নিজের বায়োপিকে অভিনয় করবেন কে, জানালেন সৌরভ গাঙ্গুলী
Published: 21st, February 2025 GMT
নির্মাণ হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জীবনীনির্ভর সিনেমা। সৌরভ গাঙ্গুলীর চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে ছিল বিস্তর আলোচনা। এ তালিকায় এসেছে রণবীর কাপুর, রণভীর সিং থেকে শুরু করে আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাওয়ের নাম।
তবে কে হতে যাচ্ছেন পর্দার সৌরভ গাঙ্গুলী, এই প্রশ্ন উড়েছে বলিউডের বাতাসে। তবে এবার বোধ হয় উত্তর মিললো। কারণ, সৌরভ জানিয়েছেন, তার চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে।
ভারতীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সৌরভ বলেন, ‘আমি যা শুনেছি, তাতে রাজকুমার রাও এই চরিত্রে (প্রধান চরিত্রে) অভিনয় করবেন। তবে তারিখ নিয়ে সমস্যা আছে। তাই এটি মুক্তি পেতে এক বছরেরও বেশি সময় লাগবে।’
সাবেক এই অধিনায়ক ভারতের হয়ে ১১৩টি টেস্ট এবং ৩১১টি ওয়ানডে খেলেছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান তার আন্তর্জাতিক ক্যারিয়ারে সকল ফর্ম্যাট মিলিয়ে ১৮,৫৭৫ রান করেছেন। কলকাতার রাজপুত্র পরবর্তীতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) এর সভাপতি হন। গত বছরের অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি নিযুক্ত হন তিনি।
তিনি ভারতকে ২১টি টেস্ট জয় এবং ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে নেতৃত্ব দিয়েছিলেন। এই তারকা ক্রিকেটার বিসিসিআইয়ের টেকনিক্যাল কমিটিতেও দায়িত্ব পালন করেছিলেন এবং ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকর এবং ভিভিএস লক্ষ্মণের সঙ্গে ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্যও ছিলেন।
২০০৮ সালে গাঙ্গুলি তার আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসর ঘোষণা করেন। তিনি ১৮,০০০-এরও বেশি আন্তর্জাতিক রান করেন।
সামনে রাজকুমার রাওকে ‘ভুল চুক মাফ’ সিনেমায় দেখা যাবে। সম্প্রতি এটির টিজার প্রকাশ পেয়েছে। করণ শর্মা পরিচালিত সিনেমাটি ম্যাডক ফিল্মসের অধীনে দীনেশ বিজন এবং অ্যামাজন এমজিএম স্টুডিওর সহযোগিতায় নির্মিত হয়েছে।
এছাড়াও রাজকুমার রাও অভিনীত সিনেমা ‘মালিক’ আছে মুক্তির তালিকায়। টিপস ফিল্মসের ব্যানারে এবং জয় শেওয়াক্রমানির নর্দার্ন লাইটস ফিল্মসের অধীনে এটি প্রযোজনা করেছেন কুমার তৌরানি। ‘মালিক’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০ জুন। সূত্র: এনডি টিভি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
টসে জিতে ইংল্যান্ডে ব্যাটিংয়ে পাঠালেন স্মিথ
দুপুর ৩টায় (২২ ফেব্রুয়ারি, ২০২৫) মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। লাহরের গাদ্দাফি স্টেডিয়ামে এই মহারণের আগে চাপে আছে দুই দলই। নিজেদের শেষ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে এই দুই ক্রিকেট পরাশক্তি।
এদিকে টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। করছে। স্মিথের মতে, “উইকেটটি বেশ ভালো মনে হচ্ছে। অনুশীলনের সময় কিছু শিশির পড়েছিল গতরাতে”। স্মিথ নিশ্চিত করেছেন যে ফর্মে থাকা অ্যালেক্স ক্যারি মিডল অর্ডারে খেলছেন।
অন্যদিকে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলেছেন প্রথমে ব্যাটিংয়ে সমস্যা নেই তার। বাটলার বলেন, “ আমি টসে জিতলে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ৫০-৫০ ছিল। আমরা আমাদের খেলোয়াড়দের ওপর খুবই আত্মবিশ্বাসী। মাঠে নামতে উদগ্রীব সবাই।”
ঢাকা/নাভিদ