সবচেয়ে ব্যবসাসফল ১০ সিনেমা কোনগুলো
Published: 21st, February 2025 GMT
প্রতিবছর সারা দুনিয়ায় নানা ধরনের সিনেমা হয়। তবে সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তালিকা ঘাঁটতে বসলে সেরা দশে ফ্যান্টাসি আর সুপারহিরো সিনেমার প্রাধান্য। এর মধ্যে একজন নির্মাতাকে চাইলে আপনি জাদুকরও বলতে পারেন। কারণ, সবচেয়ে বেশি ব্যবসাসফল ১০ সিনেমার তালিকার তাঁর পরিচালিত সিনেমাই তিনটি! দেখে নেওয়া যাক সবচেয়ে বেশি ব্যবসা করা ১০ সিনেমা কোনগুলো।
‘দ্য লায়ন কিং’
২০১৯ সালে মুক্তি পাওয়া অ্যানিমেশন সিনেমাটি আছে তালিকার দশে। জন ফ্যাভেরু পরিচালিত এ সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তি পাওয়া একই নামের সিনেমার রিমেক। ২০১৬ সালে ডিজনির আরেকটি রিমেক ‘দ্য জঙ্গল বুক’ বিপুল ব্যবসা করে, সে সাফল্যের হাত ধরেই তৈরি হয় এ সিনেমা। তবে মুক্তির আগে কম মানুষই অনুমান করেছিলেন সিনেমাটি এতটা ব্যবসা করবে। ২৫০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি বক্স অফিসে ১ দশমিক ৬৫৭ বিলিয়ন ডলার আয় করে! গ্র্যাফিকস, আবহ সংগীত, গল্পে আবেগের ছোঁয়া মিলিয়ে সিনেমাটি চলচ্চিত্রপ্রেমীদের মনে জায়গা করে নেয়।
২৫০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি বক্স অফিসে ১ দশমিক ৬৫৭ বিলিয়ন ডলার আয় করে!.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে ভারতের জাতীয় সঙ্গীত, আইসিসির কাছে ব্যাখ্যা চাইলো পিসিবি
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে ‘বি’ গ্রুপে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি, ২০২৫) মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরুর আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত বাজানোর কথা থাকলেও হঠাৎ সেখানে বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত।
ঘটনাটি ঘটে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত বাজানোর পরে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজানোর সময়। সে সময় হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত। তাতে উপস্থিত দর্শক-সমর্থকরা যারপরনাই বিস্মিত হয়।
এই ঘটনায় আইসিসিকে দোষী সাব্যস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাশাপাশি তারা আইসিসির কাছে এর ব্যাখ্যাও চেয়েছে।
আরো পড়ুন:
অস্ট্রেলিয়ার কাছে রেকর্ড রানও নিরাপদ নয়!
সাকিবসহ ১০৪ ক্রিকেটারের দলবদল সম্পন্ন, আগামীকাল করবেন তামিম
আইসিসির একটি সূত্র নিশ্চিত করেছে যে, এই বিষয়ে পিসিবি আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে। সেখানে তারা এমন একটি ঘটনা ঠিক কিভাবে ঘটলো সেটা বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে।
সূত্রটি বলেছে, ‘‘পিসিবি এটা জানতে চেয়েছে যে, এই ঘটনায় আইসিসির উচিত ব্যাখ্যা দেওয়া ও বিষয়টি পরিস্কার করা। যেহেতু চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের লোক জাতীয় সঙ্গীত নির্ধারণ ও বাজানোর দায়িত্বে রয়েছে। যেহেতু ভারত পাকিস্তানের মাটিতে খেলছে না সেহেতু কিভাবে তাদের জাতীয় সঙ্গীত বাজানো হয়! এটা মেনে নেওয়া কঠিন। ভুলক্রমে হলেও তারা এটা বুঝতে ও মানতে পারছে না।’’
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে সবগুলো দেশ পাকিস্তানে আসতে রাজি হলেও ভারত হয়নি। তাইতো আইসিসি বাধ্য হয়ে হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আয়োজন করছে।
দুবাইতে বাংলাদেশের বিপক্ষে ভারত প্রথম ম্যাচ খেলে। সেই ম্যাচেও একটি ঝামেলা করে আইসিসি। সেখানে সরাসরি সম্প্রচারের সময় চ্যাম্পিয়নস ট্রফির লোগোর নিচে পাকিস্তানের নাম দেখানো হয়নি। সেটা নিয়েও আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে পিসিবি।
রোববার বিকেলে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তানের ব্যাটসম্যানরা ব্যাটে-বলে দারুণ জবাব দিতে পারেন কিনা ভারত ও আইসিসিকে সেটাই দেখার বিষয়।
ঢাকা/আমিনুল