বার্সেলোনায় এখনো দেদারসে বিক্রি হচ্ছে মেসির জার্সি
Published: 21st, February 2025 GMT
লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন প্রায় সাড়ে তিন বছর আগে। পিএসজি ঘুরে এখন খেলেন ইন্টার মায়ামিতে। এমন অবস্থায় মেসির অফিশিয়াল জার্সি বিক্রির সুযোগ নেই বার্সেলোনার। তবু বার্সায় দেদারসে বিক্রি হচ্ছে মেসির জার্সি। সেটাও এত বেশি যে, বার্সেলোনার বর্তমান দলের খেলোয়াড়দের মধ্যে মাত্র দুজন তার চেয়ে এগিয়ে।
মেসি ভিন্ন ক্লাবের বলে বার্সেলোনায় তাঁর নামাঙ্কিত কোনো পণ্য বিক্রি হয় না। তবে সমর্থকেরা তো মেসিকে বার্সেলোনার একজন হিসেবেই অনুভব করতে ভালোবাসেন। উৎসাহী মেসি ও বার্সা ভক্তরা বার্সেলোনা স্টোরে এলে নাম-নম্বরবিহীন জার্সি কিনে নেন। তারপর সেখানেই লিখিয়ে নেন মেসির নাম ও জার্সি নম্বর। অথচ, যে মৌসুমের জার্সিটি তারা কিনছেন, সেটি আদৌ মেসি পরেনইনি।
বার্সায় মেসির জার্সির বিক্রির এই চিত্র তুলে ধরেছেন স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএসের সাংবাদিক হ্যাভিয়ের মিগুয়েল। এএসের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে মেসি বার্সা ছেড়ে গেলেও ক্লাবটিতে জার্সি বিক্রিতে এখনো দাপট দেখাচ্ছেন মেসি। ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনায় মেসির আইকনিক ১০ নম্বর জার্সিটি এখন পর্যন্ত দলটির তৃতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া জার্সি।
আরও পড়ুনইয়ামাল যেভাবে ‘মেসি ২.০’ ১৭ জানুয়ারি ২০২৫
মিগুয়েলের দেওয়া তথ্য মতে, এই মুহূর্তে মেসির চেয়ে বেশি জার্সি বিক্রি হয় শুধু লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানডফস্কির। এরই মধ্যে বিশ্ব ফুটবলে হইচই ফেলে দেওয়া ইয়ামালকে দেখা হচ্ছে বার্সেলোনার ভবিষ্যৎ হিসেবে, যিনি মেসির স্মৃতি ফিরিয়ে এনেছেন বারবার। আর লেভানডফস্কি বার্সেলোনার আক্রমণভাগের মূল খেলোয়াড়।
বার্সায় সবচেয়ে বেশি বিক্রি হয় ইয়ামাল ও লেভানডফস্কির জার্সিউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বার্সেলোনায় এখনো দেদারসে বিক্রি হচ্ছে মেসির জার্সি
লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন প্রায় সাড়ে তিন বছর আগে। পিএসজি ঘুরে এখন খেলেন ইন্টার মায়ামিতে। এমন অবস্থায় মেসির অফিশিয়াল জার্সি বিক্রির সুযোগ নেই বার্সেলোনার। তবু বার্সায় দেদারসে বিক্রি হচ্ছে মেসির জার্সি। সেটাও এত বেশি যে, বার্সেলোনার বর্তমান দলের খেলোয়াড়দের মধ্যে মাত্র দুজন তার চেয়ে এগিয়ে।
মেসি ভিন্ন ক্লাবের বলে বার্সেলোনায় তাঁর নামাঙ্কিত কোনো পণ্য বিক্রি হয় না। তবে সমর্থকেরা তো মেসিকে বার্সেলোনার একজন হিসেবেই অনুভব করতে ভালোবাসেন। উৎসাহী মেসি ও বার্সা ভক্তরা বার্সেলোনা স্টোরে এলে নাম-নম্বরবিহীন জার্সি কিনে নেন। তারপর সেখানেই লিখিয়ে নেন মেসির নাম ও জার্সি নম্বর। অথচ, যে মৌসুমের জার্সিটি তারা কিনছেন, সেটি আদৌ মেসি পরেনইনি।
বার্সায় মেসির জার্সির বিক্রির এই চিত্র তুলে ধরেছেন স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএসের সাংবাদিক হ্যাভিয়ের মিগুয়েল। এএসের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে মেসি বার্সা ছেড়ে গেলেও ক্লাবটিতে জার্সি বিক্রিতে এখনো দাপট দেখাচ্ছেন মেসি। ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনায় মেসির আইকনিক ১০ নম্বর জার্সিটি এখন পর্যন্ত দলটির তৃতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া জার্সি।
আরও পড়ুনইয়ামাল যেভাবে ‘মেসি ২.০’ ১৭ জানুয়ারি ২০২৫মিগুয়েলের দেওয়া তথ্য মতে, এই মুহূর্তে মেসির চেয়ে বেশি জার্সি বিক্রি হয় শুধু লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানডফস্কির। এরই মধ্যে বিশ্ব ফুটবলে হইচই ফেলে দেওয়া ইয়ামালকে দেখা হচ্ছে বার্সেলোনার ভবিষ্যৎ হিসেবে, যিনি মেসির স্মৃতি ফিরিয়ে এনেছেন বারবার। আর লেভানডফস্কি বার্সেলোনার আক্রমণভাগের মূল খেলোয়াড়।
বার্সায় সবচেয়ে বেশি বিক্রি হয় ইয়ামাল ও লেভানডফস্কির জার্সি