মাকে চিকিৎসক দেখিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন মাহমুদা আক্তার। এ সময় নিজের হাতব্যাগটি রাখেন অটোরিকশায় যাত্রী বসার আসনের পেছনে থাকা মালামাল রাখার স্থানে। কিছুদূর এগোতেই পাশে থাকা আরেকটি অটোরিকশার চালকের ডাক শুনতে পান। ব্যাগ নিয়ে গেল, ব্যাগ নিয়ে গেল—ডাক শুনেই মাহমুদা দেখেন তাঁর পেছনে রাখা হাতব্যাগটি নেই। অটোরিকশার পেছনের ত্রিপল কেটে চুরি করা হয়েছে তাঁর হাতব্যাগটি।

গত বুধবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার সিরাজউদ্দৌলা সড়কে এ ঘটনা ঘটে। তবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এ ঘটনায় চকবাজার থানায় মামলা করা হয়।

মাহমুদা আক্তার দেওয়ান বাজার এলাকার জাজেস কমপ্লেক্সের বাসিন্দা। এ ঘটনায় তাঁর ভাই মো.

সেলিম রেজা বাদী হয়ে মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়, নগরের জিইসি এলাকা থেকে অটোরিকশায় বাসায় ফিরছিলেন। সিরাজউদ্দৌলা সড়কের এমডিসি কলেজ স্কয়ারের বিপরীতে পৌঁছার পর দেখতে পান চলন্ত অটোরিকশার পেছনের পর্দা (ত্রিপল) কেটে মাহমুদার হাতব্যাগটি চুরি করা হয়েছে। ব্যাগটিতে দুটি মুঠোফোন, তিনটি সোনার কানের দুল ও আট হাজার টাকা ছিল।

জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, চলন্ত অটোরিকশার ত্রিপল কেটে ব্যাগ চুরির ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পঞ্চগড়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের বাড়ির একটি ঘরে আগুন

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের গ্রামের বাড়ির একটি ঘর আগুনে পুড়ে গেছে। টিনশেডের ওই ঘরে ধানের খড় রাখা হতো। তবে, মূল বাড়ির কোনো ক্ষতি হয়নি।

সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বোদা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাতখামার এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ৩০ ফিট দৈর্ঘ্য ও ১০ ফিট প্রস্থের টিনশেডের ঘরটিতে খড় ও খড়ি রাখা ছিল। তবে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরো পড়ুন:

আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাসে আগুন

সাদ্দাম হোসেনের মা আনোয়ারা বেগম বলেন, ‘‘মধ্যরাতে কে বা কারা আমাদের খড়ের ঘরে আগুন দিয়েছে। প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে ডাক-চিৎকার করে। এসময় আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বোদা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম বলেন, ‘‘অগ্নিকাণ্ডে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।’’

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সরকার বলেন, ‘‘এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’’

এর আগে, গত বছরের ৫ আগস্ট সাদ্দাম হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতা। সে সময় তাদের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

ঢাকা/নাঈম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ