এয়ারটেলের ৫ কোটি ১০ লাখ শেয়ার বিক্রি করেছেন সুনীল মিত্তাল
Published: 21st, February 2025 GMT
ভারতীয় ধনকুবের সুনীল মিত্তাল টেলিকম কোম্পানি এয়ারটেলের ৫ কোটি ১০ লাখ শেয়ার বিক্রি করে দিয়েছেন। মোট ৯৭ কোটি ৬০ লাখ ডলার বা ৮ হাজার ৪৫৮ কোটি রুপির বিনিময়ে এই শেয়ার বিক্রি করে দিয়েছেন তিনি। এই শেয়ার বিক্রি করে দিয়ে তিনি নতুন উদ্যোগে বিনিয়োগ করবেন বলে জানানো হয়েছে।
ভারতের পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ডের সংবাদে বলা হয়েছে, সুনীল মিত্তালের ইন্ডিয়ান কনটিনেন্টাল ইনভেস্টমেন্ট লিমিটেডের এসব শেয়ার বিক্রি করে দেওয়া হয়েছে। এসব শেয়ারের প্রায় এক-চতুর্থাংশ কিনে নিয়েছে ভারতী টেলিকম লিমিটেড। মিত্তালের ছেড়ে দেওয়া বাকি শেয়ারও অন্য বিনিয়োগকারীরা কিনে নিয়েছেন। তবে কোন বিনিয়োগকারীরা এসব শেয়ার কিনে নিয়েছেন, তাঁদের তথ্য প্রকাশ করা হয়নি। গত মঙ্গলবার এসব শেয়ার ১ হাজার ৬৬০ রুপিতে বিক্রি করা হয়েছে। যদিও গত সোমবার এসব শেয়ারের দাম ছিল ১ হাজার ৬৭৫ রুপি।
সুনীল মিত্তাল এখন ভারতের চেয়ে অন্যান্য দেশে বিনিয়োগ বাড়াচ্ছেন। এই মুহূর্তে তিনি আফ্রিকা ও যুক্তরাজ্যভিত্তিক স্যাটেলাইট কোম্পানি ওয়ান ওয়েবে বিনিয়োগ করছেন।
এদিকে সুনীল মিত্তালের শেয়ার কিনে নেওয়ার মধ্য দিয়ে এয়ারটেলে ভারতী টেলিকমের হিস্যা ৪০ দশমিক ৪৭ শতাংশে উন্নীত হয়েছে। ভারতী টেলিকম আগেই বলেছিল, এয়ারটেলে নিজেদের অবস্থান তারা আরও শক্তিশালী করবে; অর্থাৎ এই কোম্পানিতে তারা নিজেদের প্রাধান্য বজায় অক্ষুণ্ন রাখবে।
ভারতী টেলিকম এই প্রথম যে মিত্তালের কোম্পানির শেয়ার কিনছে, তা কিন্তু নয়। এর আগে গত বছরের নভেম্বরে তারা ইন্ডিয়ান কনটিনেন্টাল ইনভেস্টমেন্টের আরও ১ দশমিক ২ শতাংশ শেয়ার কিনে নিয়েছিল। এর মধ্য দিয়ে এয়ারটেলে তাদের একরকম একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডিআরইউয়ে হামলা: এক জনের জামিন, আরেকজন কারাগারে
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কর্মচারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় উজ্জ্বল মিয়া নামে এক আসামিকে জামিন দিয়েছেন আদালত। আব্দুর রহমান নামে আরেক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।
এদিন শাহবাগ থানা পুলিশ দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন।
আরো পড়ুন:
ডিআরইউয়ে দুর্বৃত্তদের হামলায় আহত ৩, গ্রেপ্তার ২
‘গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন সহজ হবে না’
শুনানি শেষে আদালত একজনকে জামিন, আরেকজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মো. জিন্নাত আলী এ তথ্য নিশ্চিত করেন।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, “এখানে (ডিআরইউ কার্যালয়) শুধু সাংবাদিকদের জন্য টিসিবির পণ্য ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। সেখানে আগে থেকেই টোকেন দেওয়া হয়। এসব টোকেনের একটি কারও মাধ্যমে করতোয়া কুরিয়ার সার্ভিসের এক কর্মীর কাছে চলে গেছে। তারা এটাকে নকল করে ৫০টি টোকেন তৈরি করে টিসিবির পণ্য নিতে আসেন। সময় আমাদের একজন স্টাফ বাবুল বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদের এখানে আর পণ্য নিতে না আসার জন্য বলা হয়। সেই ক্ষোভ থেকে আজ পল্টনে করতোয়া কুরিয়ার অফিসের সামনে ডিআরইউ স্টাফ বাবুলকে মারধর করে। পরে তারা শতাধিক মানুষ নিয়ে ডিআরইউ কার্যালয়ে এসে হামলা চালায়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে।”
ঢাকা/মামুন/এসবি