একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদেরকে স্মরণ করলো নারায়ণগঞ্জবাসী। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনসহ সর্বস্তরের সাধারন মানুষ।

২১ ফেব্রুয়ারী দিনগত রাত রাত ১২টা ১ মিনিটের পর থেকেই শ্রদ্ধা নিবেদন শুরু হয়। একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এরপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সরকারি প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার।

পরবর্তীতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন উপলক্ষ্যে বিকেলের পর থেকেই নারায়াণগঞ্জ শহীদ মিনারের আশপাশ এলাকায় জলকামান ফায়ার সার্ভিস সহ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

একুশের প্রথম প্রহরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠন ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার শিকারের অভিযোগ দিতি–সোহেল চৌধুরীর মেয়ে লামিয়ার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী দিতি ও সোহেল চৌধুরী কন্যা লামিয়া চৌধুরী। আজ শনিবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটেছে। পৈতৃক সম্পত্তিতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন।

এদিকে হামলার ঘটনার সময় লামিয়া চৌধুরী তাঁর ফেসবুক থেকে লাইভ করেছেন। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন লোক উত্তেজিত হয়ে তেড়ে আসছেন লামিয়া ও তাঁর নিকটাত্মীয়দের দিকে। লামিয়া জানালেন, সন্ত্রাসীরা তাঁদের গাড়ি লক্ষ্য করে ইট ছুড়েছে। গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে।

মেয়ে লামিয়া চৌধুরীর সঙ্গে দিতি,

সম্পর্কিত নিবন্ধ

  • ভাষা দিবসে এক্স-ক্যাডেট এসো: নারায়ণগঞ্জ ইউনিটির শ্রদ্ধাঞ্জলী
  • সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার চেষ্টা, এলাকাবাসীর হস্তক্ষেপে পন্ড
  • সোনারগাঁয়ে চিত্র নায়িকা দিতির মেয়ে সন্ত্রাসী হামলার শিকার
  • ওরা আমার পা ভেঙে ফেলেছে, অভিযোগ দিতি-সোহেল চৌধুরীর মেয়ের
  • নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার শিকারের অভিযোগ দিতি–সোহেল চৌধুরীর মেয়ে লামিয়ার
  • মাতৃভাষা  দিবস উপলক্ষে  ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ’র শ্রদ্ধাঞ্জলি
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভা
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী আলোচনা সভা
  • ভাষা শহীদদের প্রতি না’গঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন