এয়ারটেলের ৫ কোটি ১০ লাখ শেয়ার বিক্রি করেছেন সুনীল মিত্তাল
Published: 21st, February 2025 GMT
ভারতীয় ধনকুবের সুনীল মিত্তাল টেলিকম কোম্পানি এয়ারটেলের ৫ কোটি ১০ লাখ শেয়ার বিক্রি করে দিয়েছেন। মোট ৯৭ কোটি ৬০ লাখ ডলার বা ৮ হাজার ৪৫৮ কোটি রুপির বিনিময়ে এই শেয়ার বিক্রি করে দিয়েছেন তিনি। এই শেয়ার বিক্রি করে দিয়ে তিনি নতুন উদ্যোগে বিনিয়োগ করবেন বলে জানানো হয়েছে।
ভারতের পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ডের সংবাদে বলা হয়েছে, সুনীল মিত্তালের ইন্ডিয়ান কনটিনেন্টাল ইনভেস্টমেন্ট লিমিটেডের এসব শেয়ার বিক্রি করে দেওয়া হয়েছে। এসব শেয়ারের প্রায় এক-চতুর্থাংশ কিনে নিয়েছে ভারতী টেলিকম লিমিটেড। মিত্তালের ছেড়ে দেওয়া বাকি শেয়ারও অন্য বিনিয়োগকারীরা কিনে নিয়েছেন। তবে কোন বিনিয়োগকারীরা এসব শেয়ার কিনে নিয়েছেন, তাঁদের তথ্য প্রকাশ করা হয়নি। গত মঙ্গলবার এসব শেয়ার ১ হাজার ৬৬০ রুপিতে বিক্রি করা হয়েছে। যদিও গত সোমবার এসব শেয়ারের দাম ছিল ১ হাজার ৬৭৫ রুপি।
সুনীল মিত্তাল এখন ভারতের চেয়ে অন্যান্য দেশে বিনিয়োগ বাড়াচ্ছেন। এই মুহূর্তে তিনি আফ্রিকা ও যুক্তরাজ্যভিত্তিক স্যাটেলাইট কোম্পানি ওয়ান ওয়েবে বিনিয়োগ করছেন।
এদিকে সুনীল মিত্তালের শেয়ার কিনে নেওয়ার মধ্য দিয়ে এয়ারটেলে ভারতী টেলিকমের হিস্যা ৪০ দশমিক ৪৭ শতাংশে উন্নীত হয়েছে। ভারতী টেলিকম আগেই বলেছিল, এয়ারটেলে নিজেদের অবস্থান তারা আরও শক্তিশালী করবে; অর্থাৎ এই কোম্পানিতে তারা নিজেদের প্রাধান্য বজায় অক্ষুণ্ন রাখবে।
ভারতী টেলিকম এই প্রথম যে মিত্তালের কোম্পানির শেয়ার কিনছে, তা কিন্তু নয়। এর আগে গত বছরের নভেম্বরে তারা ইন্ডিয়ান কনটিনেন্টাল ইনভেস্টমেন্টের আরও ১ দশমিক ২ শতাংশ শেয়ার কিনে নিয়েছিল। এর মধ্য দিয়ে এয়ারটেলে তাদের একরকম একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নতুন কর্মসূচি ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
ছয় দফা দাবিতে আন্দোলনে থাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। শনিবার সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে সকাল সাড়ে ১১টা থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন তারা।
নতুন কর্মসূচিতে কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কারিগরি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত না হওয়ায় প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক অনির্দিষ্টকালের জন্য লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে।
শুক্রবার রাতে সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানান পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এতে জানানো হয়, কারিগরি সেক্টরের বৈষম্য ধ্বংস ও ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জনদুর্ভোগ সৃষ্টি না করে মহাসড়কের দুই পাশে বা গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের দৃষ্টি আকর্ষণ কর্মসূচি পালন করবেন।