বিদেশিদের কাছেও যেভাবে জামদানি জনপ্রিয় করে তুলতে চান ফারহানা
Published: 21st, February 2025 GMT
বাংলাদেশের ঐতিহ্যবাহী কাপড় জামদানির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নারায়ণগঞ্জের ডেমরার নাম। উদ্যোক্তা ফারহানা মুনমুন ডেমরার মেয়ে। তাই জন্মসূত্রেই হয়তো জামদানির প্রতি তাঁর বিশেষ ভালোবাসা। আর এই ভালোবাসা থেকেই এখন তিনি পুরোদস্তুর জামদানি ব্যবসায়ী। তাঁর উদ্যোগের নাম ‘বেনে বৌ’। জামদানি শাড়ি থেকে শুরু করে এই কাপড়ের আপসাইক্লিং ও রিসাইক্লিং কাজ করে চলেছেন সমানতালে। দেশ-বিদেশের মানুষ তাঁর ক্রেতা।
যেভাবে শুরুজামদানি কাপড়ে তৈরি ব্যাগ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শাকসবজির পুষ্টি ভালো রাখার উপায়
রান্নার ঠিক আগে তাজা শাকসবজি বেছে নিয়ে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে তারপর কাটতে হবে। কাটা শাকসবজি পুনরায় ধোয়া বা পানিতে রাখা যাবে না।
পরিষ্কার ও ধারালো দা বা বঁটি দিয়ে যতটা সম্ভব টুকরা বড় বড় ও সমান সাইজ করে কাটতে হবে। টুকরা ছোট–বড় ও এবড়োখেবড়ো হলে পুষ্টি উপাদান বেশি নষ্ট হয়।
সবজি কাটার সময় যতটা সম্ভব খোসাসহ কাটতে হবে। কারণ, খোসার নিচেই বেশির ভাগ ভিটামিন থাকে। ছুরি বা বঁটি দিয়ে খোসা পুরু করে না কেটে ছিলে বা চেঁছে নিলে ভালো। এতে আঁশ পাবেন বেশি।
কাটার পর সঙ্গে সঙ্গে রান্না করতে হবে। যদি রান্না করতে দেরি হয়, তাহলে সবজিগুলো ঠান্ডা স্থানে ঢেকে রাখা উচিত।
ছোট মুখের গর্তযুক্ত পাত্রে শাকসবজি রান্না করা উচিত। ছড়ানো মুখের পাত্রে রান্না করলে বাতাসের অক্সিজেন সবজির সংস্পর্শে বেশি আসে, ফলে ভিটামিন বেশি নষ্ট হয়।
সেদ্ধ করার জন্য যতটুকু পানি প্রয়োজন, ঠিক ততটুকুই পানি ব্যবহার করতে হবে এবং প্রথমে পানি ফুটিয়ে নিয়ে তাতে সবজি ছাড়লে তাতে খাদ্য উপাদান জারিত হয়ে কম নষ্ট হয়।
আরও পড়ুনপেটের মেদ কমাতে সাহায্য করে যে ৭টি শাকসবজি০১ জুলাই ২০২৪শাকসবজির সেদ্ধ করা পানি কোনোমতেই ফেলা উচিত নয়