অ্যান্ড্রয়েডের ‘সার্কেল টু সার্চ’ সুবিধার আদলে নতুন সুবিধা চালু হচ্ছে আইফোনে
Published: 21st, February 2025 GMT
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ‘সার্কেল টু সার্চ’ সুবিধা কাজে লাগিয়ে সহজেই ছবি বা ভিডিওতে থাকা নির্দিষ্ট পণ্যের বিষয়ে অনলাইন থেকে তথ্য খোঁজা যায়। আর তাই অনেকেই ছবি বা ভিডিওতে থাকা নির্দিষ্ট পণ্যের বিষয়ে তথ্য জানতে সার্কেল টু সার্চ সুবিধা ব্যবহার করেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পাওয়ায় এবার আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোন ব্যবহারকারীদের জন্য জন্য ‘সার্কেল টু সার্চ’ সুবিধার আদলে ‘সার্চ স্ক্রিন উইথ গুগল লেন্স’ সুবিধা চালু করছে গুগল।
গুগল জানিয়েছে, আইফোনের জন্য তৈরি ‘সার্চ স্ক্রিন উইথ গুগল লেন্স’ সুবিধাটি গুগল ও ক্রোম ব্রাউজারের আইওএস অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে। তবে এটি ব্যবহারের পদ্ধতি অ্যান্ড্রয়েডের তুলনায় কিছুটা জটিল। অ্যান্ড্রয়েডে ‘সার্কেল টু সার্চ’ সুবিধা সরাসরি ব্যবহার করা গেলেও আইফোনে তা সম্ভব হবে না। সুবিধাটি চালুর জন্য আইফোন ব্যবহারকারীদের প্রথমে গুগল অ্যাপ বা ক্রোম ব্রাউজারের তিনটি ডট আইকনে (মেনু) ট্যাপ করতে হবে। এরপর ‘সার্চ স্ক্রিন উইথ গুগল লেন্স’ অপশন নির্বাচন করলে ক্রোমের অ্যাড্রেস বারে গুগল লেন্সের আইকন দেখা যাবে। আইকনটিতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।
আরও পড়ুনঅ্যান্ড্রয়েডের যে সুবিধা আইওএসে যুক্ত করছে অ্যাপল২৬ নভেম্বর ২০২৪গুগলের তথ্যমতে, কয়েক দিনের মধ্যেই বিশ্বব্যাপী আইফোন ব্যবহারকারীদের জন্য সার্চ স্ক্রিন উইথ গুগল লেন্স সুবিধা চালু করা হবে। তবে এ সুবিধা শুধু গুগল অ্যাপ বা ক্রোম ব্রাউজারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর তাই সুবিধাটি ব্যবহারের জন্য আইফোন ব্যবহারকারীদের অবশ্যই গুগল অ্যাপ বা ক্রোম ব্রাউজার ইনস্টল করতে হবে।
সূত্র: বিজিআর
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
এয়ারপডসে আসছে সরাসরি অনুবাদ–সুবিধা
অ্যাপলের ইয়ারবাড এয়ারপডসে এবার সরাসরি (লাইভ) অনুবাদ–সুবিধা যুক্ত হচ্ছে। নতুন এই সুবিধা আইওএস ১৯ হালনাগাদের অংশ হিসেবে যুক্ত হবে; যা ২০২৫ সালের জুনে অনুষ্ঠেয় ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) উন্মোচন করা হতে পারে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারপডসের সঙ্গে আইফোনের অনুবাদ অ্যাপ সমন্বিতভাবে কাজ করবে। এর ফলে ব্যবহারকারীরা সরাসরি এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ শুনতে পারবেন। নতুন এই সুবিধা ভ্রমণকারী, বহুভাষিক ব্যবহারকারী ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে উপযোগী হতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে একজন ব্যবহারকারী এয়ারপডস পরে থাকলে আইফোন আশপাশের কথপোকথন শনাক্ত করবে, তা অনুবাদ করবে এবং ব্যবহারকারীর কানে সরাসরি শুনিয়ে দেবে। উদাহরণ হিসেবে একজন ইংরেজিভাষী ব্যবহারকারী এয়ারপডস পরে আছেন এবং তার সঙ্গে একজন স্প্যানিশভাষী কথা বলছেন। আইফোন সেই কথোপকথন শনাক্ত করে ইংরেজিতে অনুবাদ করবে এবং সেটি এয়ারপডসে শোনাবে। একইভাবে ইংরেজিভাষী ব্যক্তির উত্তর আইফোন স্প্যানিশে অনুবাদ করে উচ্চারণ করবে, যাতে অপর ব্যক্তি সেটি বুঝতে পারেন।
বিশ্লেষকেরা বলছেন, নতুন এই সুবিধা স্মার্ট অডিও যন্ত্রের বাজারে অ্যাপলকে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে আসবে। গুগলের পিক্সেল বাডস প্রো ২ ও স্যামসাং গ্যালাক্সি বাডস ৩ প্রো-তেও একই রকম অনুবাদ–সুবিধা রয়েছে। তবে অ্যাপলের উন্নত সফটওয়্যার ও হার্ডওয়্যার সমন্বয়ের কারণে এর অনুবাদ অভিজ্ঞতা আরও নিখুঁত হতে পারে।
সরাসরি অনুবাদ–সুবিধার পাশাপাশি আইওএস ১৯–এর নতুন হালনাগাদে অনুবাদ অ্যাপে বেশ কিছু নতুন সুবিধা যোগ করা হচ্ছে; যা অনুবাদব্যবস্থাকে আরও দ্রুত ও নির্ভুল করবে। এ ছাড়া অ্যাপল তৃতীয় প্রজন্মের এয়ারপডস প্রো এবং একটি সম্পূর্ণ নতুন মডেল তৈরির কাজ করছে। যেখানে বিল্ট-ইন ক্যামেরা ও অন-ডিভাইস কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থাকবে। নতুন এই প্রযুক্তি ব্যবহারকারীর চারপাশ বিশ্লেষণ করতে সক্ষম হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া