বইমেলায় মাহমুদুল আলম দিপুর ‘২৯৩ মিলিয়ন ডলার এবং আমি’
Published: 21st, February 2025 GMT
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক মাহমুদুল আলম দিপুর গল্পের বই ‘২৯৩ মিলিয়ন ডলার এবং আমি’। বইটি প্রকাশ করেছে মানচিত্র প্রকাশনী। বইটি বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাতেও অনূদিত করা হয়েছে।
লেখক জানান, লেখালেখির প্রতি প্রবল ঝোঁক তৈরি হয় একদম ছোটবেলাতেই। মামার বাসায় রাখা হুমায়ূন আহমেদের বই পড়তে পড়তেই বই পড়ার অভ্যাসটা হয়ে যায় তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে মূলত গল্পের বই। ‘জোছনা ও জননীর গল্প’ বই পড়া দিয়ে শুরু করলেও, আস্তে আস্তে হুমায়ূন আহমেদ তার অন্যতম প্রিয় লেখক হয়ে উঠেন। একই সাথে সমরেশ মজুমদার, ইমদাদুল হক মিলন থেকে শুরু করে পছন্দের লেখকের তালিকায় রয়েছেন আরো অনেকেই। বইটি উৎসর্গও করেছেন প্রিয় লেখক হুমায়ূন আহমেদ এবং মা রাজিয়া বেগমকে।
‘২৯৩ মিলিয়ন ডলার এবং আমি’-বইয়ের প্রেক্ষাপট সম্পর্কে আমেরিকা প্রবাসী এই লেখক জানিয়েছেন, প্রবাস জীবন, লটারি এবং একই সাথে ভাগ্যের গল্পই মূলত তুলে ধরা হয়েছে। লেখায় ফুটিয়ে তোলা হয়েছে প্রবাস জীবনের কষ্ট, দুঃখ বেদনা আবার একই সাথে অনুপ্রেরণা, সৌভাগ্য এবং ঘুরে দাঁড়ানোর গল্পও।
আরো পড়ুন:
বইমেলায় ডা.
একুশে ফেব্রুয়ারি বইমেলা শুরু হবে সকাল ৭টায়
জীবনে চলার পথে নানা রকম চরাই উৎরাই পার করে দিপু একজন সফল উদ্যোক্তাও। লেখকের আরও কয়েকটি বই— শিকাগোর সেই মেয়েটি, ধর্ম না কর্ম, রক্তের টানে সহ বেশ কয়েকটি বই রয়েছে প্রকাশের অপেক্ষায়।
ঢাকা/লিপি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জুলাই বিপ্লব পরিষদের দোয়া ও ইফতার মাহফিল
জুলাই বিপ্লব পরিষদের আয়োজনে রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর নূর কমিউনিটি সেন্টারে মঙ্গলবার বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা এবং রাজনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতারা, বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের চলমান সংকট উত্তরণের জন্য ঐক্যবদ্ধ প্রয়াস জরুরি বলে মত দেন।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. আহসান উল্লাহ তুষার বলেন, জুলাই অভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিরোধ, যা ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে।
মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব সাউদ মতিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং জুলাই বিপ্লব পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. রাকিব হোসেন, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এস এম শাহরিয়ার, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ ছাত্রপক্ষের সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর, বিপ্লবী ছাত্র পরিষদের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম এবং জুলাই বিপ্লব পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থায়ী সদস্য সাদিল আহমেদ প্রমুখ।
এছাড়াও জুলাই বিপ্লব পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থায়ী সদস্য শাহনেওয়াজ ফাহাদ ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন। ন্যায়বিচার ও মানবাধিকারের সংগ্রাম আরও বেগবান করতে তরুণদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান শাহনেওয়াজ ফাহাদ।
অনুষ্ঠানে ইফতার মাহফিলে শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বিশেষ দোয়া পর্বে তাদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি ও অগ্রগতি কামনা করা হয়।