নির্মাণ হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জীবনীনির্ভর সিনেমা। সৌরভ গাঙ্গুলীর চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে ছিল বিস্তর আলোচনা। এ তালিকায় এসেছে রণবীর কাপুর, রণভীর সিং থেকে শুরু করে আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাওয়ের নাম।

তবে কে হতে যাচ্ছেন পর্দার সৌরভ গাঙ্গুলী, এই প্রশ্ন উড়েছে বলিউডের বাতাসে। তবে এবার বোধ হয় উত্তর মিললো। কারণ, সৌরভ জানিয়েছেন, তার চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে।

ভারতীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সৌরভ বলেন, ‘আমি যা শুনেছি, তাতে রাজকুমার রাও এই চরিত্রে (প্রধান চরিত্রে) অভিনয় করবেন। তবে তারিখ নিয়ে সমস্যা আছে। তাই এটি মুক্তি পেতে এক বছরেরও বেশি সময় লাগবে।’

সাবেক এই অধিনায়ক ভারতের হয়ে ১১৩টি টেস্ট এবং ৩১১টি ওয়ানডে খেলেছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান তার আন্তর্জাতিক ক্যারিয়ারে সকল ফর্ম্যাট মিলিয়ে ১৮,৫৭৫ রান করেছেন। কলকাতার রাজপুত্র পরবর্তীতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) এর সভাপতি হন। গত বছরের অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি নিযুক্ত হন তিনি।

তিনি ভারতকে ২১টি টেস্ট জয় এবং ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে নেতৃত্ব দিয়েছিলেন। এই তারকা ক্রিকেটার বিসিসিআইয়ের টেকনিক্যাল কমিটিতেও দায়িত্ব পালন করেছিলেন এবং ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকর এবং ভিভিএস লক্ষ্মণের সঙ্গে ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্যও ছিলেন।  

২০০৮ সালে গাঙ্গুলি তার আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসর ঘোষণা করেন। তিনি ১৮,০০০-এরও বেশি আন্তর্জাতিক রান করেন।

সামনে রাজকুমার রাওকে ‘ভুল চুক মাফ’ সিনেমায় দেখা যাবে। সম্প্রতি এটির টিজার প্রকাশ পেয়েছে। করণ শর্মা পরিচালিত সিনেমাটি ম্যাডক ফিল্মসের অধীনে দীনেশ বিজন এবং অ্যামাজন এমজিএম স্টুডিওর সহযোগিতায় নির্মিত হয়েছে।

এছাড়াও রাজকুমার রাও অভিনীত সিনেমা ‘মালিক’ আছে মুক্তির তালিকায়। টিপস ফিল্মসের ব্যানারে এবং জয় শেওয়াক্রমানির নর্দার্ন লাইটস ফিল্মসের অধীনে এটি প্রযোজনা করেছেন কুমার তৌরানি। ‘মালিক’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০ জুন। সূত্র: এনডি টিভি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ হারাল দুজন 

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সোমবার সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুই কিশোর নিহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও ভাওড়পাড়া এলাকার আজহারুল ইসলামের ছেলে আশিকুর হক (১৬) ও একই গ্রামের মক্তবপাড়া এলাকার আকরামের ছেলে মিনহাজ (১৬)। আশিকুর এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। 

স্থানীয়রা জানান, ঈদের দিন মোটরসাইকেলে তিন বন্ধু পাশের টাঙ্গাইলের সখীপুর উপজেলার কুতুবপুর বাজারের কাছে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই মিনহাজ মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আশিকুর মারা যায়। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা অপর বন্ধু জিহাদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুজ্জামান বলেন, এ ব্যাপারে সখিপুর থানায় কোনো অভিযোগ  হয়নি।

 

 

সম্পর্কিত নিবন্ধ