বইমেলায় মাহমুদুল আলম দিপুর ‘২৯৩ মিলিয়ন ডলার এবং আমি’
Published: 21st, February 2025 GMT
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক মাহমুদুল আলম দিপুর গল্পের বই ‘২৯৩ মিলিয়ন ডলার এবং আমি’। বইটি প্রকাশ করেছে মানচিত্র প্রকাশনী। বইটি বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাতেও অনূদিত করা হয়েছে।
লেখক জানান, লেখালেখির প্রতি প্রবল ঝোঁক তৈরি হয় একদম ছোটবেলাতেই। মামার বাসায় রাখা হুমায়ূন আহমেদের বই পড়তে পড়তেই বই পড়ার অভ্যাসটা হয়ে যায় তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে মূলত গল্পের বই। ‘জোছনা ও জননীর গল্প’ বই পড়া দিয়ে শুরু করলেও, আস্তে আস্তে হুমায়ূন আহমেদ তার অন্যতম প্রিয় লেখক হয়ে উঠেন। একই সাথে সমরেশ মজুমদার, ইমদাদুল হক মিলন থেকে শুরু করে পছন্দের লেখকের তালিকায় রয়েছেন আরো অনেকেই। বইটি উৎসর্গও করেছেন প্রিয় লেখক হুমায়ূন আহমেদ এবং মা রাজিয়া বেগমকে।
‘২৯৩ মিলিয়ন ডলার এবং আমি’-বইয়ের প্রেক্ষাপট সম্পর্কে আমেরিকা প্রবাসী এই লেখক জানিয়েছেন, প্রবাস জীবন, লটারি এবং একই সাথে ভাগ্যের গল্পই মূলত তুলে ধরা হয়েছে। লেখায় ফুটিয়ে তোলা হয়েছে প্রবাস জীবনের কষ্ট, দুঃখ বেদনা আবার একই সাথে অনুপ্রেরণা, সৌভাগ্য এবং ঘুরে দাঁড়ানোর গল্পও।
আরো পড়ুন:
বইমেলায় ডা.
একুশে ফেব্রুয়ারি বইমেলা শুরু হবে সকাল ৭টায়
জীবনে চলার পথে নানা রকম চরাই উৎরাই পার করে দিপু একজন সফল উদ্যোক্তাও। লেখকের আরও কয়েকটি বই— শিকাগোর সেই মেয়েটি, ধর্ম না কর্ম, রক্তের টানে সহ বেশ কয়েকটি বই রয়েছে প্রকাশের অপেক্ষায়।
ঢাকা/লিপি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
স্বর্ণের দামে নতুন রেকর্ড
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। সর্বশেষ ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন মূল্য আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দামে ঊর্ধ্বগতির কারণে এ দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। সর্বশেষ গত ১৩ এপ্রিল রাতে স্বর্ণের দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৩৮ টাকা কমিয়ে ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা নির্ধারণ করা হয়, যা আজ রাত পর্যন্ত কার্যকর ছিল।
বিভিন্ন ক্যারেটের নতুন মূল্য
২২ ক্যারেট: ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা
২১ ক্যারেট: ১ লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৩৫ হাজার ১৭৪ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ১১ হাজার ৬৫৯ টাকা
বৈশ্বিক প্রেক্ষাপট
বিশ্ববাজারেও চলছে স্বর্ণের দামের উল্লম্ফন। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা ও পাল্টাপাল্টি শুল্ক আরোপের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের প্রতি আউন্সের দাম ৩ হাজার ৩০০ ডলার ছাড়িয়ে গেছে, যা সর্বকালের সর্বোচ্চ।
স্থিতিশীল রুপার বাজার
স্বর্ণের দামে বড় ধরনের পরিবর্তন এলেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বাজুসের নির্ধারিত দর অনুযায়ী ২২ ক্যারেট রুপা ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।