টিভির পাশাপাশি ইউটিউবের জন্য নিয়মিত নির্মিত হচ্ছে একক নাটক। এসব নাটক ইউটিউবে মুক্তি পেলেও দারুণ দর্শকপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েক দিনে ইউটিউবে অনেক নাটকই প্রকাশিত হয়েছে। তার মধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশ অংশের শীর্ষে জায়গা করে নিয়েছে তিনটি একক নাটক।

ট্রেন্ডিংয়ের তালিকার শীর্ষে রয়েছে ‘মন দুয়ারী’। জাকারিয়া সৌখিনের চিত্রনাট্য ও পরিচালনায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি সিএমভির ইউটিউবে মুক্তি পায় এটি।

যুক্তরাষ্ট্র প্রবাসী অপূর্ব হঠাৎ বাংলাদেশে ফিরে দাদিকে দূর দেশে নিয়ে যেতে চান। কিন্তু পারিবারিক বন্ধন ছেড়ে দাদি দিলারা জামান যেতে চান না। বাধা হয়ে দাঁড়ায় কাজিন নাজনীন নিহাসহ পরিবারের অন্য সদস্যরাও। এমন গল্প নিয়ে নির্মিত নাটকটি দুই দিনে ইউটিউবে প্রায় ৫৭ লাখবার দেখা হয়েছে। দর্শকরাও ভূয়সী প্রশংসা করছেন।

আরো পড়ুন:

চলচ্চিত্রের ইতিহাসে নাবিলাকে কেউ অগ্রাহ্য করতে পারবে না: জয়

মা হচ্ছেন স্বাগতা, প্রকাশ্যে বেবি বাম্পের ছবি

ট্রেন্ডিংয়ের দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘গুন্ডা’ নাটক। পরিচালনার পাশাপাশি নাটকটির চিত্রনাট্যও রচনা করেছেন জোবায়ের ইবনে বকর। প্রধান চরিত্র রূপায়ন করেছেন নিলয় আলমগীর। তা ছাড়াও অভিনয় করেছেন— আয়শা খান, রকি খান, আশরাফুল আলম সোহাগ, রাখি চৌধুরী, জাহিদ ইসলাম, তাইজুল ইসলাম প্রমুখ। গত ১৬ ফেব্রুয়ারি এনএএফ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি। এ পর্যন্ত নাটকটির ভিউ হয়েছে ৫৫ লাখের বেশি। তবে নাটকটি নিয়ে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।  

এ তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ‘মনেরই রঙে রাঙিয়ে’। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এটি নির্মাণ করেন কে এম সোহাগ রানা। এ নাটকে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সংগীতশিল্পী পড়শী ও তৌসিফ মাহবুব। নাটকটিতে আরো অভিনয় করছেন— এমএনইউ রাজু, মাহমুদুল ইসলাম মিঠু, সাদনিমা প্রমুখ। রোমান্টিক গল্পের নাটকটি গত ১৬ ফেব্রুয়ারি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এ পর্যন্ত নাটকটি প্রায় ৩২ লাখবার দেখা হয়েছে। ভক্তরাও পড়শী-তৌসিফ জুটিকে দেশে প্রশংসা করছেন।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক কর ছ ন ন টকট করছ ন

এছাড়াও পড়ুন:

৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভা 

ফতুল্লার হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় ৫০ বছরে পদার্পণ উপলক্ষ্যে সুবর্ন জয়ন্তী উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় বিদ্যালয়ের হল রুমে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে সভাটি অনুষ্ঠিত হয়।  

এ সময় আগামী ২০২৬ সালে বিদ্যালয়টির ৫০ বছর পূর্তি উদযাপনে ৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

ফতুল্লার হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় নারায়ণগঞ্জের একটি স্বনামধন্য বিদ্যাপিঠ। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষাদানে ব্যাপক ভুমিকা রেখে আসছে। ১৯৭৬ সালে এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠা করা হয় বিদ্যালয়টি।

বর্তমানে বিদ্যালয়ে ৩ হাজারের অধিক শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছেন। ২০০২৫ সালে হহিরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি হবে।  

এ উপলক্ষ্যে গতকাল বেলা ১১ টায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ আলোচনা সভার আহ্বান করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান লিটনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ লুৎফুন্নেছাসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীও উপস্থিত ছিলেন।

সভায় বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনের বিষয়ে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শতাধিক শিক্ষার্থী করনীয় বিষয়ে তাদের মতামত প্রকাশ করেন। সর্বশেষে সুবর্ন জয়ন্তী উদযাপনে হাবিবুর রহমান লিটনকে আহ্বায়ক ও দিলীপ কুমার মন্ডলকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি সর্ব সম্মতিক্রমে ঘোষণা করা হয়।

আহ্বায়ক কমিটি পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি করে রজত জয়ন্তীর ব্যাপারে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানানো হয়।  
 

সম্পর্কিত নিবন্ধ

  • দেড় দশক পর গৌরনদীতে ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবকে নিয়ে অনুষ্ঠান
  • চাঁদাবাজি কেন সহ্য করব, প্রতিরোধ গড়ে তুলতে হবে: জামায়াত আমির
  • আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই: জামায়াত আমির
  • শহীদ দিবসের ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ
  • রিয়াদে মহান শহীদ দিবস পালিত
  • সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলা শুরু মঙ্গলবার
  • শহীদদের প্রতি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা
  • প্রভাতফেরীর মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা
  • ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভা