটোরের বড়াইগ্রাম ও টাঙ্গাইলের মির্জাপুর থানা ঘুরে অবশেষে একটি মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাসের যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার চশবড়াইগ্রামের মোজাহার আলীর ছেলে ওমর আলী বাদী হয়ে মির্জাপুর থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জন ডাকাতদলের সদস্যের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। 

বাসটিতে দুজন নারী যাত্রীকে শ্লীলতাহানী ও সকল যাত্রীর কাছ থেকে টাকা ও মালামাল লুটের অভিযোগ আনা হয়েছে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ইউনিক রোড রয়েলস্ পরিবহনের একটি বাস (ময়মনসিংহ-ব-১১-০০৬১) ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে নাটোরের বড়াইগ্রাম যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। 

এসময় বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল। পরে রাত ১২টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে পৌঁছে এবং হেমায়েতপুর থেকে আরও ১০ থেকে ১২জন যাত্রী নিয়ে বাসটি পুনরায় রওনা দেয়। 

বাসটি গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা বাইপাসে পৌঁছালে চা-বিরতির জন্য থামে। সেখানে ১০ থেকে ১৫ মিনিট চা বিরতির সময় চন্দ্রা বাইপাস থেকে আরও তিন থেকে চার জন নতুন যাত্রী নিয়ে রওনা করে বাসটি। বাসটি রাত দেড়টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন হাইটেক সিটি পার্ক সংলগ্ন খাড়াজোড়া ফ্লাইওভার ব্রিজ অতিক্রম করার ৫ থেকে ৬ মিনিট পর হঠাৎ বাসে যাত্রীবেশে থাকা ৮ থেকে ৯ জন ডাকাত একসঙ্গে দাঁড়িয়ে যায়। তারা ধারালো চাকু ও চাপাতি দিয়ে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে সবাইকে চুপ থাকতে বলে। 

এসময় তাদের মধ্যে তিনজন ডাকাত গাড়ি চালকের গলায় ধারালো চাকু ধরে টেনে হিঁচড়ে এবং কিলঘুষি মেরে তাকে উঠিয়ে নিয়ে পেছনে নিয়ে যায়। ডাকাতদের মধ্যে থেকে একজন চালকের আসনে বসে বাসটি নিয়ন্ত্রণ নেয় এবং বাস চালিয়ে টাঙ্গাইলের দিকে রওনা হয়। 

পরে মির্জাপুর উপজেলার সোহাগপাড়া এলাকার ফুটওভার ব্রিজের প্রায় ১০০ গজ পশ্চিম পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর পৌঁছালে ডাকাতদলের ৬ থেকে ৭ জন সদস্য গাড়িতে থাকা অন্যান্য যাত্রীদের ধারালো চাকু ও চাপাতি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এসময় সকল যাত্রীদেরকে বলে, ‘‘তোদের সাথে টাকা পয়সাসহ যার যা কিছু আছে সব দিয়ে দে।” যাত্রীদের কাছে থাকা টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও রূপাসহ সকল মালামাল ছিনিয়ে নেয় তারা। 

পরে ডাকাতদলের সদস্যরা মির্জাপুরের নাটিয়াপাড়া নাছির গ্লাসের সামনে থেকে ইউটার্ন নিয়ে আবার ঢাকার দিকে রওনা দেয়। তারা দুই থেকে আড়াই ঘণ্টা গাজীপুরের কালিয়াকৈর, কোনাবাড়ীসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় গাড়ি নিয়ে ঘুরতে থাকে। এসময় দুজন নারী যাত্রীকে শ্লীলতাহানী করে ডাকাতরা।

এজাহারে আরও বলা হয়েছে, যাত্রীদের টাকাসহ অন্যান্য মালামাল লুট করে রাত ৪টার দিকে ঢাকার আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া এলাকার নন্দন পার্কের সামনে গাড়িটি টাঙ্গাইল অভিমুখি থামিয়ে চালককে ভয় দেখিয়ে বলে, ‘‘১০ কিলোমিটারের মধ্যে গাড়িটি কোথাও থামালে তোকে জানে মেরে ফেলব। আমরা তোদের গাড়ির পিছনেই আছি।’’ এই বলে ডাকাতদলের সদস্যরা লুণ্ঠিত মালামাল নিয়ে গাড়ি থেকে দ্রুত নেমে চলে যায়। 

পরবর্তীতে চালক গাড়ি নিয়ে চন্দ্রা মোড়ে গেলে গাড়িতে থাকা যাত্রীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ঘটনাটি পুলিশকে জানায়। কিছুক্ষণের মধ্যে টহল পুলিশ সেখানে উপস্থিত হয়। তখন গাড়িতে থাকা যাত্রীরা ডাকাতির বিষয়ে বিস্তারিত জানালে কালিয়াকৈর থানাধীন চন্দ্রা এলাকার টহলরত পুলিশ মির্জাপুর থানায় যাওয়ার পরামর্শ দেয়। এ কথা শুনে চালক গাড়ি নিয়ে মির্জাপুর বাসস্ট্যান্ডে যান। 

সেসময় কয়েকজন যাত্রী ও গাড়ির সুপারভাইজার মির্জাপুর থানায় গিয়ে ডিউটি অফিসারকে বিষয়টি মৌখিকভাবে জানায়। সেখানে থাকার ওসি বেলা ৯টার আগে থানায় পৌঁছাবে না জেনে যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে। পরে তারা পুনরায় নাটোরের উদ্দেশ্যে রওনা হয়। 

গাড়ি নাটোরের বড়াইগ্রাম থানা মোড়ে পৌঁছলে গাড়ি থেকে তিন থেকে চারজন যাত্রী স্থানীয় লোকজনের সহায়তায় গাড়ির চালক, হেলপার ও সুপারভাইজার ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত আছে সন্দেহে গাড়িটি আটক করে। 

এসময় বড়াইগ্রাম থানা পুলিশকে জানানো হয়। পরে খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ সেখানে গিয়ে গাড়ির চালক, হেলপার ও সুপারভাইজারকে পুলিশি হেফাজতে নেয়। 

বড়াইগ্রাম থানা-পুলিশ গাড়ির চালক, হেলপার ও সুপারভাইজারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেন।

মামলার বাদী ওমর আলী বলেন, ‘‘মামলার এজহারে আমি স্বাক্ষর করেছি। এ মামলায় ৮-৯ জন অজ্ঞাতনামা ডাকাতদলের সদস্যকে আসামি করা হয়েছে। বাসে থাকা সকল যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও মালামাল লুট করে। বাসটিতে ৭ থেকে ৮জন নারী যাত্রী ছিল। এদের মধ্যে দুজনকে শ্লীলতাহানী করা হয়।”

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘‘এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’’

এদিকে, ডাকাতির ঘটনায় বাসের চালক বাবলু ইসলাম (৩৫), চালকের সহকারী সুমন ইসলাম (৩৫) ও সুপারভাইজার মাহবুব আলমকে (৩৮) আটক করে আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামিন পেলেও বিষয়টি বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আদালত সূত্রে বিষয়টি জানা যায়। 

আদালত পুলিশের পরিদর্শক মোস্তফা কামাল বলেন, “মামলাটি ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারার হওয়ায় এবং আসামিদের বিরুদ্ধে কোনো ধর্তব্য অপরাধের অভিযোগ সুনির্দিষ্ট না থাকায় আদালত তাদের জামিনের আদেশ দেন।”

তবে ডাকাতির সময় দুই নারী যাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। ভুক্তভোগী যাত্রীরা বলছেন, “ডাকাতি হওয়া বাসটি নাটোরের বড়াইগ্রাম থানায় পৌঁছানোর পর দুই নারী যাত্রী পুলিশের কাছে শ্লীলতাহানির অভিযোগ করেছেন।”

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “নারী যাত্রীদের নির্যাতন বা ধর্ষণের ঘটনার কথা কেউ বলেননি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।”

বাসযাত্রী ওমর আলী বলেন, ‘‘দুই নারী যাত্রী তাদের কাছে একাধিকবার বলেছেন যে, ডাকাতেরা তাদের শ্লীলতাহানি ঘটিয়েছে। তারা ঘটনাটি বড়াইগ্রাম থানার সেকেন্ড অফিসার এসআই শরিফুল ইসলামের কাছেও বলেছেন।”

এ বিষয়ে বড়াইগ্রাম থানার এসআই শরিফুল ইসলাম বলেন, “ডাকাতরা দুজন নারী যাত্রীর গায়ে হাত দিয়ে গয়নাপত্র খুলে নিয়েছেন বলে জানিয়েছেন। যেভাবে খুলে নেওয়া হয়েছে, তাতে তাদের শ্লীলতাহানি ঘটেছে বলে বলেছেন।” 

যাত্রীরা জানান, সেদিন রাতে ডাকাতির পর বাসটি প্রথমেই মির্জাপুর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশ তাদের কোনো কথাই শুনতে চায়নি। তারা বলেছেন ওসি না আসলে তারা কিছুই বলতে পারবেন না। ওসি সকাল ৯ টার আগে আসবেন না। এই অবস্থায় নিরাপত্তার কোনো নিশ্চয়তা না পেয়ে তারা বড়াইগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “বাসের যাত্রীরা মৌখিকভাবে পুলিশকে ডাকাতি হওয়ার কথা বলেছেন। অনেক যাত্রীই রাস্তায় নেমে গেছেন। দুজন নারী যাত্রী এসেছিলেন। তাদের একজনের বাড়ি নাটোরের লালপুরে, আরেকজনের বাড়ি রাজশাহীর পুঠিয়ার দিকে। তারা নির্যাতনের ব্যাপারে কোনো কথা বলেননি। তারা চলে গেছেন। তাদের মোবাইল নম্বরও রেখে যায়নি।”

এ ঘটনায় মির্জাপুর থানার এসআই জুয়েল মিয়া ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদ করার জন্য বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে নাটোরের বড়াইগ্রাম থানায় অবস্থান করছিলেন। রাত ১০টার দিকে তিনি বলেন, “এখন পর্যন্ত কোনো মামলা রেকর্ড হয়নি। মামলার জন্য অনেক কিছু প্রয়োজন।”

ঢাকা/কাওছার/আরিফুল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ জন ন র জন য ত র ল ইসল ম বল ছ ন র ঘটন ঘটন য় ব ষয়ট

এছাড়াও পড়ুন:

আমরা জনগণের বন্ধু হতে চাই : ওসি আড়াইহাজার 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত বলেন, আমি আমার মান্যবর ডিসি মহাদয়কে অনুরোধ করব, আমরা জনগণের বন্ধু হতে চাই। আমরা জনগণকে প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছি। রাষ্ট্র এমন কাজ না করে, যেন আমরা খলনায়ক হিসাবে জনসাধারণের মাঝে উপস্থিত হই। 

রাষ্ট্র আমাদেরকে দিয়ে এমন অন্যায় কাজ না করোর, যাতে আমরা এরকম দিন এরকম সময় আমাদের মাঝে বারবার ফিরে না আসে। আমরা অতিব দুঃখের সহিত জানাচ্ছি আমাদেরকে প্রতিনিয়ত রাষ্ট্র আমাদেরকে ব্যবহার করে।

বৃহস্পতিবার আড়াইহাজার উপজেলা প্রশাসন ও আড়াইহাজার পৌরসভার উদ্যোগে আয়োজিত ‘জুলাই-২৪ গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের মাঝে অর্থ অনুদান ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্দেশ্যে এসব কথা বলেন। 

এসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, ‘আমরা যেন একটি সয়ংসম্পূর্ণ একটি শায়িত্ব শাসিত আমাদের স্বতন্ত্র পুলিশ সংস্থা গঠিত হোক। যাতে পুলিশী পলিসি হিসাবে জনগণকে সেবা দিয়ে যেতে পারি। আসলে এই দিনটা আমার জন্যও লজ্জা লাগে, কারণ আমি এক সময় দাঁড়িয়েছি জনগণের বিরুদ্ধে। আজকে আমি দাঁিড়য়ে একথা বলছি।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নইমউদ্দিনের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান, আড়াইহাজার থানা বিএপির সভাপতি ইউছূফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আড়াইহাজার উপজেলা হেফজাত ইসলামীর সাধারণ সম্পাদক মাও. আইয়ুব ও আড়াইহাজার পৌরসভা জামায়াত ইসলামীর দক্ষিণের আমীর মাও. হাদিউল ইসলামসহ আরো অনেকে। এসময় ‘জুলাই-২৪ গণঅভ্যুত্থানে আহত ১৬ জনকে আর্থিক অনুদান ও ৪ জন নিহতের পরিবারের কাছে অর্থ অনুদান প্রদান করা হয়। 

সম্পর্কিত নিবন্ধ

  • ফতুল্লা মডেল থানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত 
  • রূপগঞ্জে নিসচা’র উদ্যোগে দুস্থ ও অসহায় চালকদের ঈদ উপহার বিতরণ 
  • সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা হাবিবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
  • মুক্তিনগর ফ্রেন্ডস ফাউন্ডেশন ফোরামের ইফতার মাহফিল
  • কয়েদির বেশে অনুষ্ঠানে আফরান নিশো, ব্যাখ্যা দিলেন অভিনেতা নিজেই
  • আমরা জনগণের বন্ধু হতে চাই : ওসি আড়াইহাজার 
  • ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের ইফতার মাহফিল অনুষ্ঠিত 
  • সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় আমরা মোহামেডানের ঈদ সামগ্রী বিতরণ
  • স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের র‌্যালি ও শ্রদ্ধা
  • বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবির শ্রদ্ধা