ইসরায়েলে পর পর তিনটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী তেল আবিব শহরতলির দুটি এলাকায় এই ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। খবর আনাদোলু এজেন্সির।
প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তেল আবিব শহরতলির ব্যাট ইয়াম ও হোলোনের পার্কিং লটে তিনটি খালি বাসে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে। পুলিশের বরাত দিয়ে ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনা তদন্ত করা হচ্ছে।
পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণস্থলে বিপুল সংখ্যক অফিসার মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজনদের খোঁজে তারা তল্লাশি চালাচ্ছে। বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পরীক্ষা-নিরীক্ষা করছেন যাতে সেখানে কোনো অতিরিক্ত বিস্ফোরক ডিভাইস বা সন্দেহজনক বস্তুর উপস্থিত না থাকে।
ইয়েদিওথ আহরোনোথের খবর বলছে, বিস্ফোরণের পর বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাট ইয়ামের সমস্ত হালকা রেল লাইনে চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ইসরায়েলজুড়ে বাস চালকদেরও তাদের গাড়ি থামাতে এবং সন্দেহজনক বস্তুর খোঁজে তল্লাশি করার নির্দেশও দেওয়া হয়েছে।
হোলোন ও ব্যাট ইয়ামে বাসের সাথে সংযুক্ত দুটি অবিস্ফোরিত ডিভাইসও খুঁজে পেয়েছে পুলিশ, এমন খবর জানিয়েছে ইয়েদিওথ আহরোনোথ। ইসরায়েলি আর্মি জানিয়েছে, ব্যাট ইয়ামে পাওয়া ডিভাইসগুলোর একটিতে অধিকৃত পশ্চিম তীরের ‘তুলকারেম ক্যাম্পে হামলার প্রতিশোধ’ লেখা ছিল।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিস্থিতি মূল্যায়ন করার জন্য শিগগিরই একটি নিরাপত্তা সভা ডাকার পরিকল্পনা করছেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইসর য় ল
এছাড়াও পড়ুন:
বৈরুতে ইসরায়েলের বিমান হামলা
লেবাননের দক্ষিণ বৈরুতে শুক্রবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির পর বৈরুতে এটিই প্রথম বিমান হামলা। শুক্রবার এএফপি এ তথ্য জানিয়েছে।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা বলেছে, “ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বৈরুতের দক্ষিণ শহরতলির হাদাথ পাড়ায় আঘাত হানে।” ওই এলাকাটিতে আবাসিক ভবন এবং স্কুলগুলো রয়েছে।
বৈরুতের দক্ষিণ শহরতলিতে একটি ভবনে হামলার জন্য ইসরায়েলি সতর্কবার্তার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিভাবকরা দ্রুত বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো থেকে তাদের সন্তানদের নিতে ছুটে আসেন। এই এলাকায় হিজবুল্লাহর শক্তিশালী সমর্থন রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
এএফপি জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে হিজবুল্লাহর সাথে দুই মাসের যুদ্ধের সময় ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণে এই এলাকার অনেক বাসিন্দা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। নতুন করে হামলার পর এই এলাকায় আবারো আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঢাকা/শাহেদ