বাংলাদেশের ঐতিহ্যবাহী কাপড় জামদানির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নারায়ণগঞ্জের ডেমরার নাম। উদ্যোক্তা ফারহানা মুনমুন ডেমরার মেয়ে। তাই জন্মসূত্রেই হয়তো জামদানির প্রতি তাঁর বিশেষ ভালোবাসা। আর এই ভালোবাসা থেকেই এখন তিনি পুরোদস্তুর জামদানি ব্যবসায়ী। তাঁর উদ্যোগের নাম ‘বেনে বৌ’। জামদানি শাড়ি থেকে শুরু করে এই কাপড়ের আপসাইক্লিং ও রিসাইক্লিং কাজ করে চলেছেন সমানতালে। দেশ-বিদেশের মানুষ তাঁর ক্রেতা।

যেভাবে শুরুজামদানি কাপড়ে তৈরি ব্যাগ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আমরা চাঁদাবাজি, অসততা, দখলদারি, দুঃশাসনের বিরুদ্ধে লড়ছি: জামায়াত আমির

ছবি. প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ