দুর্বৃত্তের কোপে যুবকের দুই হাতের কবজি বিচ্ছিন্ন: ১৮ জনের বিরুদ্ধে মামলা
Published: 21st, February 2025 GMT
পাবনার সাঁথিয়ায় নয় মামলার পরোয়ানাভুক্ত আসামি আশরাফুল ইসলাম (৩০) নামে এক যুবকের দুই হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় ১৮ জনকে আসামি করে মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী ওই যুবকের মা হাসি খাতুন মামলাটি দায়ের করেন।
ওই যুবকের ডান হাতের একটি কবজি উদ্ধার করা গেলেও আরেকটি হাতের কবজি এখনও উদ্ধার করা যায়নি। মামলা হলেও গ্রেপ্তার হয়নি কোনো আসামি।
তবে আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে বলে জানিয়েছেন সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর একটার দিকে সাঁথিয়া পৌরসভার কলেজপাড়ার নুর ইসলামের ছেলে আশরাফুল ইসলামকে আট থেকে ১০ জন দুর্বৃত্ত সাঁথিয়া পৌর এলাকার ডিজিটাল (টেলিফোন) এক্সচেঞ্জ কার্যালয়ের দেয়াল দিয়ে ঘেরা অংশে ধরে নিয়ে আসে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দেয়। এ সময় তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এলাকাবাসী আশরাফুলকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে ভুক্তভোগী ওই যুবক চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার পরিবার। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মারামারিসহ ৯টি মামলা রয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, আশরাফুল ইসলাম নামে এক যুবকের দুই হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী ওই যুবকের একটি হাতের কবজি উদ্ধার হয়েছে এবং আরেকটি হাতের কবজি উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র দ ই হ ত র কবজ আশর ফ ল ইসল ম
এছাড়াও পড়ুন:
ফাগুনের দুপুরে রাজধানীতে বৃষ্টি
দেশের চার বিভাগে বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। শনিবার ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার আভাস দেয় সংস্থাটি। এদিন সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা ও ধোয়াশাচ্ছন্ন। আকাশের গুমোট ভাব দেখে বৃষ্টির সম্ভাবনা অনুমান করা যাচ্ছিল। ভ্যাপসা গরমে দুপুরে হঠাৎ করেই রাজধানীর যাত্রাবাড়ীতে নামল বৃষ্টি।
দুপুর ১টা বেজে ৪৫ মিনিটে ধুলোবালির নগরে প্রশান্তি এনে দিল এই বৃষ্টি।
অপ্রস্তুত কাউকে এসময় দেখা গেছে ছাতা ছাড়া ফুটওভার ব্রিজে বৃষ্টি কমার অপেক্ষায় থাকতে, কাউকে বা বৃষ্টিতে ভিজে বাসে উঠতে। কেউ বা ছাতা হাতে সড়ক পারাপার হচ্ছেন।
এমন বৃষ্টিতে পূর্বপ্রস্তুতি না থাকায় সড়কে থাকা যাত্রী ও পথচারীদের কিছুটা ভোগান্তি পোহাতেও দেখা গেছে। তবে বৃষ্টির কারণে ধুলোবালি কিছুটা কমে যাওয়ায় স্বস্তি পেতেও দেখা গেছে নগরবাসীকে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামীকাল রোববার শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আজকের বৃষ্টিপাতের পরিমাণ হালনাগাদ হওয়া পরবর্তী তথ্যে জানা যাবে। তবে আগামী সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামীকাল এর আওতা আরও বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।
আগামীকাল রোববারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা এক থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।