আফগানিস্তান অধিনায়ক বললেন, ‘চ্যাম্পিয়ন হতেই এসেছি’
Published: 21st, February 2025 GMT
তাদের নিয়ে ইতিবাচক ভবিষ্যদ্বাণী করেছেন অনেকেই—এই তালিকায় আছেন সাবেক তারকা ক্রিকেটাররাও। সম্ভাব্য আফগানিস্তান শুধু ভালো করবে, এটুকু আশা করা কমই হয়ে যায়। অন্তত দেশটির অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির কথা শুনলে তেমনই মনে হওয়ার কথা। করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মলনে টুর্নামেন্ট নিয়ে নিজেদের প্রত্যাশা জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা এখানে চ্যাম্পিয়ন হতেই এসেছি।’
আট দলের আসরে সবাই চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখে, এমন কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনও। এদিক থেকে শহীদির কথাটা বাস্তবসম্মতই। সর্বশেষ দুটি আইসিসি টুর্নামেন্টে দারুণ কিছু করে দেখানোর স্মৃতি আছে তাদের। সর্বশেষ টি–টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান, আগের ওয়ানডে বিশ্বকাপেও গ্লেন ম্যাক্সওয়েল অতিমানবীয় ইনিংস না খেললে সেরা চারে পৌঁছে যেত তারা।
অতীত সাফল্যকে অবশ্য শক্তি মনে করছেন না আফগান অধিনায়ক, ‘গত দুটি বিশ্বকাপে আমরা ভলো খেলেছি কিন্তু এটা এখন অতীত। আমাদের মাথায় থাকতে পারে, তবে সামনেই তাকাতে হবে। আমরা এমন দল নই, যারা কিছু একটা অর্জন করে তার ওপর নির্ভর করে থাকব। আমাদের লক্ষ্য হচ্ছে দল হিসেবে প্রতিনিয়ত উন্নতি করা। যখনই আমরা সুযোগ পেয়েছি, চ্যাম্পিনস ট্রফি, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে চেষ্টা করেছি পারফরম্যান্স উন্নতি করতে। যেমন গতবার সেমিফাইনালে খেলেছি। এবার আশা করব ফাইনালে যাব এবং শিরোপা জিতব। আমরা এটার দিকেই তাকিয়ে আছি, আমি জানি আমাদের সামর্থ্য আছে।’
প্রস্তুতিতে আফগান ক্রিকেটাররা।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আফগ ন
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১ এপ্রিল ২০২৫)
আইপিএলে আছে একটি ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে আছে তিনটি ম্যাচ।আইপিএল
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস–পাঞ্জাব কিংস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
আল ইত্তিহাদ–আল শাবাব
রাত ১২টা, সনি স্পোর্টস টেন ২
আর্সেনাল–ফুলহাম
রাত ১২–৪৫ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
উলভারহ্যাম্পটন–ওয়েস্ট হাম
রাত ১২–৪৫ মি., স্টার স্পোর্টস ৩
নটিংহাম ফরেস্ট–ম্যানচেস্টার ইউনাইটেড
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
নিউজিল্যান্ড–পাকিস্তান
আগামীকাল ভোর ৪টা, সনি স্পোর্টস টেন ৫