সেই প্রেমিককে বিয়ে করলেন নার্গিস ফাখরি?
Published: 21st, February 2025 GMT
দীর্ঘ দিনের প্রেমিক টনি বেগকে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেসের একটি পাঁচতারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেন, “বিয়েতে ছবি তুলতে নিষেধ করেছিলেন নার্গিস ফাখরি ও টনি বেগ। খুবই গোপনীয়তার মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা। দুই পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ বন্ধুরা বিয়েতে উপস্থিত ছিলেন।”
বিয়ের পর মধুচন্দ্রিমায় উড়ে গেছেন সুইজারল্যান্ডে। সেখানে দারুণ সময় উপভোগ করছেন এই নবদম্পতি। সেখানকার কিছু ছবি ভিডিও টনি বেগ তার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন। আর একই পোস্ট নিজের ইস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নার্গিস। একটি ভিডিওতে একই সুইমিংপুলে দেখা যায় তাদের। তা ছাড়া একই লোকেশনে আলাদা আলাদাভাবে ক্যামেরাবন্দি হয়েছেন এই যুগল। তবে বিয়ে নিয়ে তারা আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।
আরো পড়ুন:
৪১৫ কোটি টাকা ছাড়িয়ে ভিকি-রাশমিকার সিনেমার আয়
বিয়ের পর অভিনয়কে বিদায়: নীরবতা ভাঙলেন মহেশ বাবুর শ্যালিকা
২০২৩ সালে নার্গিস ফাখরি জানান, প্রেম করছেন তিনি। তবে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন এ তথ্য তখন জানাননি। নার্গিসের সঙ্গে টনি বেগকে অনেকবার দেখা গেছে। টনি বেগ ভারতের কাশ্মীরে জন্মগ্রহণ করেন। কিন্তু বসবাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে; তিনি পেশায় একজন ব্যবসায়ী।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২৩ এপ্রিল ২০২৫)
সিলেট টেস্ট–৪র্থ দিন
বাংলাদেশ–জিম্বাবুয়ে
সকাল ৯–৪৫ মি., বিটিভি
আবাহনী–গাজী গ্রুপ
সকাল ৯টা, টি স্পোর্টস
মোহামেডান–গুলশান
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
অগ্রণী ব্যাংক–লিজেন্ডস অব রূপগঞ্জ
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
সানরাইজার্স হায়দরাবাদ–মুম্বাই ইন্ডিয়ানস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
মুলতান সুলতানস–ইসলামাবাদ ইউনাইটেড
রাত ৯টা, নাগরিক টিভি
আর্সেনাল–ক্রিস্টাল প্যালেস
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
হেতাফে–রিয়াল মাদ্রিদ
রাত ১–৩০ মি., স্পোর্টজেডএক্স অ্যাপ