কমিউনিটি ব্যাংকের সঙ্গে পুনাকের ক্রেডিট কার্ডসংক্রান্ত চুক্তি
Published: 21st, February 2025 GMT
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাকের সঙ্গে ক্রেডিট কার্ডের সুবিধাপ্রাপ্ত অফার এবং পরিষেবাসংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে পুনাকের সভানেত্রী আফরোজা হেলেন এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো.
অনু্ষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুনাকের সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা, যুগ্ম সাধারণ সম্পাদিকা ওয়াহিদা ওয়াহাবসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
আয়োজকরা বলেন, চুক্তি অনুযায়ী এখন থেকে কমিউনিটি ব্যাংকের গ্রাহকেরা সকল পণ্যে ১০ শতাংশ ক্যাশব্যাক, প্রতি বিলিং সাইকেলে সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক পাবেন।
ঢাকা/সুমন/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জ্বালানি তেলের দাম মার্চে বাড়বে না
বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে জ্বালানি বিভাগ। তবে মার্চ মাসে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।
শনিবার (০১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান মূল্য কাঠামো বজায় রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্চ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের জন্য বিদ্যমান মূল্য কাঠামো রাখা হয়েছে, দাম বাড়ানো হয়নি। ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রল ১২২ টাকায় বিক্রি হবে। এই দামে গত ফেব্রুয়ারিতেও জ্বালানি তেল বিক্রি হয়েছে।
গত মাসে (ফেব্রুয়ারি) পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম আগের মাসের (জানুয়ারি) তুলনায় লিটারে এক টাকা বেড়েছিল। গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।
ঢাকা/এনএইচ