তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়: ট্রাম্প
Published: 21st, February 2025 GMT
মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে সবাইকে তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, ট্রাম্প আশ্বস্ত করেছেন যে, তিনি ক্ষমতায় থাকলে এ যুদ্ধ ঠেকিয়ে দেবেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এফআইআই প্রায়োরিটি সামিটে বক্তৃতাকালে তিনি বলেছেন, “তৃতীয় বিশ্বযুদ্ধে কারো লাভ হবে না। কিন্তু, আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে খুব বেশি দূরে নেই।”
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এখন ক্ষমতায় থাকলে বিশ্বযুদ্ধ হতো বলেও মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।
বিশ্বের বিভিন্ন প্রান্তে যেসব যুদ্ধ চলছে, সেসব বন্ধ করার আশ্বাস দিয়েছেন দ্বিতীয় বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প। তিনি বলেছেন, “এসব অর্থহীন যুদ্ধ আমরা থামাতে চলেছি। আগামী দিনে অন্য যে কারো চেয়ে আমরা আরো শক্তিশালী হব। যদি যুদ্ধ হয়, তবে কেউ আমাদের কাছে ঘেঁষতে পারবে না।”
ঢাকা/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মাসদাইরে মহানগর বিএনপির ঈদ সামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনতার মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। শনিবার (২৯ মার্চ) বিকেলে শহরের মাসদাইরে নারায়ণগঞ্জ সদর থানা কৃষক দলের সদস্য সচিব মো. রানা মুন্সীর সার্বিক সহযোগিতায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না।
সার্বিক তত্ত্বাবধানে সোহেল বেপারী, মিঠু আহমেদ, বাদশা, আল আমিন, মাসুদ, পারভেজ, বাবু, আলিফ, শহিদ প্রমুখ।