সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও মাইক্রোবাসের যাত্রীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ সময় একটি বাস ও দুইটি মাইক্রোবাস ভাঙচুর করেন যাত্রীরা।

আজ শুক্রবার সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ডের সুলতানা মন্দির নামক স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বাস ও একটি মাইক্রোবাস জব্দ করে। অপর মাইক্রোবাসটি পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে হঠাৎ বাসটি সামনে চলে আসে। এ সময় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে মাইক্রোবাসটির। এ ঘটনার জেরে ওই মাইক্রোবাসে থাকা যাত্রীরা লাঠিসোঁটা নিয়ে বাসটিতে ভাঙচুর চালান। সঙ্গে যোগ দেন আরও একটি মাইক্রোবাসের যাত্রীরা। এর প্রতিবাদে বাসের যাত্রীরাও গাড়ি থেকে নেমে ভাঙচুর করেন মাইক্রোবাস দুটি।

বাসের যাত্রী নাসরিন সুলতানা জানান, তিনি মেয়েকে নিয়ে রংপুর থেকে কক্সবাজার যাচ্ছিলেন। মেয়েটি তখন কোলে ঘুমাচ্ছিল। এ সময় দুটি মাইক্রোবাস থেকে কিছু তরুণ নেমে বাসের জানালায় লাঠি দিয়ে আঘাত করতে থাকে। ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন তারা। ক্ষোভ জানিয়ে তিনি বলেন, বাসের চালক কোনো অন্যায় করলে পুলিশের হাতে তুলে দিত। যাত্রীদের কেন বিপদে ফেললেন তারা?

কালো মাইক্রোবাসে থাকা এক তরুণ বলেন, আমরা বাস ভাঙচুর করেননি। সাদা রঙের যে মাইক্রোবাস পালিয়ে গেছে, মূলত গন্ডগোল তাদের সঙ্গে। সেখানে থাকা যাত্রীরা বাসটি ভাঙচুর করেছেন।

বার আউলিয়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল বাতেন বলেন, ওভারটেক করা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। দুটি গাড়ির যাত্রীরা পাল্টাপাল্টি ভাঙচুর চালিয়েছেন। তারা যদি বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করতে না পারেন, তাহলে গাড়ি দুটিকে হাইওয়ে থানায় নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

এমএলএসে সবচেয়ে দামি নন মেসিরা, শীর্ষে কারা

মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুমের প্রথম দিনেই মাঠে নামছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এর আগে কানসাসের চিলড্রেনস মার্সি পার্কে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বছরের প্রথম ম্যাচ খেলতে নেমে আলোচনায় এসেছেন মেসি।

কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচটিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গোল করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এদিকে আজ থেকে মেসিরা শুরু করেছে এমএলএসের লড়াইও।

গত মৌসুমে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে সাপোর্টাস শিল্ড জিতেছিল মেসির মায়ামি, কিন্তু জেতা হয়নি এমএলএস কাপের শিরোপা। এবার সেই অধরা শিরোপায় চোখ রেখেই নতুন মৌসুম শুরু করেছে দলটি।

আরও পড়ুনমাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মেসির গোলে জিতল মায়ামি২০ ফেব্রুয়ারি ২০২৫

এর মধ্যে এমএলএসের নতুন মৌসুম শুরুর প্রাক্কালে এই লিগের সবচেয়ে দামি দলের নাম সামনে এসেছে ফোর্বস। তবে দামের এ তালিকায় শীর্ষে উঠতে ব্যর্থ হয়েছে মেসির মায়ামি। সবচেয়ে দামি স্কোয়াড বিবেচনায় সবার ওপরে জায়গা করে নিয়েছে লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাব (এলএএফসি)। ফোর্বসের প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, এলএএফসির মূল্য ১২৫ কোটি ডলার। ক্লাবটির দাম আগের বছরের চেয়ে ৪ শতাংশ বেড়েছে। পাশাপাশি এই দাম লিগের ২৯ দলের মূল্যের গড়ের চেয়ে ৬৯ কোটি ডলার বেশি।

এমএলএসে সবচেয়ে দামি দল এলএএফসি

সম্পর্কিত নিবন্ধ