বইমেলায় রক্তিম রাজিবের ‘বোবা পাখির পালক’
Published: 21st, February 2025 GMT
অমর একুশে বইমেলায় চন্দ্রবিন্দু প্রকাশন প্রকাশ করেছে রক্তিম রাজিবের বয়ানের বই ‘বোবা পাখির পালক’।
রক্তিম রাজিব বলেন, ‘‘বয়ান গদ্যীয় ঢঙে প্রাবন্ধিক ভাবের কবিতা।’’ বইটিতে উপস্থাপন করা হয়েছে— দৃশ্যের আড়ালে যে অস্পষ্টতা লুকিয়ে থাকে, প্রতিটি বাস্তবতার গভীরে থাকে যে অনিবার্য দ্বন্দ্ব, যা আমাদের উপলব্ধি ও ব্যাখ্যার সীমানাকে প্রতিনিয়তই প্রশ্নবিদ্ধ করে যায়.
বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। এটির মূল্য রাখা হয়েছে ২৬০ টাকা। একুশে বইমেলায় বইটি পাওয়া যাবে ৭০১ এবং ৭০২ নম্বর স্টলে।
আরো পড়ুন:
বইমেলায় রক্তিম রাজিবের ‘বোবা পাখির পালক’
অনার্য বছরজুড়ে বই প্রকাশ করে : সফিক রহমান
রক্তিম রাজিব ছোটকাগজ অর্বাক-এর সহযোগী সম্পাদক এবং হারপুনের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঢাকা/লিপি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঠিকভাবে কাজ না করলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী ঠিকভাবে কাজ না করলে তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে।
সোমবার মধ্যরাত ৩টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএসে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করেছে। তাদের প্রচুর টাকা। এখন সেই টাকা ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা এটা কোনো অবস্থাতেই করতে দেব না। আমরা যেভাবেই হোক এটা প্রতিহত করব। দিনে-রাতে যেখানেই আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হবে, তারা সেখানে যাবে এবং প্রতিহতো করবে।
তিনি বলেন, আমি আপনাদের সামনে দ্ব্যর্থহীন ভাবে বলতে চাচ্ছি। যারা এসব কাজ করছে আমি তাদের ঘুম হারাম করে দেবো। তারা কোথাও স্থান পাবে না। দিনে রাতে যেখানেই হোক কোথাও স্থান পাবে না। আমি আমার বাহিনীকে বলে দিয়েছি তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে। আগামী কাল থেকে কোথাও যেন কিছু না ঘটে তারা এই ব্যবস্থা নিবে এবং তারা এইটা ভালোভাবে কার্যকর করবে। আর তারা যদি এইটা ভালোভাবে কার্যকর করতে না পারে তাহলে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।