তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়: ট্রাম্প
Published: 21st, February 2025 GMT
মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে সবাইকে তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, ট্রাম্প আশ্বস্ত করেছেন যে, তিনি ক্ষমতায় থাকলে এ যুদ্ধ ঠেকিয়ে দেবেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এফআইআই প্রায়োরিটি সামিটে বক্তৃতাকালে তিনি বলেছেন, “তৃতীয় বিশ্বযুদ্ধে কারো লাভ হবে না। কিন্তু, আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে খুব বেশি দূরে নেই।”
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এখন ক্ষমতায় থাকলে বিশ্বযুদ্ধ হতো বলেও মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।
বিশ্বের বিভিন্ন প্রান্তে যেসব যুদ্ধ চলছে, সেসব বন্ধ করার আশ্বাস দিয়েছেন দ্বিতীয় বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প। তিনি বলেছেন, “এসব অর্থহীন যুদ্ধ আমরা থামাতে চলেছি। আগামী দিনে অন্য যে কারো চেয়ে আমরা আরো শক্তিশালী হব। যদি যুদ্ধ হয়, তবে কেউ আমাদের কাছে ঘেঁষতে পারবে না।”
ঢাকা/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জিনদের আহার্য
মহানবী (সা.) একবার তার সাহাবি আবু হুরায়রা (রা.)-কে বললেন কিছু পাথর নিয়ে আসতে। তবে হাড় বা গোবর আনতে নিষেধ করলেন। আবু হুরায়রা (রা.) কাপড়ে করে কিছু পাথর এনে সেগুলো নবীজি (সা.)-এর পাশে রেখে চলে গেলেন। নবীজি (সা.) কাজ সেরে ফিরে আসার পর আবু হুরাইরা জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসুল, হাড় ও গোবরে সমস্যা কী? তিনি উত্তরে বললেন, সেগুলো জিনদের খাবার। নাসিবিন শহরে (সিরিয়া ও ইরাকের মধ্যে আলজাযিরার একটি নগরী) জিনদের একটি প্রতিনিধি দল এসেছিল। তারা সবাই খুব ভালো জিন। আমার কাছে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। তাই তারা যে হাড় বা গোবরের পাশ দিয়ে যাবে, তাতেই নিজেদের জন্য খাবার খুঁজে পাবে। (বুখারি, হাদিস: ৩,৫৭৮)
আরও পড়ুনইবলিস কি জিন নাকি ফেরেশতা১৬ মার্চ ২০২৫তাই কেউ যদি বিসমিল্লাহ বলে খাবার খায় এবং হাড় থেকে মাংস খাওয়ার পর নাপাক স্থানে না ফেলে, মুমিন জিনেরা সেই হাড় হাতে নিলে তাতে গোশত ফিরে আসবে। (তিরমিজি, হাদিস: ৩,২৫৮)
আর দুষ্ট জিন ও শয়তানরা খায় এমন খাবার, যাতে আল্লাহর নাম উচ্চারণ করা হয় না। যেসব খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, সেগুলো তারা ছুঁয়েও দেখে না।
গোবরে জিনদের পশুদের জন্য খাবার জমা হয়। তার মানে জিনদের পোষা প্রাণী আছে এবং তারা তাতে আরোহণ করে। রাসুল (সা.) বলেছেন, ‘গোবর বা হাড় নাপাকি পরিষ্কারের কাজে ব্যবহার করো না। কারণ এগুলো তোমাদের ভাই জিনদের খাবার।’ (তিরমিজি, হাদিস: ১৮)
আরও পড়ুনকোরআন শুনে একদল জিন ইসলাম ধর্ম গ্রহণ করেন০৬ আগস্ট ২০২৩