বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, গণতন্ত্রের পথে নিতে ‘ভোট দেওয়ার’ জন আকাঙ্ক্ষার প্রতিফলন মানুষ অবিলম্বে দেখতে চায়। তিনি বলেন, মহান ভাষা আন্দোলনের যে ধারাবাহিকতা, ভাষা আন্দোলনের আগে বাংলাদেশের মানুষের স্বাধীনতার যে ইচ্ছা সেই ইচ্ছার যে ধারাবাহিকতা এবং আজকে ২০২৫ সালে এসে মানুষের নতুন প্রজন্মের ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশার প্রতিফলন কিন্তু বাংলাদেশের মানুষ দেখতে চায়।

বৃহস্পতিবার বিকালে মহান শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।

ছাত্র-জনতার আন্দোলনের মূল আকাঙ্ক্ষার কথা তুলে ধরে আবদুল মঈন খান বলেন, আজকে বাংলাদেশের মানুষ একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হস্তান্তর করেছে, দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। এই মানুষের আরও একটি দাবি রয়েছে- সেটি হচ্ছে যে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, আমাদের সমাজকে স্বৈরাচার থেকে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরিত করতে হবে।

তিনি বলেন, এই দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা সঠিকভাবে পালন করছে, কি করছে না এটা বাংলাদেশের মানুষের রাডারে রয়েছে। এটা অস্বীকার করা যাবে না। কারণ বাংলাদেশের মানুষের রক্ত আছে, জবাবদিহিতার জন্য তারা আবার যেকোন সময়ে ফুঁসে উঠতে পারে। এটা সকলকে স্মরণে রাখতে হবে।

ভাষা আন্দোলনসহ স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪‘র ছাত্র-জনতার বিপ্লবে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আবদুল মঈন খান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছে। ভাষা আন্দোলনও প্রতিবাদ করেছে ছাত্র সমাজ। আমি বিশ্বাস করি, ভাষা আন্দোলন থেকে শুরু করে ‘২৪ এর ছাত্র-জনতার আন্দোলন একই সূত্রে প্রতিথ। সেই সূত্রটি কি? প্রতিবাদ। অন্যায়ের প্রতিবাদ, স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ, আমাদের কথা বলতে না দেওয়ার প্রতিবাদ, আমাদের ভোটের অধিকার ছিনিয়ে নেবার বিরুদ্ধে প্রতিবাদ। আসুন, এখান থেকে আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি।

দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মেজর (অব.

) হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ বক্তব্য রাখেন। এছাড়া আলোচনায় অংশ নেন মহানগর বিএনপি দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, যুব দলের সাধারণ নুরুল ইসলাম নয়ন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব এনপ

এছাড়াও পড়ুন:

কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য নির্বাচনের বিকল্প নেই: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে, কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। যারা দ্বিতীয় বিকল্প খুঁজছে, তারা গণতন্ত্র চায় না। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে তাদের হাতেই গণতন্ত্রের মালিকানা ফিরিয়ে দিতে হবে। নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ সামনে আনতে হবে।

শনিবার চট্টগ্রাম নগরের একটি ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা একভাবে নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করেছেন। এখন আরেকটা পক্ষ অন্যভাবে ক্ষতিগ্রস্ত করতে চায়, বাধা দিতে চায়। এই প্রক্রিয়া চলতে দেওয়া যায় না। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনতে হবে। তখন জবাবদিহি থাকবে।

আমীর খসরু বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর মানুষের মনে যে পরিবর্তন এসেছে, তা ধারণ করতে হবে। পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চাইলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার ও সংসদ গঠন করতে হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর বিএনপি নেতা শিল্প শামসুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • মিয়ানমারকে নিয়ে ট্রাম্প এখন কী করবেন
  • ছাত্রনেতাদের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে: নুরুল হক
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ইফতার ও দোয়া মাহফিল
  • ভূরাজনীতি আওয়ামী লীগকে প্রত্যাবাসন করতে চায়: মাহমুদুর রহমান
  • সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে: তারেক রহমান
  • নির্বাচনের আকাশে কালো মেঘ দেখা দিয়েছে: মান্না
  • কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য নির্বাচনের বিকল্প নেই: আমীর খসরু
  • যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে: তারেক রহমান
  • কোনোভাবেই যেন স্বৈরাচার আবার মানুষের কাঁধে চেপে বসতে না পারে: তারেক রহমান
  • হাসিনা পালায় গেছে, গণতন্ত্র আমরা এখনো পাই নাই, ভোটাধিকার পাই নাই: শামা ওবায়েদ