Prothomalo:
2025-04-21@07:53:14 GMT

আজ সারা দিন মেলার দ্বার খোলা

Published: 21st, February 2025 GMT

বইমেলার মাহেন্দ্রক্ষণ হলো অমর একুশে ফেব্রুয়ারি। আজ মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করার মহিমায় উদ্ভাসিত দিনটিতে বইমেলার দুয়ার খুলবে সকাল সাতটায়। চলবে টানা রাত নয়টা পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার মেলার তথ্যকেন্দ্র থেকে এ ঘোষণা দেওয়া হচ্ছিল বারবার। গতকাল শহীদ দিবসের আগের দিন বরাবরের মতোই মেলায় লোকসমাগম আর বেচাকেনাও বেড়েছে। আজ ভালো বিক্রি হবে বলে আশা করছেন বিক্রেতারা।

গতকাল মেলায় এসেছিলেন দেশের অন্যতম প্রধান যাত্রা পালাকার অভিনেতা ও নির্দেশক মিলন কান্তি দে। প্রবীণ যাত্রাশিল্পী জানালেন, এবার নবান্ন প্রকাশনী থেকে এসেছে আমি এক যাত্রাওয়ালা নামে তাঁর আত্মজীবনী। এতে দেশের যাত্রাশিল্পের ইতিহাস এবং বর্তমান অবস্থাও উঠে এসেছে।

বইমেলা এখন প্রায় শেষ পর্যায়ে। অধিকাংশ প্রকাশনী থেকেই তাদের বেশির ভাগ নতুন বই প্রকাশিত হয়েছে। গতকাল তথ্যকেন্দ্রে নতুন বইয়ের নাম এসেছে ১১২টি। এ বছর বিশিষ্ট কথাসাহিত্যিক রশীদ করীমের জন্মশতবর্ষ। তাঁর দুটি উপন্যাস ও ছোটগল্প, প্রবন্ধ, স্মারক বক্তৃতাসহ বিভিন্ন রচনা নিয়ে রশীদ করীম অমনিবাস প্রকাশ করেছে সাহিত্য প্রকাশ। এটি সম্পাদনা করেছেন প্রাবন্ধিক মফিদুল হক। দিব্যপ্রকাশ এনেছে কবি হেলাল হাফিজের কবিতা সমগ্র। আগামী এনেছে সুরকার সত্য সাহাকে নিয়ে তাঁর স্ত্রী রমলা সাহার স্মৃতিকথা আমার সত্য আমার জীবন, টাঙ্গন এনেছে প্রণব মজুমদারের প্রবন্ধ অর্থের কারবার, অন্যপ্রকাশ এনেছে সজল আশফাকের গল্প ইলিশ ইলিউশনস, ঐতিহ্য এনেছে শামিমা সুলতানার গবেষণা মধ্যযুগের বাংলা সাহিত্য: নানা প্রসঙ্গ, পাঞ্জেরী এনেছে দন্তস্য রওশনের ছোটদের অণুকাব্য।

প্রথমার স্টলে কাল যথেষ্ট ভিড় ছিল গ্রন্থানুরাগীদের। ব্যবস্থাপক জাকির হোসেন জানান, শহীদ দিবস সামনে থাকায় আহমদ রফিকের ভাষা আন্দোলন বইটি বেশি চলেছে। এ ছাড়া মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রমের সৈনিক জীবন: গৌরবের একাত্তর রক্তাক্ত পঁচাত্তর, মহিউদ্দিন আহমদের বিএনপি সময়-অসময়, মোস্তাক শরিফের কিশোর উপন্যাস তুমি রবে নীরবে, মশিউল আলমের উপন্যাস দ্বিতীয় খুনের কাহিনি, বিজ্ঞানবিষয়ক বই আবুল বাশার অনূদিত স্টিফেন হকিংয়ের বড় প্রশ্ন ছোট উত্তর বইগুলোর কাটতি ভালো ছিল।

লাল জুলাই: চব্বিশের গণ-অভ্যুত্থানের পথপরিক্রমা

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বড় ঘটনা। অভ্যুত্থান নিয়ে অভ্যন্তরীণ টানাপোড়েন এখনো চলমান। সাধারণভাবে ২০২৪ সালের আগস্ট মাসে অভ্যুত্থানের একটি পর্ব শেষ হয়েছে। সেই পর্বের তথ্য-উপাত্ত ও প্রাথমিক ঘটনাক্রমের নির্মোহ বিবরণ সংরক্ষণ করার চেষ্টা করা হয়েছে লাল জুলাই: চব্বিশের গণ-অভ্যুত্থানের পথপরিক্রমা বইটিতে।

রাজনৈতিক বিশ্লেষক ও লেখক আলতাফ পারভেজ অভ্যুত্থানের পটভূমি থেকে শুরু করে সাংস্কৃতিক পরিণতি পর্যন্ত অন্তত ১০টি ভাগে অভ্যুত্থানকালীন ঘটনাবলি বইটিতে নথিবদ্ধ করেছেন। অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখা এবং তখনকার ঘটনাবলির বহুমাত্রিক দিক সামনে রেখে ভবিষ্যতে ইতিহাস লেখার কাজ এগিয়ে নিতে সহায়ক হবে বইটি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গতক ল

এছাড়াও পড়ুন:

টানা দু’বারের বেশি প্রধানমন্ত্রী নয়—প্রস্তাবে ভিন্নমত বিএনপির

কোনো ব্যক্তি দু’বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, সংস্কারপ্রক্রিয়ায় এ প্রস্তাবের বিপক্ষে অবস্থান বিএনপির। দলটি বলছে, টানা দু’বারের বেশি না পারলেও বিরতি দিয়ে কেউ প্রধানমন্ত্রী হতে চাইলে, সে সুযোগ থাকতে হবে। এটা সংকুচিত করার কোনো যৌক্তিকতা নেই। বিএনপির এ অবস্থানের কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

রোববার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনার বিরতিতে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিষয়টি নিয়ে এখনো আলোচনা হয়নি। তবে দলের অবস্থান স্পষ্ট। জনগণ যদি কোনো ব্যক্তিকে দুই মেয়াদের পর বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী করতে চায়, সেই সুযোগ সংকুচিত করা উচিত হবে না।

তিনি বলেন, সংস্কার কমিশনের মৌলিক অধিকারের পরিসর বৃদ্ধির বিষয়ে আমরা ভিন্ন মতামত দিয়েছি। বিএনপির অবস্থান হলো, মৌলিক অধিকার রাষ্ট্রকে নিশ্চিত করতে হয়। এটার পরিধি বাড়ালে রাষ্ট্রের অর্থনৈতিক ব্যয় বাড়বে। তাই আমরা অনেক বিষয় অন্তর্ভুক্ত না করে রাষ্ট্র যেটুকু বহন করতে পারবে, সেটুকুই নির্ধারণের পক্ষে জোর দিয়েছি।

ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদের বিপক্ষে অবস্থান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা এটার বিপক্ষে মতামত দিয়েছি। বিএনপি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরে যেতে চায়।

বিএনপির এ নেতা বলেন, সংসদে নারী আসন ৫০ থেকে ১০০-তে উন্নীত করার বিষয়ে বিএনপি একমত। কিন্তু এখন যেমন আছে, সেটা আগামী সংসদ পর্যন্ত বহাল থাকতে হবে। আগামী সংসদ গঠিত হওয়ার পর তাঁদের (নারীদের) কোন পদ্ধতিতে অন্তর্ভুক্ত করা হবে, তা নিয়ে আলোচনা করা হবে।

জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) বিষয়েও একমত নয় বিএনপি। সালাহউদ্দিন আহমদ বলেন, এটা বাস্তবায়ন হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেক বেশি সংকুচিত হবে।

আলোচনায় বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছে। প্রতিনিধিদলের সদস্যরা হলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব মনিরুজ্জামান খান।

সম্পর্কিত নিবন্ধ

  • মোবাইল অপারেটরদেরকে ইন্টারনেটের দাম কমানোর আহ্বান
  • মোবাইল অপারেটরদের ইন্টারনেটের দাম কমানোর আহ্বান
  • তিনটি স্তরে ইন্টারনেটের দাম কমছে: ফয়েজ আহমদ
  • সিলেটে চা–বাগানে তরুণকে হত্যায় দুজন গ্রেপ্তার
  • নারী সংস্কার কমিশন বাতিলসহ ৫ দাবি, হেফাজ‌তের মহাসমাবে‌শ ৩ মে
  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বন্ধের পক্ষে বিএনপি
  • চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ২ হাজার বছরের পুরনো: ঢাবি উপাচার্য
  • টানা দু’বারের বেশি প্রধানমন্ত্রী নয়—প্রস্তাবে ভিন্নমত বিএনপির
  • টানা দুইবারের বেশি না পারলেও বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকার দাবি বিএনপির
  • সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত