কাগজের শহীদ মিনারে অমর একুশে পালন
Published: 21st, February 2025 GMT
পাবনার ঈশ্বরদীর সাঁড়াগোপালপুর স্কুলমাঠে এবারও অমর একুশে পালন করা হয়েছে কাগজের তৈরি শহীদ মিনারে। শুক্রবার সকালে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পাশপাশি দুটি স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা।
এর আগে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শিক্ষার্থীরা স্কুলমাঠে রঙিন কাগজ, বাঁশের চটা ও খুঁটি দিয়ে তৈরি করে কাগজের অস্থায়ী শহীদ মিনার। সাঁড়াগোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা বলেন, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি রাতে ভেঙে দেওয়া হয় স্কুলমাঠের শহীদ মিনার। এরপর এক মাসের মধ্যে তৈরি করে দেওয়া হবে বলে উপজেলা প্রকৌশল অফিস থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়। এখনও তা বাস্তবায়ন হয়নি।
তিন বছর ধরে কাগজের তৈরি শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানানো হচ্ছে। জানা গেছে, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি সাঁড়াগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কথা বলে শহীদ মিনারটি ভেঙে গুঁড়িয়ে করে দেওয়া হয়েছিল।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল মান্নানের ভাষ্য, এখানে চমৎকার একটি শহীদ মিনার ছিল, এখন নেই। মনের কষ্ট বুকে চেপে কাগজের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হচ্ছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প বন
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল প্রোগ্রামে ভর্তিতে আবেদনের সময় বাড়ল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহী প্রার্থীরা এখন আগামী ৩০ এপ্রিল ২০২৫, রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এ ভর্তির আওতায় বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এলএলবি শেষ পর্ব, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামের আবেদন গ্রহণ করা হচ্ছে।
ভর্তিচ্ছু প্রার্থীদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট ((www.nu.ac.bd/admissions) থেকে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণের পর তার প্রিন্ট কপি ও আবেদন ফি বাবদ ৩০০ (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজে ০৪ মে ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং মাধ্যমেও ফি পরিশোধ করা যাবে।
ভর্তির বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পোর্টালে প্রবেশ করে জানা যাবে। সংবাদ বিজ্ঞপ্তি।