মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে ‘গোলাগুলি’: দুই মামলা, গ্রেপ্তার পাঁচজনের রিমান্ড চায় পুলিশ
Published: 21st, February 2025 GMT
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে যৌথ বাহিনীর সঙ্গে ‘গোলাগুলি’র ঘটনায় দুটি মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মোহাম্মদপুর থানায় হত্যা ও অস্ত্র আইনে মামলা দুটি হয়। উভয় মামলার বাদী পুলিশ। অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার পাঁচজনের রিমান্ড চেয়েছে পুলিশ।
গত বুধবার মধ্যরাতে চাঁদ উদ্যানে যৌথ বাহিনীর সঙ্গে ‘গোলাগুলি’র সময় দুই ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন জুম্মন (২৫) ও মিরাজ হোসেন (২৬)। এ সময় অস্ত্র-গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো.
পুলিশ ও যৌথ বাহিনী বলেছে, চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছিল। নিহত, গ্রেপ্তার ও পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আজ শুক্রবার মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, হত্যা মামলায় বলা হয়েছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যৌথ বাহিনী চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালায়। এ সময় একতলা একটি বাড়ির টিনের চালার ওপর থেকে সন্ত্রাসীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালান। আত্মরক্ষার্থে যৌথ বাহিনী পাল্টা গুলি চালায়। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে টিনের চালার ওপর থেকে জুম্মন ও মিরাজের মরদেহ উদ্ধার করা হয়।
অন্য মামলা প্রসঙ্গে ওসি ইফতেখার হাসান বলেন, চাঁদ উদ্যানের বাড়িটি থেকে একটি পিস্তল, চারটি গুলি, একটি চাপাতিসহ পাঁচজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান। এই ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আটক পাঁচজনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে। তাঁদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া পিস্তলউৎস: Prothomalo
কীওয়ার্ড: ম হ ম মদপ র
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড় এলাকায় যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ব্যানার নিয়ে মিছিল বের করেন আট থেকে দশজন যুবক। দুপুরের পর ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. দিদারুল আলম (৩৩), মো. আরিছ উদ্দিন (২৫), মো. শাহেদ (২৬), মোহাম্মদ জুয়েল (২৮) ও সুমন (২৫)।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, নগরের বহদ্দারহাট মোড়ে বৃহস্পতিবার সকালে একদল যুবলীগ কর্মী হঠাৎ মিছিল বের করে। পরে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিছিলে সরাসরি অংশগ্রহণকারী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ১১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মিছিলের ব্যানারে ঐতিহাসিক মুজিবনগর দিবসের কথা উল্লেখ করা হয়েছে। নগর যুবলীগ নেতা মোহাম্মদ হানিফের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিলের সামনে পাঞ্জাবি পরা এক তরুণ এটির নেতৃত্ব দিচ্ছেন।