শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে ছুরিকাহত নাগরিক ঐক্যের আহ্বায়ক
Published: 21st, February 2025 GMT
বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলাম। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শিবগঞ্জ উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে কে কারা তাকে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বাম চোখের কোনে এবং কোমরে ছুরিকাঘাত করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
আহত নাগরিক ঐক্যের নেতা শহীদৃল ইসলাম বলেন, কে ছুরিকাঘাত করেছে তা ওই সময় বুঝতে পারিনি। তবে আমাদের দলের লোকেরা খোঁজ-খবর নিচ্ছে।
খবর পেয়ে রাতেই শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো.
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান শাহীন বলেন, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে তিনি ছুরিকাহত হন। এ ব্যাপারে আমাদের কাছে এখনও তিনি কারও নাম বলেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: শ বগঞ জ উপজ ল
এছাড়াও পড়ুন:
কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ-হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
তিন বছর আগে ঢাকা জেলার কেরানীগঞ্জে মারিয়া নামে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।
দণ্ডিতরা হলেন-কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া গ্রামের কামির উদ্দিনের ছেলে মো. সজিব, ফরিদপুরের ভাংগা উপজেলার খাঁকান্দা গ্রামের হাসমত আলীর ছেলে মো. রাকিব এবং শরীয়তপুরের পালং মডেল থানার মুসলিম মাতবরের ছেলে শাওন ওরফে ভ্যালকা শাওন।
এছাড়া, লাশ গুমের ঘটনায় তাদের প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড, ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে…
ঢাকা/মামুন/ইভা