প্লে অফ খেলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় আসা তিন বড় দল রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও  পিএসজির সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছিল। শেষ ষোলোর ড্র’য় কঠিন প্রতিপক্ষ পাওয়ার শঙ্কায় ছিল তারা। শঙ্কা অনুযায়ী, রিয়াল মাদ্রিদ নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে পেয়েছে। বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে লিগ প্রতিদ্বন্দ্বী লেভারবায়ারকুসেনের। 

গ্রুপ পর্বে কোন রকম পার পেয়ে প্লে অফে দুর্দান্ত খেলা পিএসজি মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে শীর্ষে থেকে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করা লিভারপুলের। ওই তুলনায় বার্সেলোনা সহজ প্রতিপক্ষ পেয়েছে। তারা বেনফিকার বিপক্ষে কোয়ার্টারের লড়াইয়ে নামবে।   

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগ ৪ ও ৫ মার্চ এবং ১১ ও ১২ মার্চ দ্বিতীয় লেগের ম্যাচ মাঠে গড়াবে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ৮ ও ৯ এপ্রিল এবং দ্বিতীয় লেগ মাঠে গড়াবে ১৫ ও ১৬ এপ্রিল। ২৯ ও ৩০ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগ এবং ৬ ও ৭ মে হবে দ্বিতীয় লেগ। বায়ার্নের ঘরের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় ৩১ মে হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে

ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু–এক জায়গায় আজ শনিবার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার দিবাগত মধ্যরাতের পর থেকে রোববার ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়, ৩৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়া উপজেলায়, ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। ঢাকায় বাতাসের গতি পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৬ মিনিটে।

আরও পড়ুনঢাকায় হঠাৎ শিলাবৃষ্টি, কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর০৫ নভেম্বর ২০২৪

সম্পর্কিত নিবন্ধ