একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের নেতৃবৃন্দ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ২০ মিনিটে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন করেন মহানগর কৃষক দলের সভাপতি স্বপন খন্দকার এবং সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল মোল্লা । এ সময় নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল মোল্লা বলেন, এই দিনে মাতৃভাষা রক্ষার্তে সালাম, জব্বার, রফিক, বরকতসহ অনেকে রাজপথে তাদের তাজা রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্র ভাষা প্রতিষ্ঠা করবার জন্য আত্মত্যাগ করেছিলেন। তারই ফলশ্রুতিতে পাকিস্তান বাংলাকে রাষ্ট্র ভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। তিনি আরো বলেন, ২১ শে ফেব্রুয়ারী বাংলাদেশীদের জন্য একটি চেতনা, প্রেরণা এবং গভীর শ্রদ্ধার দিন। এই দিনে জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের আমরা জানাই গভীর শ্রদ্ধা। এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর সহ সভাপতি গোলজার ,সহ সভাপতি তপু সহ সভাপতি লিটন, সহ সভাপতি ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক সজিব কাজি, যুগ্ন সাধারণ সম্পাদক সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত, যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম সহ সাংগটনিক সম্পাদক আল আমিন, কৃষি সম্পাদক সবুজ, ধর্ম সম্পাদক আবজাল, ক্ষুদ্র ও কুটিরশিল্প সম্পাদক সাব্বির, সাইদ মির, রাতুল প্রমুখ।

.

উৎস: Narayanganj Times

এছাড়াও পড়ুন:

ভাষা শহীদদের স্মরণে মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন

মহান একুশে ফেব্রুয়ারি  শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু'র নেতৃত্বে নগরীতে বিশাল প্রভাত ফেরীর  র‍্যালি করে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে সকাল থেকেই মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে এসে জড়ো হতে থাকে। 

পরে নগরীতে বিশাল প্রভাত ফেরী বের করা হয়। প্রভাত ফেরীর র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিয়ে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, এড. এইচএম আনোয়ার প্রধান, মাহবুব উল্লাহ তপন, বরকত উল্লাহ, রাশিদা জামাল, হাবিবুর রহমান মিঠু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, মহানগর কৃষক দলের সভাপতি খন্দকার এনামুল হক স্বপন, বিএনপি নেতা আক্তার হোসেন, আবুল হোসেন রিপন, শেখ সেলিম, নাজমুল হক, চঞ্চল মাহমুদ, ইকবাল হোসেন, শাহাদুল্লাহ মুকুল, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহেন শাহ্ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম সাগর, সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

সম্পর্কিত নিবন্ধ

  • ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ মহানগর জিয়ামঞ্চ’র শ্রদ্ধা নিবেদন
  • ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
  • ভাষা শহীদদের প্রতি মহানগর ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন 
  • বিনম্র শ্রদ্ধায় একুশের বীর শহীদদের স্মরণ করলো পূজা পরিষদ
  • বন্দরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুকুলের শ্রদ্ধা নিবেদন  
  • যুব সমাজকে খেলাধুলার মধ্য রাখলে তারা কখনো বিপদগামী হবে না : মুকুল
  • আড়াইহাজারে দিনব্যাপী জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা`য় বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব নারায়ণগঞ্
  • ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ জেলা বিএনপি শ্রদ্ধা নিবেদন
  • ভাষা শহীদদের স্মরণে মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন