নরসিংদীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
Published: 21st, February 2025 GMT
নরসিংদীর রায়পুরায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ধুকুন্দি-চারাবাগ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রায়পুরা উপজেলার শিবপুর গ্রামের মো. জুম্মান মিয়ার ছেলে মো. রনি (২৮) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. তাপস (২৯)। তারা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলের দুই আরোহী শিবপুরে জুমআর নামাজ শেষে দাওয়াত খেতে মহাসড়ক ধরে নরসিংদীর দিকে যাচ্ছিলেন। পথে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলের তেমন ক্ষতি না হলেও দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নিহতের স্বজন ও ভৈরব হাইওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.
হৃদয়//
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
একঝলক (২৫ মার্চ ২০২৫)
ছবি: সাদ্দাম হোসেন