মাকে চিকিৎসক দেখিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন মাহমুদা আক্তার। এ সময় নিজের হাতব্যাগটি রাখেন অটোরিকশায় যাত্রী বসার আসনের পেছনে থাকা মালামাল রাখার স্থানে। কিছুদূর এগোতেই পাশে থাকা আরেকটি অটোরিকশার চালকের ডাক শুনতে পান। ব্যাগ নিয়ে গেল, ব্যাগ নিয়ে গেল—ডাক শুনেই মাহমুদা দেখেন তাঁর পেছনে রাখা হাতব্যাগটি নেই। অটোরিকশার পেছনের ত্রিপল কেটে চুরি করা হয়েছে তাঁর হাতব্যাগটি।

গত বুধবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার সিরাজউদ্দৌলা সড়কে এ ঘটনা ঘটে। তবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এ ঘটনায় চকবাজার থানায় মামলা করা হয়।

মাহমুদা আক্তার দেওয়ান বাজার এলাকার জাজেস কমপ্লেক্সের বাসিন্দা। এ ঘটনায় তাঁর ভাই মো.

সেলিম রেজা বাদী হয়ে মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়, নগরের জিইসি এলাকা থেকে অটোরিকশায় বাসায় ফিরছিলেন। সিরাজউদ্দৌলা সড়কের এমডিসি কলেজ স্কয়ারের বিপরীতে পৌঁছার পর দেখতে পান চলন্ত অটোরিকশার পেছনের পর্দা (ত্রিপল) কেটে মাহমুদার হাতব্যাগটি চুরি করা হয়েছে। ব্যাগটিতে দুটি মুঠোফোন, তিনটি সোনার কানের দুল ও আট হাজার টাকা ছিল।

জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, চলন্ত অটোরিকশার ত্রিপল কেটে ব্যাগ চুরির ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বৈচিত্র্যের সুরে শেষ হলো দুই দিনের বিচ ফেস্টিভ্যাল

কক্সবাজার সৈকতে শেষ হলো ২১ জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে দুই দিনের বিচ ফেস্টিভ্যাল। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় শুরু হয় সমাপনী দিনের পরিবেশনা। ঐতিহ্যবাহী পোশাকে সেজে নৃত্য-গান পরিবেশন করেন চাকমা, মারমা, ম্রো, ত্রিপুরা, লুসাই, খুমি, বম, খেয়াং, চাক, পাংখোয়া, তঞ্চঙ্গ্যা, মণিপুরি, বাঙালি, সাঁওতাল, মাহালি, ওঁরাও, মাল পাহাড়িয়া, গারো, হাজং, কোচ, রাখাইনসহ ২১টি সম্প্রদায়ের শিল্পীরা। সৈকত ভ্রমণে আসা কয়েক হাজার পর্যটক তরুণ-তরুণীদের নৃত্য-গান উপভোগ করেন।

গতকাল সমাপনী দিনের অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে ‘একুশের গান’ পরিবেশন করেন শিল্পীরা। এরপর মারমা শিল্পীরা ময়ূর ও পাখা নৃত্য পরিবেশন করেন। ঐতিহ্যবাহী জুম নৃত্য পরিবেশন করেন চাকমা শিল্পীরা। চলে ত্রিপুরা, লুসাই, ম্রো, খুমি, বম সম্প্রদায়ের শিল্পীদের গান ও নৃত্য।

‘বহুভাষিক উৎসব-২০২৫’ শীর্ষক দুই দিনব্যাপী বিচ ফেস্টিভ্যালের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল। গতকাল শুক্রবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।

ত্রিপুরা তরুণীদের প্রদীপ নৃত্য দেখে মুগ্ধ রাজশাহী থেকে সৈকত ভ্রমণে আসা পর্যটক কামরুল ইসলাম (৪৫) বলেন, বিশাল সমুদ্রের তীরে পাহাড়ি জনগোষ্ঠীর সম্মিলন দারুণ উপভোগ্য হচ্ছে। সারা দেশে ছড়িয়ে–ছিটিয়ে থাকা ২১টি জাতিগোষ্ঠীর শিল্পীদের সৈকতে নিয়ে এসে নিজেদের ভাষার মর্ম জাতির সামনে তুলে ধরার এই আয়োজন যথার্থ হয়েছে। এ ধরনের আয়োজন পর্যটনের বিকাশ ঘটাবে।

কক্সবাজার সৈকতে বিচ ফেস্টিভ্যালে মারমা তরুণীদের নাচ পরিবেশনা। আজ রাতে

সম্পর্কিত নিবন্ধ