মাগুরার মহম্মদপুরে ইঞ্জিনচালিত তিন চাকার নছিমনের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত ওই বাইসাইকেল চালকের নাম তোবারেক মোল্লা (৪৮)।

শুক্রবার সকালে উপজেলার নোহাটা ইউনিয়নের চাকুলিয়া গ্রামে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাইসাইকেল চালিয়ে মাঠে যাওয়ার সময় তিন চাকার নছিমন তাকে ধাক্কা দেয়। এসময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

আব্দুর রহমান বলেন, নোহাটা ইউনিয়নের চাকুলিয়া গ্রামে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ধামরাইয়ে স্ত্রীর সামনে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে দিনের বেলায় স্ত্রীর সামনে পিটিয়ে সাবেক ইউপি সদস্য বাবুল হোসেনকে (৫০) হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ তথ্য জানান ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। এর আগে, বিকেল ৩টার দিকে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে ও মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুল্লা ইউনিয়নের মাখুলিয়া গ্রামের হোম টাউন (গ্রীন সিটি) আবাসিক প্রকল্পের ফাঁকা অংশে বাবুল হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। রাতে তার স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ এবং ১০-১২ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে ধামরাই থানায় মামলা করেন।

ধামরাই থানা পুলিশ জানায়, মাখুলিয়া এলাকায় সাবেক ইউপি সদস্যকে হত্যার ঘটনায় তদন্তে নামে ধামরাই থানা পুলিশ। এ সময় ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে ও মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সাবেক ইউপি সদস্যকে হত্যার ঘটনায় তার স্ত্রী মামলা করেন। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অভিযান পরিচালনা করে ১১ ও ১২ নম্বর আসামি অনিক ও শয়নকে মানিকগঞ্জের সিঙ্গাইর ও ধামরাইয়ের কুল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আগামীকাল আদালতে পাঠানো হবে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে, স্থানীয় লোকজন জানান, আকসিরনগর আবাসিক প্রকল্পের শুরুর দিকে জমি ক্রয়, মাটি ভরাটসহ নানা কাজে মালিকপক্ষের হয়ে কাজ করতেন কুল্লা ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য বাবুল হোসেন। পরে স্থানীয় লোকজনের সঙ্গে জমির মালিকানা নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে আবাসন প্রকল্পটির মালিকপক্ষ। একপর্যায়ে স্থানীয় লোকজনের পক্ষে কাজ করেন বাবুল। সম্প্রতি তিনি আবার আবাসন প্রকল্পের মালিকপক্ষের সঙ্গে কাজ শুরু করেন। এ কারণে স্থানীয় কয়েকজন বাবুলের ওপর ক্ষুব্ধ ছিলেন।

নিহতের স্ত্রী ইয়াসমিন গতকাল সংবাদমাধ্যমকে বলেন, “আমার সামনেই আমার স্বামীকে তারা মেরেছে। আমার স্বামী ফসলের মাঠে বাইক দিয়ে সরিষা মাড়াই করছিলেন। আমাদের পাড়ার ৫-৬ জন টেঁটা, হাতুড়ি, লোহার পাইপ নিয়ে সেখানে আসে। কিছু না বলে তাকে একটু দূরে নিয়ে ঘেরাও করে চোখ তুলে ফেলে ও হাত-পা ভেঙে হত্যা করে।”

তিনি বলেন, “আফসান, মনির, আরশাদ ও আরশাদের ছেলেসহ আরও দুজন ছিল। আকসিরনগর হাউজিংয়ের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিল একসময়। তবে এখন তাকে কোথাও যেতে দিতাম না।”

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আকসির নগর প্রকল্পের ভেতরে একটি পুকুর থেকে নিহত বাবুলের বাবা ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করেছিল ধামরাই থানা পুলিশ।

ঢাকা/সাব্বির/বকুল

সম্পর্কিত নিবন্ধ