ঢাকার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে শহীদ মিনারে ভাষাশহীদদের ফুলেল শ্রদ্ধা জানানোর মাধ্যমে শুরু হয়েছে ‘বর্ণমেলা’। আজ শুক্রবার সকাল ৯টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘বর্ণমেলা’র উদ্বোধন করা হলো।

উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। মাঠে-স্টলে যে যেখানে ছিলেন সেখান থেকেই কণ্ঠ মেলাচ্ছিলেন। এরপর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান শুরু হলে খালি পায়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় শিশুদের হাতে ছিল রজনীগন্ধা, আর কণ্ঠে ছিল গান। খালি পায়ে ধীরলয়ে তারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

ফুল দিয়ে শ্রদ্ধা জানান অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর, অভিনেত্রী সাবিলা নূর, শিল্পী আনিসুজ্জামান সোহেল, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ ও ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং জেসমিন জামান প্রমুখ।

বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই আয়োজন। বাংলা বর্ণমালা, ভাষা ও ভাষাগত ঐতিহ্যের পাশাপাশি এ-সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রদর্শিত হচ্ছে এ মেলায়।

প্রথম আলোর আয়োজনে এই বর্ণমেলায় সহযোগিতা করছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল বেবি। সহযোগিতা করছে সেপনিল, সুপারমম ও প্রচার সহযোগী এটিএন বাংলা।

এবারও মেলায় শিশু-কিশোরদের জন্য থাকছে কিছু প্রতিযোগিতা। দশম শ্রেণি পর্যন্ত যেকোনো শিক্ষার্থী অংশ নিতে পারবে এ প্রতিযোগিতায়। আছে দুরন্ত শৈশবের বর্ণাঙ্কন (ছবি আঁকা) ও বর্ণলিখন (সুন্দর হাতে লেখা) প্রতিযোগিতা। দুরন্ত শৈশবের বর্ণাঙ্কন প্রতিযোগিতা শুরু হয় উদ্বোধনের পর। হাতের লেখা প্রতিযোগিতা হয় সকাল ১০টায়।

হাতে রজনীগন্ধা নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে শিশুরা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

টপ টেন মার্টের ঈদ আয়োজন

লাইফস্টাইল ব্র্যান্ড এবং ফ্যামিলি শপিংয়ের অন্যতম প্রতিষ্ঠান টপ টেন মার্ট এই ঈদে নিয়ে এসেছে নতুন ও আধুনিক ডিজাইনের পোশাক ও জুতার বিশাল সমাহার। যা স্টোর ও অনলাইনে পাওয়া যাচ্ছে।

টপ টেন মার্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হোসেন বলেন, ‘নিয়মিত আমাদের প্রোডাক্টে নতুনত্ব আনা ও প্রডাক্টের মান উন্নয়ন করা এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা আমরা বরাবরই করি।’

ঈদে টপ মার্টে পাওয়া যাচ্ছে সব বয়সের নারী পুরুষের জন্য দেশি বিদেশি ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, প্যান্ট, কাবলি, শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, টপস ও বোরকা ইত্যাদি। টপ টেন মার্ট-এ আরও রয়েছে বাহারি ও আকর্ষণীয় ডিজাইনের জুতার বিশাল কালেকশন, লেডিস ব্যাগ, পার্স, ট্রলি ব্যাগ, জায়নামাজ, টুপি, আতর। ছোট সোনামণিদের জন্য থাকছে শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, প্যান্ট, ফ্রক, পার্টি ড্রেস ইত্যাদি।

একই সঙ্গে নিজের পছন্দ মতো শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, স্যুট ইত্যাদি বানিয়ে নেওয়ায় জন্য বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের থান কাপড় ও টেইলারিং সুবিধাও টপ টেন-এ আছে।

সম্পর্কিত নিবন্ধ