ইসরায়েলের প্রাণকেন্দ্রে তেল আবিবের দুটি এলাকায় পর পর তিনটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। তবে এই ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বিস্ফোরণের পর তেল আবিব শহরতলির ব্যাট ইয়ামের হালকা রেললাইনে সকল রেল চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ইসরায়েলজুড়ে বাস চালকদেরও তাদের গাড়ি থামাতে এবং সন্দেহজনক বস্তু আছে কিনা তা তল্লাশি করার নির্দেশও দেওয়া হয়।
শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তেল আবিব শহরতলির ব্যাট ইয়াম এবং হোলোনের পার্কিং লটে তিনটি খালি বাসে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে।
পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণস্থলে বিপুল সংখ্যক অফিসার মোতায়েন করা হয়েছে, সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পরীক্ষা-নিরীক্ষা করছেন যাতে সেখানে কোনও অতিরিক্ত বিস্ফোরক ডিভাইস বা সন্দেহজনক বস্তুর উপস্থিত না থাকে।
পুলিশ ঘটনাস্থল থেকে ছবিও প্রকাশ করেছে কিন্তু বিস্ফোরণের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
পুলিশ হোলোন এবং ব্যাট ইয়ামে বাসের সাথে সংযুক্ত দুটি অবিস্ফোরিত ডিভাইসও খুঁজে পেয়েছে বলে ইয়েদিওথ আহরোনোথের প্রতিবেদনে বলা হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও পরে জানিয়েছে, ব্যাট ইয়ামে পাওয়া ডিভাইসগুলোর একটিতে (অধিকৃত পশ্চিম তীরের) “তুলকারেম ক্যাম্পে (হামলার) প্রতিশোধ” লেখা ছিল।
ইসরায়েলের আরেক সংবাদমাধ্যম চ্যানেল ১২ পরে জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইসরায়েলি সেনাবাহিনীকে বিস্ফোরণের প্রতিক্রিয়ায় পশ্চিম তীরে সামরিক অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন।
এদিকে চ্যানেল ১৩ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, নেতানিয়াহু বাসে বিস্ফোরক ডিভাইস লাগানোর বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে মনে করেন এবং পশ্চিম তীরে সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বৈরুতে ইসরায়েলের বিমান হামলা
লেবাননের দক্ষিণ বৈরুতে শুক্রবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির পর বৈরুতে এটিই প্রথম বিমান হামলা। শুক্রবার এএফপি এ তথ্য জানিয়েছে।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা বলেছে, “ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বৈরুতের দক্ষিণ শহরতলির হাদাথ পাড়ায় আঘাত হানে।” ওই এলাকাটিতে আবাসিক ভবন এবং স্কুলগুলো রয়েছে।
বৈরুতের দক্ষিণ শহরতলিতে একটি ভবনে হামলার জন্য ইসরায়েলি সতর্কবার্তার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিভাবকরা দ্রুত বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো থেকে তাদের সন্তানদের নিতে ছুটে আসেন। এই এলাকায় হিজবুল্লাহর শক্তিশালী সমর্থন রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
এএফপি জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে হিজবুল্লাহর সাথে দুই মাসের যুদ্ধের সময় ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণে এই এলাকার অনেক বাসিন্দা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। নতুন করে হামলার পর এই এলাকায় আবারো আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঢাকা/শাহেদ