Risingbd:
2025-04-29@03:06:19 GMT

কুমিল্লায় শহীদ মিনারে ভাঙচুর

Published: 21st, February 2025 GMT

কুমিল্লায় শহীদ মিনারে ভাঙচুর

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একটি কলেজের শহীদ মিনার ভেঙে ফেলেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার গুণবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে থাকা শহীদ মিনারটির তিনটি স্তম্ভের মধ্যে দুটি ভেঙে ফেলে তারা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। 

কলেজ সূত্রে জানা গেছে, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে শিক্ষকরা এবং পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কলেজ চত্বরে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাত সাড়ে ১২টার দিকে সবাই ক্যাম্পাস থেকে চলে যান। রাত ২টার দিকে বিকট শব্দ পেয়ে কলেজের নৈশপ্রহরী শহীদ মিনারের কাছে যান। তিনি দেখতে পান, শহীদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে দুটি ভেঙে ফেলেছে সন্ত্রাসীরা।

আরো পড়ুন:

গোপালগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ ৩ জনের নামে মামলা

বালু উত্তোলনের প্রতিবাদ করায় জেলেকে সাগরে নিক্ষেপ, আটক ৬

শুক্রবার দুপুরে গুণবতী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ বলেন, ‍“শহীদ মিনারে ফুল দেওয়ার পর আমরা চলে যাই। গভীর রাতে দুর্বৃত্তরা এ কাজ করেছে। পুলিশ ঘটনাস্থলে যায়। কারা ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না।”

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ক্যামেরা না থাকায় এখনই কারা শহীদ মিনার ভেঙেছে তা নিশ্চিত করা যাচ্ছে না। স্থানীয় লোকজন এ কাজের সঙ্গে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে।”

ঢাকা/রুবেল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

টিসিবির সম্মাননা পেল রূপালী ব্যাংক

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে অন্যতম সহায়তাকারী হিসেবে সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক। গত বুধবার রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে আয়োজিত ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রূপালী ব্যাংক।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছ থেকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মঈনউদ্দিন মাসুদ এবং টিসিবি ভবন করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. আবুল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী এবং টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

জানা যায়, টিসিবির খাদ্যপণ্য আমদানিতে অর্থায়ন করে থাকে রূপালী ব্যাংক। এ জন্য ব্যাংকটিকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ